আজকে নেটে ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখলাম, গুগল co.cc এর সকল ডোমেইনকে ডি-ইনডেক্সড মানে তাদের তালিকা থেকে মুছে দিয়েছে।চেক করার নিজেই ট্রাই করলাম দেখলাম,ঘটনা সত্যি!! co.cc এর কোন সাইট গুগল সার্চ ইঞ্জিনে শো করেনা এমন কি তাদের হোম-পেইজ ও।যারা এই ডোমেইন ব্যবহার করে সাইট পরিচিত করেছিলেন তাদের এখন মাথায় হাত।co.cc ডোমেইন ব্যবহার করা কোন সাইট এই গুগলের সার্চলিষ্টে অনেক ভাল অবস্থান ছিল।জুলাই এর ০১ তারিখ থেকে তারা co.cc এর সকল ডোমেইনকে ডি-ইনডেক্সড করেছে।আপনাদের যাদের co.cc ডোমেইনের সাইট আছে তারা একবার গুগলে সার্চ দিয়ে দেখুন।
হটাৎ করে গুগলের এই ডোমেইন ব্লক করার কারণ বুঝলাম না। কিছু কারন পেলাম নেটে যেগুলো যেগুলো গুগল এক্সপার্ট রা বলছেন।
১। এই ডোমেইনগুলো ফ্রি এবং যেকেউ ব্যবহার বা রেজিস্ট্রেশান করতে পারে তাই স্প্যামিং এর সম্ভাবনা বেশী।
২। অনেক ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশান হয়েছে এবং ইনডেক্স হয়েছে কিন্তু পরবর্তীতে তা আর খুঁজে পাওয়া যায়নি।এতে সার্চলিষ্টের মান কমেছে তাই গুগল কর্তারা এটা পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন।
৩। বেশিরভাগ co.cc ডোমেইন গুগলের ব্লগস্পট এর সাইট এ ব্যবহার করা হয়,এতে তাদের নিজস্ব সাবডোমেইন (ব্লগস্পট) এর সম্মানহানি এবং এর ব্যবহার--প্রচার কমে যাচ্ছে।তাই বাধ্য হয়ে এই ব্যবস্থা নেয়া।
৪। এই ডোমেইন সাধারণত নতুন সাইট বানিয়ে টেস্ট করার জন্য ব্যবহার করা হয়,এবং পরবর্তীতে তা ফেলে দেয়া হয় তাই বিপুলসংখ্যক ডোমেইন যাতে ইনডেক্সড না হতে পারে সেই ব্যবস্থা করা।
যারা ব্লগস্পটের ব্লগকে co.cc তে ট্রান্সফার করেছেন তারা Settings >Publish এ গিয়ে Switch to Blogspot তে ক্লিক করে ব্লগস্পট ডোমেইনে ফিরে যেতে পারবেন।এছাড়া .tk ও cz.cc ডোমেইন যারা ব্যবহার করেন তারাও একই পদ্ধতিতে আগের সাবডোমেইনে চলে আসতে পারেন।বলাতো যায় না কখন আবার এগুলো ব্লক করে দেয়।
আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।
তারমানে এখন থেকে ডোমেইন কিনে ব্যবহার করাই ভালো। ফ্রি বাদ দিতে হবে।