অবশেষে আবার টেকটিউনের দেখা পাইলাম

টিউন বিভাগ খবর
প্রকাশিত

কি শান্তি কতদিন পর টেকটিউনে ঢুকতে পারলাম। মাঝখানে কিছুদিন তো নেটে কোন কাজই খুজে পাইনি। এখন আর চিন্তা নেই আবার আমি টেকটিউনকে ফিরে পাইলাম। আনন্দে আমার কি যে করতে ইচ্ছা করতাছে বলতে পারতেছিনা।

অবশ্য ক্লাউডে যাবার পর থেকেই আমার সমস্যা হচ্ছিল।

মাঝে মাঝেই টেকটিউন হারিয়ে যেত। অবশ্য তারাতারি আবার ফিরে আসত। কিন্তু একদিন এমন হারানোই হারালো যে আর আসার নামই নেই। তবুও প্রতিদিন পাঁচ ছয় বার চেক করতাম যে টেকটিউন আসল কি না। কিন্তু প্রতিদিনই হতাশ হতাম। এর মাঝে আবার আমি উইন্ডোজ দিয়েছি। তাই মজিলার টুলবারে টেকটিউনের যে বুকমার্ক করা ছিল সেটা সাদা ছিল।

দুই দিন আগে মনে হয় সন্ধার দিকে একবার দেখলাম টেকটিউন ফিরে আসছে। আর আরও অবাক হলাম যে বুকমার্কের ঐ আইকন টা সাদা থেকে কালার হয়েছে। কিন্তু সেটা আমার পরিচিত আইকন না অন্য রকম। কিন্তু তখন আমার নেটের স্পিড ছিল যাচ্ছেতাই। আর যেহুতু নতুন কোন পোষ্ট হয়নি  তাই ভাবছিলাম যে সকালে দেখব।

কিন্তু ভাগ্য আর কাকে বলে সকালে আবার ঐ আগের মত। মানে সাদা পেজ আসে। আমি তখন থেকেই আশায় আছি যে অতি শিঘ্রই আমার টেকটিউন আবার ফিরে আসবে। আর আজকে সকালেতো আমি টাসকি খাইয়া গেলাম একেবারে নতুন টেকটিউন।

আমি আশা করব এখন থেকে আমাদের টেকটিউন নিয়মিত হবে। আর মাঝে মাঝে ডুব দিবেনা।

জয় টেকটিউন।

আমিন.......

Level 0

আমি abdus salam 120। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আবারও টেকটিউনসকে পেয়ে খুব ভালো লাগছে। আশা করবো এখন থেকে নিয়মিত টিটি কে পাবো।

অনেক দিন পর টিটিকে পেয়ে খুবই ভাল লাগছে। প্রতি দিন চার পাঁচ বার করে চেক করেছি।

Level 0

ভায়ের কথাগুলো পড়ে দেখলাম হুবুহু আমার মতো . আমি ও দিনে বেশ কয়েকবার চেষ্টা করতাম , তবে এ বার দেখছি গেটাপটি বেশি ভালো !!!!!!! ওয়াও

Are jabe jabe, ektu bole koye jabe to…..!!!
Emon ki Facebook e etobar jiggasa koreo kono uttor pelam na…..kono na kono khobor debar darkar chhilo.khub tension korechhii amader priya techtunes er joney.

    আমার মনে হয় এডমিন ভাইয়েরা এত ব্যাস্ত ছিল যে তারা উত্তর দেওয়ার সময়ই পায়নই।

Level New

১। যেওনা সাথি আমার ……।।
২। এক দিন তোমায় না দেখিলে……
৩। তুমি যে আমার কবিতা ……।
৪। আমি যে তোমার ……।

Welcome back

Level New

কাহিনী কি ঘটেছিলো?

টিটি হরাইয়া গেছিল

এতদিন যার পথ চেয়ে রইলাম আজ তার দেখা পেলাম। খুব ভাল লাগছে। কিন্তু এতদিন কি হল টা জানানোর জন্য মডারেটর দের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।