২.২৫ বিলিয়ন ডলারে বিক্রি হয়ে গেলো GoDaddy

টিউন বিভাগ খবর
প্রকাশিত

পৃথিবীর সবচেয়ে নামকরা ডোমিন রেজিস্টার কোম্পানি GoDaddy তিনটি প্রাইভেট Equity Firms এর নিকট ২.২৫ বিলিয়ন ডলার বিক্রি হয়ে গেলো। GoDaddy কতৃপক্ষ গতকাল শুক্রবার খবরটি নিশ্চিত করে। গত সপ্তাহের এক রিপোর্টে ধারনা করা হয় যে প্রাইভেট Equity Firms কে.কে.আর এন্ড কোং, সিলভার লেক পার্টনারস এবং টেকনোলজী ক্রসওভার ভেনচারস এই চুক্তি স্বাক্ষর করেন। এবং একি সাথে তারা GoDaddy কোম্পানির সকল দায় বহন করতেও রাজী হন। আর অনেকেই ধারণা করে ছিলেন যে GoDaddy ২ বিলিয়ন থেকে ২.৫ বিলিয়নের ডলার এর মধ্যেই বিক্রি হয়ে যাবে। (খবর)


GoDaddy কোম্পানির প্রতিষ্ঠাতা এবং CEO বব পারসনস (Bob Parsons) ভবিষ্যৎ বাণী করেন যে নতুন মালিকানায় অতি শীঘ্রয়ই এটি আগের মতোই অনেক ভালো অবস্থানে চলে আসবে।

তিনি লস এঞ্জেলস টাইমস এ দেয়া এক স্বাক্ষাতকারে বলেন...

“ What these guys see is a company with a lot more potential internationally and more potential to make partnerships and acquisitions. They’ll help us finance and they’ll help us recruit talent ”

GoDaddy গত তিন বছর তারা তাদের নিত্য নতুন বিভিন্ন সেবা দিয়ে অনেক জনপ্রিয়তা অর্জন করে নেয়। ২০০৯-২০১০ সালে তারা ৯৪৭ মিলিয়ন ডলার ইনকাম করে। ২০১০ সালে GoDaddy কোম্পানি তাদের বাৎসরিক আয়কে ১.১ বিলিয়ন ডলারে উন্নিত করে।

এখন দেখা যাক GoDaddy কোম্পানির নতুন মালিক রা কিভাবে একে পরিচালনা করে। আপনারা কি মনে করেন পারবে GoDaddy তাদের আগের অবস্থান ধরে রাখতে ???

টিউন টা আমার ব্যক্তি গত ব্লগে প্রথম প্রকাশিত। ইচ্ছে হলে একবার ঘুরে আসতে পারেন তাহের চৌধুরী সুমনের বাংলা ব্লগ থেকে। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি আবু তাহের সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 1212 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তাহের অনলাইন উদ্যোক্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্রেটেজিস্ট হিসাবে কাজ করছি দীর্ঘ ১দশক যাবত। ২০১৭'তে প্রতিষ্ঠা করি ' আওয়ামাহ টেকনোলজিস লিমিটেড ' বর্তমানে এর প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে কর্মরত। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ইংরেজি ব্লগ 'ক্লিক করুন' । ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক অনেক ধন্যবাদ গ্রেট ইনফরমেশন টা শেয়ার করার জন্য।

Level 0

তাই না কি.? আমি তো একটা ডোমেইন কিনতে চাইছিলাম। কিছুদিন পরেই কিনি তাহলে :: (

    হ্যাঁ বুলবুল ভাই ঘটনা সত্যি। সূত্র দেয়া আছে চাইলে দেখে আসতে পারেন। হুম কিছু দিন পরে কিনলেই ব্যাটার হবে মনে হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

খবর টি শেয়ার করার জন্য ধন্যবাদ
আপনার ব্লগ হতে গুরে আসলাম আনেক সুন্দর …………

    রাসেল ভাই আপনাকেও আসংখ্য ধন্যবাদ সময় নিয়ে টিউনটা পড়ার জন্য। আমার ব্লগ থেকে বেড়িয়ে আসলেন কিন্তু কোন আপ্যায়ন করতে পারলাম না 😉 আর সময় পেলে মাঝে আমার ব্লগে গিয়ে নিঃসঙ্গ কে সঙ্গ দিয়েন। আরেক বার ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

এমনিতেই গোড্যাডি অনেক জনপ্রিয় কোম্পানী, তবে মনে হয় নতুন মালিকানা আসার কারনে এটার আরো ভালো কিছু রদ বদল হবে ! নতুন করে তারা তাদের হোস্টিং এবং ডমেইনের দাম কমিয়ে দিতে পারে ! করলে তো আমাদের ই লাভ ! 😀

    হ্যাঁ যেহেতু মালিকানা পরিবর্তন হয়েছে, এবার হয়তো বেশ কিছু সুবিধা আমরা পাবো। ওটার দিকেই চেয়ে আছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

নতুন মালিকানাতে গোড্যাডি এগিয়ে যায় না পিছিয়ে পড়ে সেটাই দেখার বিষয়।অনেক বড় বড় লাভবান কোম্পানী মালিকানা পরিবর্তনের সাথে সাথে পপুলারিটি কমে গেসে,এমন উদাহরন অনেক আছে।

    সেটাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। মালিকানা পরিবর্তন মানেই তো নীতির পরিবর্তন। আর নীতির পরিবর্তন মানেই বিজনেস স্ট্রেটেজির পরিবর্তন। দেখা যাক সময় কথা বলবে, তবে আমরা চাই দাম টা কিছু টা কমুক। ধন্যবাদ আপনাকে।

দেখা যাক নতুন মালিকানায় কেমন কাজ করে গো-ড্যডি… আমার কিছু ডোমেইন এখান থেকে কেনা… টিউন ভালো হয়েছে… 😀

    আমার ও একটা ডোমিন ওডের কাছ থেকে কেনা। আসলেই জনপ্রিয়তা আগের মত থাকবে কিনা ওটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ আরিফ।