লিখবো কিভাবে আপনারা প্রাকৃতিক সপ্তাশ্চর্য্য নির্বাচনে সুন্দরবনকে মোবাইলে অথবা টেলিফনে যত খুশি তত ভোট দিতে পারবেন সে বিষয়ে। চলুন শুরু করা যাক।
মোবাইলে SMS এর মাধ্যমে ভোট দিতেঃ
আপনি কি জানেন…? এখন মোবাইলে SMS এর মাধ্যমেও প্রাকৃতিক সপ্তাশ্চর্য্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেয়া যায় !!! মোবাইল এ SMS এর মাধ্যমেও ভোট দিতে চাইলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে Type করুন SB এবং পাঠিয়ে দিন 16333 নম্বরে.. প্রতি মেসেজ এর জন্য 2 টাকা + ভ্যাট প্রযোজ্য । যে কোন নম্বর থেকে যত খুশি তত বার, প্রতিদিন অন্তত একবার। আসুন না আমদের এই সোনার বাংলাদেশের জন্য ২-১ টাকা খরচ করি। চলুন সকলে অন্তত ৫টি করে ভোট করি। মাত্র ১০ টাকায় যদি দেশের জন্য কিছু করা যায় তবে ক্ষতি কি !!!!!!!
সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য্য নির্বাচনে আরো বেশি বেশি ভোট দিন।
টেলিফোনের মাধ্যমে ভোট দিতেঃ
২৪ ঘণ্টা ইন্টারন্যাশনাল হটলাইন ব্যবহার করে ভোট প্রদান করা যায়। টেলিফোনের মাধ্যমে ভোট দিতে ০০৪৪৭৫৮৯০০১২৯০ নম্বরে ডায়াল করুন। ম্যাসেজ শোনার পর সুন্দরবন নমিনি কোড ৭৭২৪ নম্বরে প্রবেশ বা ডায়াল করুন। ভোট প্রদান সম্পন্ন হলে Thank You ম্যাসেজ শুনতে পাবেন।
অনলাইনে ভোট দিতেঃ
অনলাইনের মাধ্যমে ভোট দিতে http://www.new7wonders.com এই সাইটে যান
মনে রাখবেন 11.11.11 তারিখটা যেন আমাদের হয়.. প্রাকৃতিক সপ্তাশ্চর্য্য নির্বাচনে সুন্দরবনকে আরো বেশি বেশি ভোট দিন.. ইনশাল্লাহ দিন টা অবশ্যই আমাদের হবে। আর সুন্দরবন নির্বাচিত হবেই।
এই টিউনটা প্রথমে আমাদের http://Www.EarnTricks ব্লগে প্রকাশিত। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।
আমি আবু তাহের সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 1212 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তাহের অনলাইন উদ্যোক্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্রেটেজিস্ট হিসাবে কাজ করছি দীর্ঘ ১দশক যাবত। ২০১৭'তে প্রতিষ্ঠা করি ' আওয়ামাহ টেকনোলজিস লিমিটেড ' বর্তমানে এর প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে কর্মরত। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ইংরেজি ব্লগ 'ক্লিক করুন' । ধন্যবাদ।
খুব ভালো লাগলো ……………