সবাইকে সালাম জানিয়ে একটি ছোট পোস্ট করলাম । এই খবর টি যারা জানেন না তাদের জন্য ।
ওয়েবসাইটের ঠিকানা ভুলে যান অনেকেই, পরে ডটকম না ডটনেট সেটি নিয়েও অনেকে সমস্যায় পড়েন। তাই ইন্টারনেট ব্যবহারকারীদের এ সমস্যা দূর করতে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে ডোমেইন নাম নিয়ন্ত্রণকারী সংস্থ্যা দি ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস বা আইসিএএনএন। নতুন এ সুবিধা চালু হলে শুধু নাম ব্যবহার করেই যে কেউ কিনতে পারবেন ওয়েবসাইট ডোমেইন নাম। যেমন_কেউ যদি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের ঠিকানা ভুলে যান, তখন ব্রাউজারে তিনি কেবল 'বিবি' লিখলেই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট খুলে যাবে। এ জন্য আলাদা করে ডোমেইন নামের শেষে ডটকম বা ডটনেট লিখতে হবে না। আসছে জানুয়ারি মাস থেকে এ ধরনের ডোমেইন নাম পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে ডটকম, ডটনেট, ডটগভ বা ডটবিজসহ ২২টি জেনেরিক ডোমেইন নাম রয়েছে।
আমাদের সাথে ফেসবুক এ যোগ দিন: CLICK HERE
তথ্য সূত্র : কালেকণ্ঠ
আমি djuicelife। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing To Say...
thanks