জাতির বিবেকের কাছে অনেক প্রশ্নই করা হয়েছিলো। তবে তিনি কোনটার সঠিক উত্তর দিতে পরেছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। তাই তার উত্তরের অপেক্ষায় না থেকে এবার হয়ে যাক-
আড্ডার আসরের বিবেকের কাছে প্রশ্ন!!
অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর!
=============================================================================
আপনি কি চিন্তাবিদ? সবসময় এলোমেলো চিন্তা ভাবনা করে থাকেন? আপনার মনে কি সব সময় হাজার খানেক প্রশ্ন এসে জমা হচ্ছে? কাউকেই মন খুলে প্রশ্ন অথবা উত্তর বলতে পারছেন না? যাকেই বলতে যাচ্ছেন সেই অল্প কিছুক্ষণ আপনার কথা শুনে বাঁকা নয়নে আপনার দিকে তাকাচ্ছে? তার দৃষ্টি দেখে অনুধাবন করতে পারছেন সে আপনাকে মনে মনে পাগল ভাবছে?
যদি আপনার চিন্তা চেতনা এমনি হয়ে থাকে! তাহলে আপনাকেই খুঁজছে আড্ডার আসর। আপনার মাঝে এলোমেলো চিন্তা ভাবনা করবার যেই সুপ্ত প্রতিভা আছে তা বিলুপ্ত হবার আগেই আমাদের মাঝে প্রকাশ করুন এবং জিতে নিন প্রতি সপ্তাহে অনিশ্চিত পুরস্কার। কারণ পুরস্কার দেবার দায়ভার নিয়েছে পলাশ মাহমুদ। যে কিনা আড্ডার আসরের একমাত্র হাড়কিপটে পাবলিক।
এবার আসুন জেনে নেওয়া যাক কিভাবে কি করতে হবে?
আপনি সর্বপ্রথম যেটা করতে পারেন অথবা নাও করতে পারেন তা হচ্ছে এই লিংক এ একটা খোঁচা মারবেন। যার উপর ভিত্তি করেই শুরু হবে আমাদের পথ চলা। সেখানে কষ্ট করে ফাঁকা ঘরগুলো পূরণ করে দিলেই ঝামেলা শেষ। আপনার প্রশ্ন হতে পারে এ রকম-
(ক) মুরগি কেন ডিম পাড়ার পর কক কক করে?
(খ) কাকের রং কালো কেন?
যাই হোক হয়তো এতক্ষণে বুঝে ফেলেছেন কি ধরনের প্রশ্ন আপনি জমা দিতে পারবেন। আপনি যেমন খুশি তেমন প্রশ্ন করতে পারেন। সেই সব প্রশ্ন নিয়ে আড্ডার আসরে চলবে আড্ডা। অবান্তর প্রশ্নের উত্তর খোঁজার আড্ডা। যার প্রশ্ন আড্ডার জন্য নির্বাচিত হবে তার জন্যই রয়েছে পলাশ মাহমুদের দেয়া জঘন্য উপহার। (একবার উপহার পাইলে আবার পেতে চাইবেন, গ্যারান্টি।)
এবার আসেন উত্তর কি ভাবে দিবেন তা জানা যাক:
আমরা আপনার সামনে প্রতি সপ্তাহে একটা প্রশ্ন নিয়ে হাজির হবো। আপনি আড্ডার আসরে আড্ডা দিতে দিতে প্রশ্নের জবাব দিবেন। উত্তর দাতাদের নিয়ে সপ্তাহ শেষে পোল হবে। সেখানে আড্ডার আসরের সদস্যদের ভোটে নির্বাচিত হবে সেরা উত্তরদাতা অর্থাৎ সেরা আজাইরা উত্তর খোঁজা আড্ডাবাজ।
আড্ডার আসর সকল অনিয়মকেই নিয়ম ভেবে থাকে। তাই ডু-চিন্তা নো ফুর্তি। যেমন খুশি তেমন ভাবে লিখুন।
শর্তাবলী:
কোন শর্তের বেড়াজালে আড্ডার আসর কাউকে বেঁধে রাখে না। আড্ডার আসর মানেই মুক্ত গলায় চিৎকার করে আড্ডা দেয়া। বাকিটা মানুষ হিসেবে আপনার বিচার বিবেচনা বোধের উপর নির্ভর করবে।
পুরস্কার:
১. পুরস্কার হিসাবে বিজয়ীদের মোবাইলে ব্যালেন্স দেওয়া হবে।
২. মোবাইল নম্বর অবশ্যই বাংলাদেশর এয়ারটেল, একটেল, বাংলালিংক, সিটিসেল এবং গ্রামীন হতে হবে।
=====================
আড্ডার আসরের, প্রশ্ন প্রত্র।
=====================
আপনারা চাইলে এই ব্লগ হতেও ফরমটি পূরণ করতে পারবেন।
=====================
লোড হচ্ছে...
আমি পলাশ মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনি কি ওই সাইটের দালাল?