আপনার মনে কি কখনো এমন প্রশ্ন এসেছে, "আজকের কলেজের/ভার্সিটি/ অফিসের অবস্থা কেমন? লোকজনের মুড ভাল নাকি কাজের চাপে বিমর্ষ অবস্থা? হাসি ঠাট্টা ভালই চলছে নাকি মন খারাপের কোন ব্যাপার ঘটেছে?"
একটু চিন্তা করে দেখুন যদি এমন কোন মিটার থাকে যার কাটাগুলো কোন প্রতিষ্ঠানের মানুষগুলোর মনে অবস্থা হাসিখুশি নাকি বিমর্ষ তা নির্দেশ করবে তাহলে কেমন হবে ব্যাপারটা?
এমনই এক উদ্ভাবন এই "মুড মিটার"। এমআইটির দুজন গ্রাজুয়েট স্টুডেন্ট জ্যাভিয়ের হার্নান্দেজ এবং বাংলাদেশী মোহাম্মাদ এহসান হক সম্মিলিত ভাবে এই প্রজেক্টে কাজ করেন। মানুষের মুখের বিভিন্ন ভঙ্গিমা বিশ্লেষন করে মানুষের মানসিক অবস্থা সম্পর্কে একটি আভাস দিতে পারে এই মিটার। এমআইটির ১৫০তম জন্মদিন উপলক্ষে এই প্রজেক্টটি প্রদর্শন করা হয়। বর্তমানে এমআইটি ক্যাম্পাসের ৪টি গুরুত্বপূর্ন স্থানে স্থাপিত ৪টি ক্যামেরার মাধ্যমে মানুষের মুখের ভঙ্গি বিশ্লেষন করে ঐ স্থানগুলতে মানুষ কতবেশি আনন্দিত তার একটি রিপোর্ট দিচ্ছে এহসানের এই প্রোজেক্ট।
সূত্রঃ সুখবর
আমি Ripendil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
kuv valo news..tnx share korar jonno.