পরীক্ষামূলক এবং ‘ইনভাইট অনলি’ সেবা চালুর মাত্র তিন সপ্তাহের মাথায় দুই কোটি ব্যবহারকারী জুগিয়ে শীর্ষস্থানীয় সামাজিক নেটওয়ার্ক ফেসবুক শিবিরে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে সার্চ জায়ন্ট গুগল’র সামাজিক নেটওয়ার্ক গুগল প্লাস বা জি প্লাস। আর ফেসবুক’র সামনে এমন শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার মিশনে রয়েছেন বাংলাদেশী এক তরুণ প্রকৌশলী। নেপথ্য এ কারিগরের নাম প্রকৌশলী জাহিদ নূর সবুর। দীর্ঘ প্রায় চার বছর ধরে গুগল ইন করপোরেশনের গুগল প্রকল্পের সাথে কাজ করে চলেছেন তিনি।
২০০৭ সালে গুগলের ‘মেশিন ডাটাবেজ’ যোগ দেয়ার পর থেকেই এই সার্চ ইঞ্জিন জায়ান্ট’র সাফল্যের মুকুটে নতুন নতুন পালক যোগ করতে কাজ করে যাচ্ছেন জাহিদ। এরপর ইউনিফরম ডাটা প্রসেসিং এবং ভিজ্যুয়ালাইজেশন নামের একটি প্রকল্পের ‘টেক লিড’ হিসেবে কাজ করেন। তারপর কাজ শুরু করেন গুগল পস্নাস প্রকল্প নিয়ে।
গুগল প্লাস প্রকল্প সম্পর্কে জাহিদ জানান, এ প্রজেক্টে কাজ করতে গুগলের বেশকিছু টিম রয়েছে। এমনই একটি টিমের ‘টিম লিডার’ হিসেবে কাজ করেছি আমি।
শুরুতে গুগলের ব্যাঙ্গালোর (ভারত) অফিস, এর ছয় মাস পরই তিনি বদলি হয়ে যান গুগলের ক্যালিফোর্নিয়া অফিসে। এরপর ক্যালিফোর্নিয়ায় থেকে আবার গুগলের জুরিখ (সুইজারল্যান্ড) অফিসে যোগ দেন তিনি। বর্তমানে এখানেই বসবাস করছেন গুগলের বাংলাদেশী চৌকস প্রকৌশলী জাহিদ নূর সবুর।
প্রসঙ্গত, প্রথমে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এবং পরে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের [এআইইউবি] কম্পিউটার বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেই গুগলে যোগ দেন প্রকৌশলী জাহিদ নূর। স্নাতকে সিজিপিএ-৪ [সিজিপিএ-৪ এর মধ্যে] অর্জন করে এআইইউবি’র ইতিহাসে নতুন রেকর্ড গড়েন তিনি।
জাহিদ ছাড়াও গুগল প্লাস ডেভেলপার দের মধ্যে আরো একজন বাংলাদেশী হলেন জাকারিয়া হক। তিনি গুগলে ২০০৭ সাল থেকে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছেন।
সূত্রঃ সুখবর২৪.কম
আমি Ripendil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
উ তে উরিক্ষাইসে………পুরা বস পাবলিক…………এনার মত হইতে মুঞ্চায়……..কিন্তু মাথায় যে ঘিলু কম, কিতা করতাম………আর যারা কয় বাঙালি গো মাথায় brain নাই, অরা এই টিউন তা পড়ুক………দিসি তো অদের মুখে চুনকালি মাইখা…….আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি……… আর ভালবাসি তোমার সূর্য সন্তানদের……যে কোন সময়ে, যে কোন অবস্থায় ………