কি শান্তি কতদিন পর টেকটিউনে ঢুকতে পারলাম। মাঝখানে কিছুদিন তো নেটে কোন কাজই খুজে পাইনি। এখন আর চিন্তা নেই আবার আমি টেকটিউনকে ফিরে পাইলাম। আনন্দে আমার কি যে করতে ইচ্ছা করতাছে বলতে পারতেছিনা।
অবশ্য ক্লাউডে যাবার পর থেকেই আমার সমস্যা হচ্ছিল।
মাঝে মাঝেই টেকটিউন হারিয়ে যেত। অবশ্য তারাতারি আবার ফিরে আসত। কিন্তু একদিন এমন হারানোই হারালো যে আর আসার নামই নেই। তবুও প্রতিদিন পাঁচ ছয় বার চেক করতাম যে টেকটিউন আসল কি না। কিন্তু প্রতিদিনই হতাশ হতাম। এর মাঝে আবার আমি উইন্ডোজ দিয়েছি। তাই মজিলার টুলবারে টেকটিউনের যে বুকমার্ক করা ছিল সেটা সাদা ছিল।
দুই দিন আগে মনে হয় সন্ধার দিকে একবার দেখলাম টেকটিউন ফিরে আসছে। আর আরও অবাক হলাম যে বুকমার্কের ঐ আইকন টা সাদা থেকে কালার হয়েছে। কিন্তু সেটা আমার পরিচিত আইকন না অন্য রকম। কিন্তু তখন আমার নেটের স্পিড ছিল যাচ্ছেতাই। আর যেহুতু নতুন কোন পোষ্ট হয়নি তাই ভাবছিলাম যে সকালে দেখব।
কিন্তু ভাগ্য আর কাকে বলে সকালে আবার ঐ আগের মত। মানে সাদা পেজ আসে। আমি তখন থেকেই আশায় আছি যে অতি শিঘ্রই আমার টেকটিউন আবার ফিরে আসবে। আর আজকে সকালেতো আমি টাসকি খাইয়া গেলাম একেবারে নতুন টেকটিউন।
আমি আশা করব এখন থেকে আমাদের টেকটিউন নিয়মিত হবে। আর মাঝে মাঝে ডুব দিবেনা।
জয় টেকটিউন।
আমিন.......
আমি abdus salam 120। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আবারও টেকটিউনসকে পেয়ে খুব ভালো লাগছে। আশা করবো এখন থেকে নিয়মিত টিটি কে পাবো।