আস-সালামু-আলাইকুম।
সবাইকে নতুন টেক্টিউন্স এ শুভেচ্ছা জানাচ্ছি।
কিছুদিন আগে যখন হঠাৎ টেক্টিউন্স বন্ধ হয়ে যায় তখন একটু অবাক হয়েছিলাম।এরপর প্রতিদিন বেশ কয়েকবার চেক করতাম টেঁকটিউন্স ঠিক হয়েছে কিনা।
অবশেষে ১০ আগষ্ট নতুন ভাবে টেঁকটিউন্স এর আবির্ভাব হলো।
বিগত বেশ কিছুদিন টেঁকটিউন্স বন্ধ থাকার কারনে এর র্যাঙ্কিং নিচে নেমে গেছে।আগে বাংলাদেশ এ টেঁকটিউন্স এর র্যাঙ্ক ছিলো ১৫ থেকে ১৭ এর মধ্যে।এখন সেটা ২০ এ নেমে এসেছে।এবং বিশ্ব র্যাঙ্কিং এ ৪৫০০ এর ঘরে ছিলো।সেটা এখন ৫৯০০ তে।
ব্যাপার না।যেহেতু টেঁকটিউন্স নতুন ভাবে শুরু হয়েছে এবং অনেক আপডেট করা হয়েছে,তাই আমার মনে হয় অল্প কিছুদিনের মধ্যেই টেঁকটিউন্স আগের থেকে আরো ভালো অবস্থায় চলে যাবে।
আমি সেইদিন সব চেয়ে বেশি খুশি হবো যেদিন দেখব টেঁকটিউন্স সামু(somewhereinblog) কে পিছনে ফেলে সামনে এগিয়ে গেছে।
আল্লাহ হাফেয।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
কথায় আছে যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয়। যা ভাবছিলাম তাই হলো। সাধে কি আমি এই টিউনটা করছি। টিউনের লিংক https://www.techtunes.io/review/tune-id/81350/