ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি ইচ্ছুক ভাই বোনেরা লক্ষ্য করুনঃ ১ম বর্ষ অনার্স ২০১১-২০১২ সেশনে ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

Dhaka University'তে Honourse 1ST Year ২০১১-২০১২ সেশনে  ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে আজকের লেখা। আশা করি যারা যারা ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের এই টিউনটি অনেক কাজে লাগবে। তবে চলুন শুরু করা যাক...

বিশেষ সতর্কতাঃ

প্রার্থীর নিজের উপস্থিতিতে প্রাথমিক আবেদন ও ছবি আপলোড করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। প্রার্থীর অনুপস্থিতিতে প্রায়শঃ ভুল ছবি আপলোড করা হয় এবং এতে অনেক প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়। অনেক সময় জাল প্রবেশপত্র তৈরী করে তা প্রার্থীকে দেয়া হয়। প্রার্থীরা যে কোন সময়ে তার PIN বা রোল নং ব্যবহার করে ইন্টারনেটে সংশ্লিষ্ট ইউনিটের Application Status-এ যাচাই করে নিতে পারবেন তার প্রবেশপত্রটি সঠিক কি না।

বিশেষ বিজ্ঞপ্তিঃ

প্রাথমিক আবেদন করা বা টাকা জমা দেয়ার জন্য প্রার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা ঢাকায় আসার প্রয়োজন নেই। বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে সমভাবে আবেদন করা যাবে। মোবাইল ফোনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র ভর্তির সংক্রান্ত তথ্যাদি জানা যাবে, কোন টাকা মোবাইল ফোনের মাধ্যমে জমা নেয়া হয় না। কোন ব্যাংকের বা বিশেষ কোন শাখার কোন আলাদা গুরুত্ব নেই। ভর্তি পরীক্ষার আসনবন্টনও আবেদনের বা টাকা জমা দেয়ার স্থান বা সময়ের সাথে সম্পর্কিত নয়।

সাধারণ নির্দেশিকা:

যে সকল ছাত্র-ছাত্রী ২০১১ অথবা ২০১০ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল তারাই বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষাক্রমে ভর্তির প্রাথমিক আবেদন করতে পারবে। তবে প্রার্থীকে অবশ্যই ২০০৬ সাল বা তার পরে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১৬ই আগস্ট ২০১১ তারিখ দুপুর ১২:০০ টা থেকে ১৫ই সেপ্টেম্বর ২০১১ ইং তারিখের মধ্যে প্রাথমিক আবেদনের ফি জমা দেয়ার পে-স্লিপ সংগ্রহ করা যাবে। ১৬ই আগস্ট ২০১১ তারিখ থেকে ২০ শে সেপ্টেম্বর ২০১১ ইং তারিখের পর্যন্ত দেশের সর্বত্র সোনালী, জনতা, অগ্রণী বা রূপালী ব্যাংকের যে কোন শাখায় টাকা জমা দেয়া যাবে। ২০১০-২০১১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববাদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিকৃত কোন ছাত্র/ছাত্রী যদি বিষয়/বিভাগ পরিবর্তনের জন্য পুনরায় ২০১১-২০১২ শিক্ষাবর্ষের ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, তবে তাকে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের নিকট থেকে ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণের লিখিত অনুমতি ও সংশ্লিষ্ট ইউনিটের ডিনের অনুমোদন পাওয়ার পর ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। তবে ২০০৯ সনে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশকৃত ছাত্রছাত্রীদের জন্য আবেদনের সুযোগ নেই।

একজন আবেদনকারী চারটি ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে।

প্রথম ধাপ: (ইউনিট বাছাই)> ইন্টারনেটে এই ওয়েবসাইট থেকে প্রার্থী উচ্চমাধ্যমিকে বিজ্ঞান/মানবিক/বাণিজ্য শাখায় পঠিত বিষয়ের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ইপ্সীত বিষয়/বিভাগে ভর্তির জন্য ক, খ, গ, ঘ এবং চ এই পাঁচটি ইউনিটের একটি বেছে নেবে।

দ্বিতীয় ধাপ: (আবেদনের ফি জমা রশিদ সংগ্রহ)> ওয়েবেসাইটে 'আবেদন (Apply)' লিংকে ক্লিক করে প্রার্থী উচ্চমাধ্যমিকের রোল নম্বর, শিক্ষাবোর্ড ও পাসের সন দিয়ে ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ ডাউনলোড করে প্রিন্ট নেবে। তবে জিসিই ও সমমানের বিদেশী সার্টিফিকেটধারী আবেদনকারীকে home page এর সংশিষ্ট ইউনিটের Detailed Form লিংকে ক্লিক করে আবেদন করতে হবে

তৃতীয় ধাপ:(ব্যাংকে টাকা দেওয়া)> টাকা জমা দেওয়ার রশিদের দুটি অংশের নির্দিষ্ট স্থানে সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করবে এবং রশিদের দুটি অংশেই আবেদনকারী স্বাক্ষর করে সোনালী, জনতা, অগ্রণী বা রূপালী ব্যাংকের যেকোন শাখায় টাকা জমা দেবে।

চতুর্থ ও শেষ ধাপ: (ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ)> আবেদনকারীর টাকা জমাদানের তিন কার্যদিবসের পর, টাকা জমা দেওয়ার রশিদে উল্লেখিত ব্যাক্তি পরিচিতি নম্বর (Personal Identification Number-PIN) ব্যবহার করে টাকা জমা দেওয়ার রশিদে লাগানো ছবির অনুরূপ আরেকটি ছবি আপলোডের পর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট করে নেবে।

গুরুত্বপূর্ণ বিষয় তাই বিশেষ বিশেষ দ্রষ্টব্য:

যদি কোন আবেদনকারী ব্যাংকে টাকা জমাদানের তিন কার্যদিবস পরও পরীক্ষার প্রবেশপত্র তৈরি অবস্থায় না পায়, তাহলে সে, টাকা জমা দেওয়ার বিবরণসহ অনলাইনে, টেলিফোনে (৯৬৬৯৯৩৪)-এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবহিত করবে। শিক্ষার্থীরা কোনো ধরনের সমস্যায় পড়লে হটলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের নম্বরগুলো হচ্ছে: ০১৮৪২২৪৪২৪৪, ০১৬১৬১৫১৫৫৯ ও ৯৬৬৯৯৩৪। এ ছাড়া শিক্ষার্থীরা আবেদন সম্পন্ন করার পর ভর্তিসংক্রান্ত তথ্য, আসনবিন্যাস প্রভৃতি তথ্য মুঠোফোনে ১৬৩২১ নম্বরে এসএমএস করে পাবেন।

আসুন এখন জেনে নেই ভর্তি পরীক্ষার তারিখগুলোঃ

ক’ ইউনিট এর পরীক্ষা ১৪ অক্টোবর ২০১১
‘খ’ ইউনিট এর পরীক্ষা ২১ অক্টোবর ২০১১
‘গ’ ইউনিট এর পরীক্ষা ২৮ অক্টোবর ২০১১
‘ঘ’ ইউনিট এর পরীক্ষা ১৮ নভেম্বর ২০১১
‘চ’ ইউনিট এর পরীক্ষা ২৫ নভেম্বর ২০১০

এখানে ও বিশেষ দৃস্টি দিনঃ

আবেদনঃ ১৬ আগস্ট-১৫ সেপ্টেম্বর
ব্যাংকে টাকা জমা দেওয়াঃ ১৬ আগস্ট-২০ সেপ্টেম্বর
(সোনালী, জনতা, অগ্রণী বা রূপালী ব্যাংকের যেকোন শাখায় টাকা জমা দেয়া যাবে)
প্রবেশপত্রের ছাপানো কপি নেওয়ার শেষ তারিখঃ ২৫ সেপ্টেম্বর।
ভর্তির জন্য প্রাথমিক আবেদন ফিঃ ৩০০ টাকা, ব্যাংক মাশুলঃ ২০ টাকা (সর্বমোট- ৩২০ টাকা)

অনলাইনে আবেদনের জন্য গুরুত্বপূর্ণ লিংক গুলো

ক ইউনিট এর সম্পুর্ন নোটিশ জানতে এবং অনলাইনে আবেদন করতে  এই লিংকে ক্লিক করুন
খ ইউনিট এর সম্পুর্ন নোটিশ জানতে এবং অনলাইনে আবেদন করতে  এই লিংকে ক্লিক করুন
গ ইউনিট এর সম্পুর্ন নোটিশ জানতে এবং অনলাইনে আবেদন করতে  এই লিংকে ক্লিক করুন
ঘ ইউনিট এর সম্পুর্ন নোটিশ জানতে এবং অনলাইনে আবেদন করতে  এই লিংকে ক্লিক করুন
চ ইউনিট এর সম্পুর্ন নোটিশ জানতে এবং অনলাইনে আবেদন করতে  এই লিংকে ক্লিক করুন

তথ্য সূত্রঃ ঢাকা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েব সাইট

আশা করি ভর্তি ইচ্ছুক ভাই দের আমার এই টিউন টা উপকারে আসবে তবে আমি শুধু যথা সময়ে আপনাদের মাঝে ব্যাপারটা শেয়ার করলাম (আমি আবার ক্রিয়েটিভিটি পছন্দ করি, এটাতে কোন ক্রিয়েটিভিটি নাই কিনা তাই )। সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আরেক টা কথা সময় পেলে আমাদের নতুন বাংলা ব্লগ টা থেকে একটু ঘুরে আসতে পারেন http://earntricks.com. এটা একটা অনলাইনে আয় বিষয়ক বিভিন্ন টিউটোরিয়ালের বাংলা ব্লগ।

Level 0

আমি আবু তাহের সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 1212 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তাহের অনলাইন উদ্যোক্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্রেটেজিস্ট হিসাবে কাজ করছি দীর্ঘ ১দশক যাবত। ২০১৭'তে প্রতিষ্ঠা করি ' আওয়ামাহ টেকনোলজিস লিমিটেড ' বর্তমানে এর প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে কর্মরত। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ইংরেজি ব্লগ 'ক্লিক করুন' । ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জানতে পেরে ভাল লাগল।ধন্যবাদ

উপকারী টিউন ………………..ধন্যবাদ সুমন সাহেব

    @ রাসেল ভাইঃ কি ভাই সুমন সাহেব হইলাম কবে ! হা হা হা। রাসেল ভাই আপনি কেমন আছেন ? কবে দেশে আসছেন ! আর ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন। 🙂

আমার কাজে লাগবে। 🙂 😀

    @ যোবায়ের: ধন্যবাদ হাসান যোবায়ের আপনাকে। আপনাদের (মানে ভর্তি ইচ্ছুকদের) কাজে লাগলেই টিউন করা সার্থক। 🙂

    আপনার জন্য রইল এই অধমের অন্তর থেকে শুভ কামনা। @হাসান

Level 0

vai marks kemon lage,janalen na?ki ki bole kota ase janale valo hoto.thank u

    @ athalsten > ভাই এত কিছু কি লেখা সম্ভব ! লিংক দেয়া আছে দয়া করে নোটিশ জানতে আর অনলাইনে এপ্লাই করতে আপনার পছন্দ মতো ইউনিটের লিংক গুলো তে দেখুন। ধন্যবাদ

ভার্সিটির ওয়েবসাইটে তো সবই লেখা আছে। এই টিউনটা লেখার কী দরকার ছিলো?
শুধু লিংক দিলেই হতো।

    @ গ্লাইডার: ভাই আমি আপনার মতো এতো বিজ্ঞ না… নিউজ টা শেয়ার করলাম সেটার কোন মুল্য আপনাদের মতো মানুসের কাছ থেকে যে পাবো না সেটা আমি জানি… আর চাই ও না। হ্যাঁ ভার্সিটির ওয়েবসাইটে সবই লেখা আছে কিন্তু আমি সবার চিন্তা করছি সবাই তোঁ আর আপনার মত না যে সবি বুইঝা ফেলবে। জ্ঞান দিতে আসবেন না, আমি জানি আমি কি করছি। আর একটা কথা শুধু লিংক দিলেও আপনাদের মতো মানুসের মাথা ব্যাথা শুরু হয়ে যায়…সব সময় পজিটিভ চিন্তা করবেন দয়া করে, এরকম নেগেটিভ চিন্তা করলে হয় না। যাইহোক আপনাকে অনেক ধন্যবাদ এই রকম একটা মন্তব্যের জন্য।

      এগুলো তো ওয়েবসাইটেরই কপি-পেস্ট।
      যাহোক দুনিয়ায় আপনার মতো পজিটিভ মানুষ বাড়তে থাকুক।

      @ গ্লাইডার: যাই হোক ভাই আপনার সাথে তর্কে জারাতে চাইনা। ভালোই হোল আপনি যে কত টা পণ্ডিত তা জানা হয়ে গেল। আমার টিউনের নিচেই আমি কিছু কথা লিখে দিয়েছি (যা হয়তো আপনার দুই চক্ষে পরে নাই) আর পাশে এটা ও লেখা আছে যে তথ্য গুলা কোথা থেকে নেয়া হয়েছে তারপরও আপনাদের মতো পণ্ডিতদের মাথা ব্যাথার কারন হইতে হইল…

    গ্লাইডার সবাই তোমার মতো অশিক্ষিত পন্ডিত না । ওনি টিউন করছে আমাদের সবার উপকারে লাগতাছে আর তোমার না লাগলে কি করবে ? আর তুমি ২০ বছর সাধনা করেও সুমন ভাইয়ের পা সমান অভিজ্ঞতা অর্জন করতে পারবানা। পারলে তুমি টিউন করনা দেখি কতো বড় টিউনার তুমি ? @ গ্লাইডার

thankx taher vi ai tune ami korbo valsilam ..jak apnee korseen onek donnobad apnakee ..ar ami ai bar DU admission debo…doah korbeen

    @ সজিব আহমেদ: ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য। ওহ সরি আপনাকে টিউন করা থেকে বিরত রাখলাম, আসলে শেয়ার করা জরুরী মনে করে আগেই টিউন করে ফেললাম। ভালো থাকবেন।

Level 0

ধন্যবাদ তথ্যগুলো শেয়ার করার জন্য।

Level 0

ঢাবিতে ভর্তিচ্ছুক সকল টিউনারকে স্বাগতম 🙂 অপেক্ষায় রইলাম

    @ swordfish: ধন্যবাদ মাহবুব ভাই। আপনার মন্তব্যের জন্য। অনেক দিন পর দেখলাম আপনাকে। 🙂

dhaka university তে পড়ার খুব শখ ছিল।কিন্তু পারলাম না।dhaka varsity তে চাঞ্চ পেতে হলে পরিক্ষার হলে সময়ের দিকে খেয়াল রাখতে হবে।আমি গতবার পরিক্ষা দিয়েছিলাম।সুপার পরিক্ষা হচ্ছিল।তিনটা পার্ট শেষ করে ৪ নাম্বার পার্ট ধরেছিলাম।সবার শেষে ধরেছিলাম physics অংশটুকু।খুব খুশি খুশি লাগছিল।মনে হচ্ছিল চাঞ্চ মনে হয় পেয়ে গেছি।৩০ টার মধ্যে ২ টার answer দিয়ে ঘড়ি দেখলাম।দেখি আর ৭ মিনিট বাকি।বিশ্বাস হচ্ছিল না।তারপর অই ৭ মিনিট এ ৫ অঙ্ক করতে পেরেছিলাম।খাতা নিয়ে গেল।আর পারলাম না।

তাই সবাইকে বলব প্রতিটা সেকেন্ড হিসেব করে পরিক্ষা দিতে।আর যারা science তাদের বলব সবার শেষে biology দিতে।কারন 10 মিনিট এ ৩০ টা বায়োলজি প্রশ্ন দাগান সম্ভব।কিন্তু ৩০ টা physics দাগানো সম্ভব না।

    @ সাবিহাঃ ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমারও একি অবস্থা ভাই। আর এই গুলো গুরুত্বপুর্ন বিষয় যা আপনি পয়েন্ট আউট করেছেন। আশা করি সব ভর্তি ইচ্ছুক দের কাজে লাগবে। আবারো ধন্যবাদ সাকিব ভাই আপনার মন্তব্যের জন্য।

    আপনি এখন কোথায় পড়ছেন?কোন ইয়ারে? কোন সাব্জেক্ট এ? কিছু মনে না করলে বলবেন…। ^____^

      @ শরীফ আহমেদ জনমঃ আপনি কাকে জিজ্ঞাসা করলেন তা কিন্তু পরিষ্কার নয়। আর আমার মনে হচ্ছে আপনি সাবিহা কে প্রশ্ন টা করেছেন। যাই হোক যদি আমাকেই করে থাকেন তবে উত্তর টা হচ্ছে… আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে একাউন্টীং এ অনার্স করছি আর ফাইনাল ইয়ারে আছি। ধন্যবাদ 🙂

    ধন্যবাদ ভাইয়া।মনে করেন আপনাদের দুইজনকেই জিগাসা করেছিলাম। 🙂 @ তাহের চৌধুরী সুমন

ধন্যবাদ তথ্যগুলো শেয়ার করার জন্য।

খুবই কাজের একটা টিউন । সব ভর্তি ইচ্ছুকদের কাজে লাগবে। ধন্যবাদ সুমন ভাই এতো কস্ট করে এতো দারুন একটা টিউন করার জন্য

    @ আসিফ পাগলা সাব্বিরঃ তোমাকে অসংখ্য ধন্যবাদ সাব্বির। কি খবর তোমার ? তোমারে তোঁ এখন অনলাইনে পাওয়াই যায় না, থাকো কই মিয়া ! ইটি তে পোস্ট ও দাওনা এখন…:(

Level 0

vai kiva be 2 jon frnd aki sathe seat plan bosbo !! ei typer akta Tips diben kindly

    @ tanjib: গত বছর আমার সাইবার ক্যাফেতে এমন দুই জন ছেলে আসছিলো, তারাও এমন বলছিল। তখন তাদের আমি দুইটা পিসি থেকে একসাথে অবেদন সাবমিট করছিলাম, কাজও হইছিল। আপনি ঐ রকম কিছু একটা করতে পারেন। দেখেন ভাগ্য ভালো থাকলে কাজ হয়েও যেতে পারে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

    তবে আমি মনে করি এক সাথে সিট ফালায়া তেমন একটা সুবিধা পাওয়া যায় না, কারন গার্ড খুব কড়া দেয় ওরা। আর এগুলো চিন্তা না করে ঠিক মতোঁ পড়াশুনা টা করলে অনেক কাজে দিবে আমি মনে করি। ভালো থাকবেন।

      Level 0

      thanks brother..

      ami chinta korte silam aki sathe 2 tab e open kore form Fill up korbo !!

      C unit question pattern ato baze .ENg ken je ato hard korle

      like eng e Hon's korbo amon question 🙁

      @ tanjib: হ্যাঁ ভাই আপনি একসাথে দুই ট্যাবে ও ফর্মটা ফিল আপ করতে এটাতে কাজ হবে আশা করি। আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। দোয়া করি চান্স পেয়ে যান। ভালো থাকবেন।

শেয়ার করার জন্য ধন্যবাদ অনেকের কাজে লাগবে।

কাজে লাগবে।আমার বোনের জন্য। আপনাকে ধন্নবাদ ভাইয়া। 🙂

মন্তব্য না দিলে কেমন যানি করে 😀

আমি বাইচ্যা গেসি। তবে ঢাকা ইউনির কথা ভাবলে খারাপ লাগে, ফিজিক্স ম্যাথ এ ২০ এ ২০টা ঠিক করসি, কিন্রু ইংরেজী এমন কঠিন হইসিল ওইখানে ৫টা নেগেটীভ মার্ক পাইয়া ৩৪০০তম হইসিলাম। যে আমার চেয়ে ৩ মার্ক বেশী পাইসে সে ৯০০ তম :'(

ভালা টিউন। মাঝে মইধ্যে মাইনশের উপকারে এরকম টিউন দরকার

    @ মিনহাজুল হক শাওনঃ হ্যাঁ রে ভাই আমারো অনেক খারাপ লাগে, আমার ভুল ছিল যাত্রাবাড়ীতে কোচিং করা। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আসলে ইংরেজিটায় যারা ভালো করে তাদের কিছু একটা হয়। ভাই উপকার করতে গিয়া শুনতে হইছে যে এটা কপি পেস্ট টিউন, আর ওদের ওয়েব সাইটে ই তোঁ আছিলো আরও কত কি…। যাওকগা আমি মনে কিছু লইনা এসবে। ভালো থাকবেন। ধন্যবাদ। 🙂

      বলুক গা। তাতে কার কি? একজনেরও যদি উপকের হয় সেটাই লাভ।

      @ মিনহাজুল হক শাওনঃ আমি সেই চিন্তা করে টিউনটা করেছি। সবাই তোঁ আর ওদের ওয়েব সাইট চিনে না আর জানে ও না। শাওন ভাই আমি কিন্তু আমার টিউনের শেষে কিছু লিখে দিছিলাম আর ওটা ও ত লক্ষ্য করে নি হয়তো… আমি লিখেছিলাম " আশা করি ভর্তি ইচ্ছুক ভাই দের আমার এই টিউন টা উপকারে আসবে তবে আমি শুধু যথা সময়ে আপনাদের মাঝে ব্যাপারটা শেয়ার করলাম (আমি আবার ক্রিয়েটিভিটি পছন্দ করি, এটাতে কোন ক্রিয়েটিভিটি নাই কিনা তাই ) "

      আপনাকে আবারো অসংখ্য ধন্যবাদ এভাবে অনুপ্রেরনা দেয়ার জন্য। ভালো থাকবেন। 🙂

@ Piash: কি সব যে কমেন্ট করে মানুষ ! লিংক টা মুইছা দিলাম মডু রা ঘুমাইতাছে তাই নিজেই করে দিলাম।

ভালা কাম করসেন 🙂

@শরীফ আহমেদ জনম: ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য