ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে গুগল তাদের নতুন সোসাল নেটওয়ার্কিং প্রজেক্ট "গুগল প্লাস প্রজেক্ট" প্রকাশ করেছে। ওরকাট, বাজ এবং ওয়েব ফ্লপ হওয়ার পরেও হাল ছাড়েনি গুগল, তারই ধারাবাহিকতায় ফেইসবুককে চ্যালেঞ্জ জানাতে গুগলের এই প্রচেষ্টা। চলুন দেখি কি আছে এতে---
ইন্টারফেসটি দেখতে কিছুটা ফেইসবুকের মত হলেও এর কর্ম্পদ্ধপতি অনেকটা টুইটারের মত অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করার মত কোন ব্যাপার নেই এখানে। বিভিন্ন লিস্ট ক্রিয়েট করে তাদের জন্য আলাদা সেটিংস এর মাধ্যমে আপনি আপনার প্রাইভেসি সংরক্ষন করতে পারবেন।
+You: putting you first, all across Google
আপাতত সীমিত আকারে ছাড়া হলেও আশা করা যাচ্ছে খুব শিঘ্রই সবার জন্য এটা উন্মুক্ত হবে।
আরো বিস্তারিত জানতে এখানে দেখুন
সূত্রঃ সুখবর
আমি Ripendil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
aita koba shobar jonno unmukto hoba?