একজন ব্যান হওয়া এডসেন্স পাবলিশারের ৭২১ ডলার ফেরত পাওয়ার কাহিনী !

টিউন বিভাগ খবর
প্রকাশিত

logo

আমরা বিভিন্ন সময় শুনে থাকি অনেক এডসেন্স পাবলিশারকে গুগোল আজীবনের জন্য ব্যান করেছে। সাধারনত এডসেন্স এর নিয়ম কানুন ঠিক মতো না মেনে চললে যে কেউই এর শিকার হতে পারে। তবে যারা এডসেন্সে এর সুফল ভোগ করছেন তারা হয়তো এডসেন্সে নিয়ে খুব আনন্দেই আছেন। তেমনই আনন্দে ছিলেন Aaron Greenspan যতক্ষন না পর্যন্ত গুগোল বলেছিল যে তার এডসেন্স একাউন্ট বাতিল করা হয়েছে।

“While going through our records recently, we found that your AdSense account has posed a significant risk to our AdWords advertisers. Since keeping your account in our publisher network may financially damage our advertisers in the future, we’ve decided to disable your AdSense account. ”

Aaron লিখেছেন কোনো পূর্ব সতর্কতা ছাড়াই গুগোল তার একাউন্ট বাতিল করেছে।

গুগোল এর নিয়ম অনুযায়ী Invalid ক্লিক এর কারনে যদি কারো একাউন্ট বাতিল করা হয় তবে সে তার একাউন্টের অবশিষ্ঠ কোনো টাকা পাবেনা এবং সেই টাকা গুলো বিজ্ঞাপনদাতাদের ফেরত দিয়ে দেয়া হবে। Aaron Greenspan এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। বাতিল হওয়ার সময় Aaron এর একাউন্টে প্রায় ৭২১ ডলার ছিল, কিন্তু অনেক চেষ্টা করেও তিনি আর সে টাকা ফেরত পাননি।

অবশেষে তিনি ৭২১ ডলারের জন্য গুগোলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিলেন এবং করলেনও তাই। মামলাতে বলা হলো গুগোল প্রমান করতে পারবেনা যে তারা অন্যায় করছেনা এবং তাদের Fraud(প্রতারক) সনাক্তকরন এলগোরিদম সম্পূর্ন সঠিক।
এসব কিছুর জন্য কোর্ট ফি হিসেবে তাকে ৪০ ডলার দিতে হয়েছিল ।

Aaron এর এডসেন্স একাউন্ট বাতিল হয় ৯ ডিসেম্বর ২০০৮, তিনি গুগোলের বিরুদ্ধে মামলা করেন ১৫ জানুয়ারী ২০০৯ এবং ২ মার্চ ২০০৯ বিচারক তার মামলার রায় প্রদান করেন। রায়ে বলা হয়-

“I don’t think I have the power here in Palo Alto small claims court to make you reinstate his account, but I think you owe this young man $721. I think there might be money in Google’s treasury for that.”

পরে গুগোল কোর্ট ফি সহ তার পুরো টাকা প্রদান করে। তবে তার এডসেন্স একাউন্টটি আর সচল করা হয়নি।

গুগোলের এই মামলা হারার পেছনে প্রধান যে যুক্তি তুলে ধরা হয় তা হলো- গুগোল পক্ষের উকিল হয়তো  “click fraud” এর ব্যপারে বিচারককে তেমনভাবে সন্তুষ্ট করতে পারেননি। কারন এই বিষয়টি প্রমান করতে গেলে গুগোলকে হয়তো কোর্টে পাবলিক এর সামনে তাদের Fraud ধরার এলগোরিদম দেখাতে হতো যেটা গুগোল কখনই করবেনা।

বিঃদ্রঃ খবরটি একটু পুরনো। তবে টেকটিউনসে খবরটি আগে না আসায় শেয়ার করছি।

তথ্যসূত্র - গার্ডিয়ান + অন্যান্য কিছু ওয়েবসাইট।

Level 0

আমি তারেকবিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks to Mr Tarek, this is indeed a very interesting tune.
http://techpark.wenode.com

হু ভাল বুদ্ধি

হুমম… স্থানীয় বলেই এই মামলার সুযোগ টা নিতে পেরেছেন, কিন্তু ভিন দেশে যেসব পাব্লিশার রা থাকেন তাদের কি এইধরনের কোন সু্যোগ আছে? গুগোলের ক্লিক ফ্রড এলগোরিদম একশ ভাগ সঠিক না সে কথা অবশ্য আগেই জানতাম। ওটা এড়ানোরও বিভিন্ন কৌশলের কথাও শুনেছি।

nice posting dude.