এবার গুগল ইনকরপোরেশন ইউরোপের বাজারে চালু করতে যাচ্ছে টেলিভিশন সেবা। আগামী বছরের শুরুর দিকে ইউরোপের বিভিন্ন দেশে এ সেবা চালু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান এরিক স্মিথ।
২০১০ সালের অক্টোবরে গুগল যুক্তরাষ্ট্রে তাদের টেলিভিশন সেবা চালু করেছিল। সে সময় বিভিন্ন টেলিভিশন চ্যানেল গুগলের এই টিভি সেবাকে ভালোভাবে নেয়নি। তারা আশঙ্কা করেছিল কোনো রকম বিনিয়োগ ছাড়াই গুগল তাদের টেলিভিশন বিজ্ঞাপনের ব্যবসায় ভাগ বসাতে এসেছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ তিনটি সম্প্রচার প্রতিষ্ঠান গুগল টিভির সম্প্রচার কার্যক্রমও বন্ধ করে দিয়েছিল। গুগল টিভি সেবায় দর্শকেরা টিভি দেখার পাশাপাশি ইন্টারনেট ব্রাউজও করতে পারেন।
এরিক স্মিথ গুগল টিভি সম্পর্কে বলেন, ‘যুক্তরাষ্ট্রে টিভি সেবা চালু করার পর আমাদের সম্পর্কে একটি ভুল ধারণার বশবর্তী হয়েছিল সবাই। সবাই মনে করেছিলেন, গুগল তাঁদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। আদতে আমাদের তেমন কোনো উদ্দেশ্য ছিল না।’
তিনি আরও বলেন, ‘অ্যান্ড্রয়েড যেমন অনেক কিছুতেই উন্মুক্ততা এনেছে, ঠিক তেমনি গুগল টিভির মাধ্যমে টেলিভিশন শিল্পকে আমরা উন্মুক্ত করতে পারব বলে আশা রাখি।’
স্মিথ বলেন, ইউরোপে গুগল টিভি চালু হলে অবশ্যই ব্রিটেন আমাদের কাছে প্রাধান্য পাবে। কারণ ওই বাজারটা তুলনামূলকভাবে বড়।
আমাদের সাথে ফেসবুক এ যোগ দিন: CLICK HERE
তথ্য সূত্র : প্রথম আলো
আমি djuicelife। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing To Say...
একসময় বর্তমানের টেলিভিশনকে ছাড়িয়ে যাবে অনলাইন টেলিভিশন। 🙂