প্রযুক্তিপণ্যের দাম কমেছে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ঢাকার কম্পিউটার বাজারে বেশির ভাগ পণ্যের দাম কিছুটা কমেছে। গতকাল শনিবার পাওয়া বিভিন্ন যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো—

প্রসেসর: ইন্টেল কোর আই৫ (৩.২০ গি.হা) ১৫,৫০০, ইন্টেল সেলেরন ১.৮ গি.হা ৩,০০০ টাকা, ইন্টেল কোর আই-৩ ৩.০৬ গি.হা. ৯,২০০ টাকা। পেন্টিয়াম ডুয়েল কোর২.৮ গি.হা. ৫,০০০। কোর টু কোয়াড ১২,৫০০ টাকা।

মাদারবোর্ড: গিগাবাইট জি এ৪১ এমটি-ডি-৩ ৪,১০০, জি৪১এমটি-ইএস২ এল ৪,০০০, জি ৪১এম কমবো ৪,২০০, এইচ৫৫এম-ডিটুএইচ ৭,৪০০ টাকা। ইন্টেল ডিএইচ৫৫পিজে ৬,৮০০, ডিজি৩৩টিএলএম ৭,০০০ টাকা। আসুস পি৫জি-৪১টি-এমএলএক্স৪১০০, ১৭,৫০০ টাকা। অ্যালবাট্রন জি৪১ ৩,৯০০ টাকা। ফক্সকন জি৩১ এমভি ৩,২০০ টাকা। ফক্সকন এইচ৪১ এমএক্সইভি ৩,৪০০ টাকা, এইচ৫৫ এক্সভি ৫,২৫০ টাকা।

রেম: ২ গি.বা. ডিডিআর-২ ১,৭০০, ২ গি.বা. ডিডিআর টু ২,২০০, ২ গি.বা. ডিডিআর-৩ ১,৮৫০ টাকা।

হার্ডডিস্ক: ৩২০ গি.বা. ২,৯০০ টাকা। ৫০০ গি.বা. ৩,২৫০ টাকা। ১ টেরাবাইট ৪,৭০০ টাকা। হিটাচি ১৬০ গি.বা. ২,৬০০ টাকা, ৫০০ গি.বা. ৩,২০০ টাকা, ১০০০ গি.বা. ৪,৭০০ টাকা।

পেনড্রাইভ: ২ গি.বা. ৭০০, ৪ গি.বা. ৭৫০ থেকে ১,০০০ টাকা, ৮ গি.বা. ১,২৭৫-১,৩০০ টাকা।

এলসিডি মনিটর: স্যামসাং ১র্৭র্ ৮,৩৫০ টাকা, স্যামসাং ১৮.র্৫র্ ৮,৩০০ টাকা, ২র্০র্ ৯,৩০০, ২১.র্৫র্ ১১,১০০, ২৩.৫ অ অ ১৯,৮৫০ টাকা। ফিলিপস ১৮.র্৫র্ ৮,২০০ টাকা, ডেল ১৮.র্৫র্ ৭,৯০০ টাকা, এলজি ১৮.৫র্ র্ ৮,০০০ টাকা, ১৬র্ র্ ৭,০০০ টাকা, ১৭র্ র্ ৭,৫০০ টাকা, ২১.৫র্ র্ ১০,৭০০ টাকা। হাইউন্দাই ১র্৯র্ ১০,০০০ টাকা।

গ্রাফিকস কার্ড: গিগাবাইট এইচডি১ ৫,৭০০। আসুস: ১৫৬ মেগাবাইট ৪,১৫০। এক্সএফএক্স এইচডি৪৫৫০ ১ গি.বা. ৪,০০০, এইচডি৫৮৫০ ৭২৫ গি.বা. ১৫,৪০০ টাকা। জিটিএক্স৪৬০ ১ গি.বা. ডিডিআর৫ ১৫,৩০০ টাকা।

ডিভিডি রাইটার/রি-রাইটার: স্যামসাং ৫২x২৪x৫২এক্স ১,৫০০ টাকা এবং আসুস ৫২x৩২x৫২এক্স ১,৭০০ টাকা, সনি ডিভিডি-আরডব্লিউ ১,৮০০ টাকা। ডিভিডি-রম ড্রাইভ: আসুস ১৮এক্স ১,৩০০ টাকা এবং বেনকিউ ১৬এক্স ১,৪০০ টাকা।

কেসিং: ১,৫০০ থেকে ৫,০০০ টাকা।

মাউস: ২৫০ থেকে ৯০০ টাকা।

কি-বোর্ড: সাধারণ ২৫০ থেকে ২,৮০০ টাকা। মাল্টিমিডিয়া ৫০০ টাকা।

স্পিকার: ৮০০ থেকে ৯,১০০ টাকা। ইনস্পায়ার (৫:১) ৫,৪০০-৬,২০০ টাকা, (৪:১) ৩,৭০০ টাকা, (২: ১) ২,৩৫০-৩,২০০ টাকা। মাইক্রোল্যাব (২:১) ২,১৫০ থেকে ৩,০০০, ক্রিয়েটিভ এসবিএস (এ৩৩৫) ২,৪০০ টাকা। গোল্ডেন ব্রিজ এফটি৮০৫ (২:১) ১,৩০০।

মডেম: মুভিডাটা ইডিজিই ২,২০০ টাকা। এইচএসডিপিএ ৩,০০০ টাকা। জিপিআরএস মডেম: টেকনো টিএম০০৮ ২,১৫০ টাকা। মোবিডাটা ২,৪০০ টাকা (ইউএসবি)।

টিভি কার্ড: এভারমিডিয়া এক্সটারনাল (বোলার গো) ৩,১০০ টাকা, এভারমিডিয়া এক্সটারনাল ডাব্লিউ৭ ৪,৬০০ টাকা ও ইন্টারনাল ২,৭৫০ টাকা, রিয়েল ভিউআরভি টিভি কার্ড ১,৭৫০ টাকা।

প্রিন্টার: ক্যানন পিক্সমা আইপি এমপি২৭৬   ৬,০০০ টাকা, এইচপি১৬৬০ ডেস্কজেট ২,৫০০ টাকা, এপসন টি৬০      ১২,০০০ টাকা, এইচপি পি (লেজার) পি-১১০   ২ ৯,০০০ টাকা, ব্রাদার এইচএল ৫৩৪০ডি ১৬,৭০০ টাকা। স্যামসাং এমএল১৬৬০ (লেজার) ৫,৭০০।

পোর্টেবল হার্ডডিস্ক: ট্রানসেন্ড ৫০০ গি.বা ৫,১০০ টাকা, ৩২০ গি.বা ৪,১০০ টাকা, ৬৪০ গি.বা ৬,১০০-৬,৬০০, ২ টেরাবাইট ১১,৯০০ টাকা। এভেটা ৫০০ গি.বা. ৪,৮০০, ১ টে.বা. ৮,৫০০ টাকা। —

সংগ্রহঃ- দৈনিক  প্রথম আলো  পত্রিকাএখানে শুধু যন্ত্রাংশের দাম দেওয়া হয়েছে। পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে সংযোজন খরচ ও সগার্ভিস চার্জ যুক্ত হবে।

Level 0

আমি poramon11। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

র্যাম লেখা দেখেই বোঝা যাচ্ছে যে প্রথম আলো 😐

    @শাওন ভাই, আমি পিসি আপগ্রেড করবো, তাই আপনার একটু পরামর্শ চাই। আমার প্রোসেসর ইন্টেল কোর ২ ডু, আমি জাস্ট মাদারবোর্ডটা, র‍্যাম এবং গ্রাফিক্স কার্ড এড করবো।
    এখানে বলে রাখা ভালো যে আমি পিসি কে সুপার গেমিং উপযোগী করতে চাচ্ছি। আমি প্রোসেসর চেঞ্জ না করে, ৮জিবি র‍্যাম, ১জিবি গ্রাফিক্স কার্ড লাগাতে চাই। তাই কোন মাদারবোর্ড টা লাগানো যায় যা গেমিং এর জন্য উপযোগী হবে? একটু খোজ নিয়ে বিস্তারিত যদি জানাতেন তবে খুব উপকার হত।

ধন্যবাদ আপডেটের জন্য।
সেদিন গিয়েছিলাম একটা সাউন্ড বক্স কিনতে দোকানদার আমাকে বলল
 প্রযুক্তিপণ্যের দাম নাকি ২ দিন পর পর ই বাড়তেছে…

bhi ame to goto kal-k transcend-er 1ta 8GB pendrive kinlam
dam nilo 980 tk
ar aekhane dekhi 1275 tk

    Level 0

    ভাই আমি কিনছি ৯০০ টাকা দিয়া আপনার কাসে ৮০ টাকা বেসি নিসে।আর এইখানে বর্তমান বাজার দর দেয়া আছে ,সেটাই এখানে দিয়েছি,

Level 0

ভাই আমার একটা usb hard disk কেনা দরকার but আমার নেটবুক হল asus এর eee1014ah যার hard disk হল ১৬০gb; এখন কেউ কি আমাকে দয়া করে জানাবেন যে আমার নেটবুকে transcend এর 500gb usb hard disk সাপোর্ট করবে কিনা?

    Level 0

    It may support but do not dare to buy transcend brand.
    It occurs problem on reading data at sometimes.

ধন্যবাদ শেয়ার করার জন্য। যারা কিনবে তাদের উপকার হবে। আচ্ছা গত ৬-০৬-১১ তারিক আইডিবি তে গিয়েছিলাম আমার এক বন্ধু কম্পিউটার কিনবে, তো Netstar এ গেলাম ইন্টেল কোর আই-৩ ৩.০৬ গি.হা + মাদার বোর্ড দাম বলল ১৬০০০ টাকা।বুঝলাম না এত বেশি চাইল কেন?
ভাগ্যিস তখন কিনি নাই। আমার একটু সন্দেহ হয়েছিল তাই কেনা হয় নাই।
আবারো আপনাকে ধন্যবাদ। এবার ঠিক দামে কিনতে পারব।

(((((রেম: ২ গি.বা. ডিডিআর-২ ১,৭০০, ২ গি.বা. ডিডিআর টু ২,২০০, ২ গি.বা. ডিডিআর-৩ ১,৮৫০ টাকা।))))
এই লাইনটায় ভুল আছে
ধন্যবাদ