সোনার হরিন থ্রি জি বাংলাদেশে আসছে আগামী স্বাধীনতা দিবসে!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

টেলিটক আগামী বছর ২৬ মার্চ পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল সেবা চালু করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান টেলিটক ছয় মাস পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করার পরইথ্রিজি স্পেকট্রাম নিলামের মাধ্যমে অন্যান্য অপারেটরদের বরাদ্দ দেওয়া হবে।

তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল প্রযুক্তিতে উচ্চ গতিতে তথ্য আদান-প্রদান সম্ভব বলে মোবাইল ফোনেই টিভি দেখা, জিপিএসের মাধমে পথ নির্দেশনা পাওয়া, উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া সম্ভব।

আগামী জানুয়ারীর মধ্যে টেলিটকের থ্রিজি প্রযুক্তির অবকাঠামো বসানোর কাজ শেষ হবে বলে জানান তিনি।

থ্রিজি লাইসেন্সের নিলামে দেশি বা বিদেশি যে কোনো প্রতিষ্ঠান অংশ নিতে পারবে জানিয়ে মন্ত্রী বলেন, ছয় মাস টেলিটকের পরীক্ষামুলক থ্রিজি সেবার পর আগামী বছর সেপ্টেম্বরে থ্রিজি বরাদ্দের নিলাম হবে।

গত ৯ অগাস্ট এক সংবাদ সম্মেলনে টেলিযোগাযোগমন্ত্রী বলেছিলেন, “সব কিছু ঠিক থাকলে চলতি বছরের মধ্যেই টেলিটক থ্রিজি প্রযুক্তির মাধ্যমে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে টেলিটক এ সুবিধা পাবে। ৬ মাসের জন্য টেলিটককে বাণিজ্যিকভাবে এ সেবা চালুর সুযোগ দেওয়া হবে।”

একই সংবাদ সম্মেলনে ডাক ও টেলিকম সচিব সুনীল কান্তি বোস জানিয়েছিলেন, ২০১২ সালের মধ্যে থ্রিজি লাইসেন্সের নীতিমালা চূড়ান্ত করা হবে।

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটরস ইন বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব আবু সাঈদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থ্রিজি স্পেকট্রাম নিলামের আগামী সেপ্টেম্বরে হলে অন্যান্য অপারেটরদের থ্রিজি সেবা দেওয়াও অনেক পিছিয়ে যাবে।”

থ্রিজি প্রযুক্তির অবকাঠামো বসানো সময় সাপেক্ষ উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য অপারেটররা এ ব্যাপারে উম্মুখ হয়ে আছে, তাই যত দ্রুত সম্ভব থ্রিজি নীতিমালা চুড়ান্ত করে নিলাম আয়োজন করা উচিৎ।

 

তথ্যসূত্র

Level 0

আমি Ripendil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks for imp info

Level 2

থ্রিজি নিয়ে টিউন না করলে কি হয়না।’ গাছে কাঠাল গোঁফে তেল’ যখন আসবে তখন টিউন কইরেন।

    Level 0

    @Virus Vai: থ্রিজি নিয়ে টিউন করলে কি গা জ্বলে? জ্বললে গাধার মত কমেন্ট না করাই মনে হয় ভাল ।

    Level 0

    @Virus Vai: কেন ভাই আপনি কি চান না থ্রি জি আসুক? এটা তো এখন অলিক কোন গল্প নয়, সরাসরি ঘোষনা এসেছে ২৬ মার্চ থ্রি ছাড়া হবে। আপনি কোন ভাল খবর এর আগমনী বার্তা শুনতে পছন্দ করেন না? ধরুন আর্জেন্টিনা বাংলাদেশে খেলবে এই খবর আগে প্রকাশ হল না, যেদিন আর্জেন্টিনা আসল সেদিন বলা হল আর্জেন্টিনা এসেছে বাংলাদেশে, আপনি ভাল খবরের ব্যাপারে এ ধরনের প্রত্যাশা করেন?

    Level 0

    @Virus Vai: virus er mathay virus dhukse ,anti virus lagan bhai ….

একবার শুনি এই বছর মার্চ মাসে। এরপর শুনলাম এই বছরের আগস্টে। এবার শুনি সামনে বছরের মার্চে। আবার শুনবো তার পরের আগস্টে। তারপ্র শুনবো কিয়ামতের পরে……।

    Level 0

    @এম,এইচ সজিব: এ বছর মার্চ এর খবর বা আগস্টের খবর কোথায় শুনেছিলেন বলতে পারবেন? গুজব আর ঘোষনার পার্থক্য আছে নিশ্চয়ই। লাইসেন্সই তো উন্মূক্ত করা হল কিছুদিন আগে। এরপর অবকাঠামোগত উন্নয়ন এবং পরিকল্পনার ব্যাপার আছে নিশ্চয়ই।

Level 0

Ripendil@ ধন্যবাদ নিউজ টা জানানোর জন্য । অনেক দিন থ্রিজি এর কোন আপডেট পাচ্ছিলাম না ।

Level 0

Vaia amar nokia 5233 te 3G download speed kato debe . abong browsing speed kato dibe janale valo hoy….ar ha sear karar jonno dhonnobad.

এটা ১টা Important তথ্য । জানানোর জন্য ধন্যবাদ ।

Level 2

অই দিন কোন থ্রী বের হলে আমার আপত্তি নাই। কিন্তু যেই ছাগু মার্কা গবরমেন্ট ২০১১ তেও বাণিজ্যিকভাবে 3G দিতে পারল না ।। ওগো কাছে কোন আশা নাই। চুলায় যাক টেলিটক

Level 0

3G Er Khobor Shunte Akhon R Amar Valo Lage Na 🙁 Ae Sorkarer J Obostha Tate Shamne Bochor J Parbo Tar E Ba Nishchoyta Ke ….

Level New

কুম্ভকর্ণের মত একটা ঘুম দিয়ে উঠি,তখন যদি থ্রিজি পাই,আর টেলিটকের থ্রিজি মনে গ্রামীনের জিপিআরএস সার্ভিসের চেয়েও খারাপ হবে।

তোরা, যে যাই বলিস ভাই…………….আমার ফ্রীতে 3গ চাই 😛

Level 0

একটা জিনিস। 3G এর স্পীড কি রকম হবে? DOWNLOAD স্পীড কি রকম পাব? WIMAX এর চেয়ে বেশি? Wimax এ তো লেখা থাকে 4G…..
please let me know

আমার HSDPA model-E1550 modem এ কি 3G ব্যবহার করা যাবে?

একদম বাজে কথা। মন্ত্রীদের কথা বিশ্বাস করে আশায় থাকবেন না।

ekbaro keu bollo nah j deshi compani… jaouk ga…. 3G dile tokhon sobai e humri khaiya porbo.. manuser mukhe ek ar kaje ar ek…

😛 Thanks bro,,,,,,,,,,For ur info……

Level New

ashaaaaaaaaaaaaaaaaaaaaaaa ! opekkhai roilam

3g spd obviously wimax theke besi hbe.Dkha jak ki hoy.Bt bill ta j besi hbe,n0 sondeho:)

Level 0

স্পিড কেমন হবে সেটা এখনি বলা যাচ্ছে না। ইন্ডিয়া শুরুতে ৪০০ কিলোবিট/ সেকেন্ড স্পিড পর্যন্ত দেয়া হয়েছিল, এখন বেড়েছে কিনা জানিনা। আমাদের ওয়াইম্যাক্স ও শুরুর দিকে এতটা স্পিড নিয়ে আসেনি। আসতে আসতে বর্তমানে একটি মোটামুটি সহনীয় পর্যায়ে এসেছে। তবে আমি আশা করব কমপক্ষে ২৫৬-৫১২ কিলোবিট/সেকেন্ড দিয়ে শুরু হোক।

Level 0

তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ ।আশা করি ভালই হবে ।তবে টেলিটকের সিম নিয়ে পুরানো অভিঞ্ছতার কথা মনে পড়লে ভয় পাই ।

tune ta thik ase kinto 3g mone hoi
2021 sale bangladeshe vhalo vhabe
chalo hobe tate hoito amra bora hoa jaite
pari r jodi allah
jodi 2011 sale india jawar towfic dan kore
to sei khane ja e 3g use korbo vhalo thakben sobai ki korbo bolen amader desh ar montri
der je obosta

    Level 0

    @pavel-dinajpure: ভাই ইন্ডিয়া যাওয়ার এত শখ থাকলে এখনি চলে যান, এই মরার দেশে থেকে কি করবেন।

আগামী বছরের ২৬ শে মার্চ !!!!

Level 0

thanks for good information……..>

ভাল খবর । কিন্তু আমাদের মন্ত্রী কথা…………………….?

অনেক দিন ধরেইতো শুনছি আসছে,অপেক্ষায় থাকলাম দেখি কবে আসে।
এখন আর গল্প শুনে খুশি হইনা বাস্তবে পাইলেই আসল পাওয়া।

ভাই একটা কৌত্তক বলি।একটা প্লেন একসিডেন্ট প্লেন এর সব লোক মারা গেল,ঔ প্লেনে একজন মন্ত্রী ছিল,প্লেন জেখানে একসিডেন্ট হল,ঐ এলাকার লোক সবাইকে কবর দিয়ে দিল।মিডিয়ার লোক জানতে পারল যে মন্ত্রী মারা যায় নাই,মিডিয়া গেল ঐ এলাকার লোকদের কাছে জানতে যে মন্ত্রী আসলে মারা গিয়েছিল কি না।এক লোক ব্লে উঠল যে আমি মনে হইয় শুঞ্ছিলাম যে উনি বলতেছিলেন যে আমি মারা যাই নাই।কিন্তু মন্ত্রী সাহেবর কথা বিশ্বাস করি নাই কারন ।

ভাই আমি চাই যত তারাতারি 3G অপেন করা যায়।

    Level 0

    @সোহেল কারি : moja paisi ,

ভাই একটা কৌত্তক বলি।একটা প্লেন একসিডেন্ট প্লেন এর সব লোক মারা গেল,ঔ প্লেনে একজন মন্ত্রী ছিল,প্লেন জেখানে একসিডেন্ট হল,ঐ এলাকার লোক সবাইকে কবর দিয়ে দিল।মিডিয়ার লোক জানতে পারল যে মন্ত্রী মারা যায় নাই,মিডিয়া গেল ঐ এলাকার লোকদের কাছে জানতে যে মন্ত্রী আসলে মারা গিয়েছিল কি না।এক লোক ব্লে উঠল যে আমি মনে হইয় শুঞ্ছিলাম যে উনি বলতেছিলেন যে আমি মারা যাই নাই।কিন্তু মন্ত্রী সাহেবর কথা বিশ্বাস করি নাই।

ভাই আমি চাই যত তারাতারি 3G অপেন করা যায়।

১মেই খবরটা শেয়ারের জন্যে ধন্যবাদ।
চিন্তার বিষয় হলো প্রাথমিকভাবে কতোটুকু ব্যান্ডওয়েথ প্রদান করবে। থ্রি-জি/ফোর-জি এই টেকনোজলিগুলোর কার্যক্ষমতা অনুযায়ী যদি ব্যান্ডওয়েথ প্রদান না করা হয় তাহলে আসলেই কি কোন পরিবর্তন আসবে! এছাড়া মূল্যেটাও আরেকটি গুরত্বপূর্ণ বিষয়। অতীতের তুলনায় বর্তমানে প্রায় ১০ গুণ দাম কমেছে! কিন্তু আসলেই কি বর্তমানে আমরা সুফল পাচ্ছি? সরকারকেই যথাযথো নীতিমালা প্রণয়ন করে ভোক্তাদের স্বার্থ সংক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নয়তো জনগণ কখনও সুফল পাবে না।

    Level 0

    @নীল আকাশ: কিছুটা কিন্তু পাচ্ছি। আমি এখন মাসে ১১৫০ টাকা খরচ করে ৬৪ কিলোবাইট/সেকেন্ড স্পিড পাই, আনলিমিটেড ডাউনলোড। আজ থেকে ৪-৫ বছর আগে এটা ছিল কল্পনার ও বাইরে। একসময় মানুষ শম্বুক গতির ভি-স্যাট ইন্টারনেট ব্যাবহার করত। সমস্যা হল আমরা যত পাই তত চাই। দাম কমার ফল আমরা পাচ্ছি তবে সেটাও ধীর গতির ধৈর্য্য তো কিছু ধরতেই হবে।

3g max speed-3Mbps can be increased,
and depends on operators system management , equipments , service load , subscribers distance from network , and both ways Rx TX.

Level 0

আজব ব্যাপার! 3G আসবো অবশ্যই ভালো একটা সংবাদ।
কিন্তু কিছু মানুষের তাও সহ্য হয় না।

ভাই দাম কেমন হবে ??? এইটা জানা জরুরি …। গরীব মানুষ … দাম বেশি হলে চালাতে পারব না …। :p

    Level 0

    @ইকরামা: দাম প্রথম দিকে কিছুটা বেশি হবে তবে সহনশীল হবে নিশ্চয়ই নাহলে মোবাইল কম্পানিগুলো লাভ করতে পারবে না।

      @Ripendil:

      আমি টেলিটক ব্যাবহার করি … আমি সবার আগে ১ম ৬ মাস ব্যাবহার করতে পারব :p …. কিন্তু 3G মোবাইলতো নাই 🙁

ভাই আসবে তো ভাল কথা কিন্তু আমার হাতের নাগালে থাকবে তো নাকি আবার আকাশ ছোঁয়া দাম আর
শুধু ঢাকার জন্য?

এদেশের মন্ত্রীরা ঘোষনা একটু আগেই দেয়।কাজ সফল হতে হতে আরও ১ বা ২ বছর লেগে যায়। এই আর কি। অপেক্ষার পালা এবার।

    @আরিফ: হ ভাইজান। গ্যাস দিব বইলা ২/৩ বছর ধরে রাস্তা খুড়ে ফালা ফালা করলো। এখন কয় যে গ্যাস সীমিত আকারে দেওয়া হবে।

4G ইউজ করি। বাংলালায়ন 1মেগাবিট পার সেকেন্ড মানে 128 কিলোবাইট পার সেকেন্ড। ডিমোশন খেয়ে 3G তে ফিরে আসার কোন মানে দেখিনা। 3G এর স্পিড 50-60 KB এর বেশি কিছু হবেনা।

    Level 0

    @নেট মাস্টার: বাংলালায়ন আর কিউবি যে ৪জি এর কথা বলছে এটা এক ধরনের ভাওতাবাজি। আসলে সারা পৃথিবীতে কোথাও ইফেকটিভ ৪ জি টেকনলজী আসে নি, ইউরোপের কিছু দেশে এটি মোটামুটি ভাবে আছে। ওয়াইম্যাক্স কানেকশনগুলো কে বলা হয় প্রি ৪ জি টেকনলজী। বাংলালায়ন আর কিউবি এই প্রি কথাটা বাদ দিয়েছে। প্রকৃত ৪ জি এর স্পিড হবে ১০০ মেগাবিট/সেকেন্ড থেকে ১ গিগাবিট/ সেকেন্ড পর্যন্ত।

      @Ripendil: @Ripendil: বাংলাদেশে যেরকম ইনফ্রাস্ট্রাকচার তা দিয়ে উন্নত বিশ্বের ৪জির সুবিধা পাওয়া যাবেনা। খরচের দিক দিয়ে এখনো কিন্তু মানুষ ডায়ালআপ ব্যবহার করে। বর্তমানে এটা প্রি-৪জি। আর সর্বোচ্চ ২ মেগাবিট/সেকেন্ড স্পীড নিয়ে সেটাকে কোন লজ্জায় ৪জি বলে বুঝলামনা। অথচ ৪জি হল সবচেয়ে দ্রুতগতির ও উন্নত টেকনোলজি যার অবস্থান HSPDA বা WiFi এর চেয়ে বহুগুণ উপরে।