অনেকের ই-মেইল এ লটারি তে লাখ লাখ ডলার জেতার প্রলভন দেখিয়ে মেইল আসে । এই মেইল গুলোর ধরন এক এক ক্ষেত্রে এক এক ধরনের হয় ।
যেমন : কোন কোন মেইলে বলা হচ্ছে "yahoo/gmail/hotmail" id ব্যবহার কারি দের মধ্যে একটি লটারি অনুষ্ঠিত হয়েছে এবং এতে ৮ / ৭ জন বিজয়ী হয়েছে । তাদের মধ্যে আপনি অন্যতম একজন । প্রয়ো্জনীয় কাগজ পত্র আপনার ঠিকানায় পাঠানো দরকার । সে জন্য তাদের ই-মেইল ঠিকানায় আপনার নাম,ঠিকানা,জন্ম তারিখ,মোবাইল নাম্বার ইতাদি পাঠান ।
আবার কিছু মেইলে লেখা থাকছে, তার পিতা বা স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে । আর মারা যাওয়ার আগে ব্যাংকে বিপুল পরিমান অর্থ গচিাছত রেখে গেছে । তিনি এখন এই বিপুল অর্থ বিলিয়ে দিতে চান । তবে ব্যাংক থেকে ঐ অর্থ তোলার জন্য কিছু অর্থের প্রয়োজন, সেটি তার একার পক্ষে সম্ভব নয় । তাই তাকে কিছু অর্থ পাঠাতে হবে ।
এই রকম আরো অনেক ধরনের মেইল আপনার কাছে আসতে পারে । এ গুলোকে মোটেও বিশ্বাস করবেন না । এগুলো সব প্রতারণা।
তারা বেশ কয়েকটি উদ্দেশ্যে এই কাজটি করে। যেমন :
১ . আপনার মেইলের পাসওয়ার্ড হ্যাক করার চেষ্টা কারন, আমরা অনেকেই পাসওয়ার্ড হিসাবে জন্ম তারিখ বা মোবাইল নাম্বার ব্যবহার করি ।
২ . ব্যাংক হিসাব সর্ম্পকিত তথ্য জানার জন্য
৩ . আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড হ্যাক করার জন্য
৪ . লটারির অর্থ দেওয়ার নাম করে আপনার কাছ থেকে আর্থ হতানোর জন্য
৫ . আপনার মেইল ঠিকানা ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ মুলক কাজ করার জন্য
তাই এসব ই-মেইলের প্রলভন থেকে দুরে থাকুন । এবং এই ধরনের কোন মেইল আসলে সাথে সাথে তা ডিলিট করে দিন ।
আমার লেখা যদি ভালো লাগে কমেন্ট করুন । আর কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
আমি ইলিয়াস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am a simple man & i love technology.
Vul shobi Vul..