আনলিমিটেড ফটো এবং ভিডিও স্টোরিং সুবিধা নিয়ে এল গুগল পিকাসা! এইবার যত পারেন আপলোডান!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ফটো এবং ভিডিও আপলোড এবং স্টোর এর জন্য অনেক সাইট থাকলেও প্রকৃত অর্থে আনলিমিটেড সুবিধা দিত না কেউই, এমনকি গুগল পিকাসাও নয়। গুগলের নতুন সামাজিক নেটওয়ার্কিং সাইট গুগল প্লাস আসার সাথে সাথে এবার পিকাসা তে আনলিমিটেড ছবি এবং ভিডিও আপলোডের ঘোষনা দিয়েছে গুগল কর্তৃপক্ষ।

গুগল জানিয়েছে--

  • ১। যাদের গুগল প্লাস অ্যাকাউন্ট আছে তারা ফটো আপলোডের জন্য ১ গিগিবাইট ফ্রি স্পেস পাবেন। কিন্তু যেসব ছবির রেসোলিউশন ২০৪৮*২০৪৮ শুধুমাত্র সেসব ছবির ক্ষেত্রেই স্পেস কাউন্ট হবে, এর নিচের রেসোলিউশন এর ছবি এই ১ গিগিবাইট স্পেস এর মধ্যে গন্য হবে না! সুতরাং ২০৪৮*২০৪৮ রেসোলিউশন পর্যন্ত যেকোন ছবি, যত খুশি তত ছবি আপনি আপলোড করতে পারবেন পিকাসা ওয়েব অ্যালবামে!
  • ২। যাদের গুগল প্লাস অ্যাকাউন্ট নেই তাদের ক্ষেত্রেও একই নিয়ম তবে এখানে রেসোলিঊশন এর সীমা টা আরেকটু কম। এক্ষেত্রে ৮০০*৮০০ পিক্সেল পর্যন্ত ছবি ১ গিগাবাইট স্পেস এর মধ্যে কাউন্ট হবে না।
  • ৩। ভিডিও আপলোডের ক্ষেত্রে দুধরনের ইউজার রাই একই সুবিধা পাবেন এবং সেটি হল ১৫মিনিট পর্যন্ত যেকোন ভিডিও আপনি আপলোড করতে পারবেন এবং সেটি এই ১ গিগাবাইট স্পেস এর মধ্যে গন্য হবে না!

আপনারা যারা গুগল প্লাস অ্যাকাউন্ট খুলেছেন তারা আপনাদের ফেইসবুকের ছবিগুলো সহজেই গুগল প্লাসে ট্রান্সফার করতে পারেন।

মূল আর্টিকেল এখানে দেখুন
সূত্রঃ সুখবর

Level 0

আমি Ripendil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ভাল লাগলো।

ভালো খবর শোনাইলেন 🙂

ভালো

দারুন খবর ধন্যবাদ আপনাকে।

ভালো খবর তবে ফ্লিকারের মত ইন্টারেকটিভ না হলে তেমন লাভ হবেনা

Level 0

যেহেতু গুগল প্লাস একটি সোসাল নেটওয়ার্ক হিসেবে আবির্ভূত হয়েছে এবং পিকাসা এর ফটো অ্যালবাম হিসেবে কাজ করছে সেহেতু এটা ফ্লিকারের চেয়েও বেশী ইন্টারেক্টিভ হবে বলে মনে হয়।

ধারুন্

Level 0

ভাল পোষ্ট, আশাকরি সকলের কাজে লাগবে। ধণ্যবাদ।

Level 0

গুগল প্লাসের একটা ইনভাইটেশন পাঠাবেন কেউ….
[email protected]

    Level 0

    পাঠালাম, দেখেন

ভাল একটা সংবাদ।ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাল একটা খবর,
ধন্যবাদ শেয়ার করার জন্য।
**আচ্ছা ভাই গুগল প্লাসে একাউন্ট কিভাবে খুলব বলবেন কী?

    Level 0

    আপাতত ইনভাইটেশন ছাড়া খুলতে পারবেন না, আর ইনভাইটেশন পেলেও লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে, আপনার সিরিয়াল আসলে খুলতে পারবেন!

আমাকে একটা ইনভাইটেশন পাঠান [email protected]

আমার ও একটা ইনভাইটেশন দরকার
[email protected]

গুগল প্লাস এ আমার ও একাউন্ট খোলার ইচ্ছা্ আছে।
কিন্তু ইনভাইটেশন ও নাই আবার নিয়ম ও বিস্তারিত জানিনা।
কেউকি আমাকে বিস্তারিত বলবেন?
আমার জিমেইল আইডি
[email protected]

Level 0

দাদা ভাইয়েরা আমাকে একটা গুগল + এ ইনভাইটেশন করুন। ভাই অনেক দোয়া পাইবেন।
[email protected]

ভাই, ইনভাইটেশন পাঠান… প্লিজ… [email protected]

আমার পছন্দের ওয়েব – গুগল ফটো ট্রাই করতে পারেন। এ বিষয়ে আমার একটা লিখা আছে অবশ্য। সময় থাকলে পড়ে আসতে পারেন – http://www.nahidh.info/2016/11/googlephoto.html

দারুণ হয়েছে>>>>>>>>>>>>>>>