আসসালামু আলাইকুম। রমযানের দিনগুলি কেমন কাটছে? আশা করি আল্লাহর রহমতে সবারই ভালো যাচ্ছে।
যারা ইয়াহু মেসেঞ্জার ব্যবহারকারিদের জন্য আমার আজকের এই ছোট্ট টিউন। চ্যাটিং এর সময় আমরা সবসময় ইমোটিকন (ইমোশন+আইকন) ব্যবহার করি। যা আমাদের চ্যাটিং এর আনন্দকে অনেক বাড়িয়ে দেয়।
এই আনন্দকে আরো বাড়িয়ে নিতে আমরা এখন থেকে আরো কিছু ইমোটিকন ব্যবহার করে আমাদের বন্ধুদের চমকে দিতে পারি। http://messenger.yahoo.com/features/hiddenemoticons/ এই লিংকটাতে ক্লিক করে আপনি পেয়ে যাবেন নিচের ইমোটিকন গুলো। চ্যাট বক্সে ইমোটিকনগুলোর কোড লিখে এন্টার চাপুন। @}:-
<<<<<<সবাই ভালো থাকবেন । রমযানের আদব পালন করবেন। আল্লাহ হাফিজ।>>>>>>>
আমি এ এম আরাফাত হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks Bro