আজকে যখনই রেডিও আর টেলিভিশন অন করছি তখনই শুনি আজম খানের গান, তাঁর গুনগান। চ্যানেল আই তো যথারীতি আজম খানের প্রতি শ্রদ্ধা নিবেদনের কালকের আয়োজন টাকে বানিজ্যিক বানিয়ে ফেলেছে সরাসরি সম্প্রচারের নামে। অথচ এই মানুষ টি যখন সিঙ্গাপুর থেকে টাকার অভাবে অর্ধেক চিকিৎসা করেই দেশে ফিরে এলেন নিশ্চিত মৃত্যুর বন্দরে তখন এই চ্যানেল-রেডিও গুলো কি এতুটুকু সাহায্য করতে পারলো না? এই যে এতো ধনী টেলিকম কম্পানীগুলো শখ-সারিকার পেছনে লাখ-লাখ টাকা ফালাচ্ছে তারা কী একটু সাহায্য করতে পারতো না? না করবে কেনো-এতে তো বানিজ্যিক লাভ নেই, এভাবে আরো অনেকেই মারা গিয়েছে চিকিৎসার অভাবে...আজম খান তাদেরই একজন... সাবিনা ইয়াসমিন ও সেই পথের ই যাত্রি হয়ে যাচ্ছিলেন, ভাগ্যের অসীম কৃপায় বেঁচে গেলেন। তবে বাঁচতে পারলেন না আজম খান... এই নিষ্ঠুর মানুষদের সাথে অভিমান করে চলে গেলেন দূরের পথে... হয়তো যাবার সময় একটি গান তার মনে চলছিল..."অভিমানী........."
আজ ধিক্কার জানাই সেই মানুষদের প্রতি...
আমি Partha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইরে টিভি চ্যানেলের কথা আর বইল্লেন না। যা শুরু করছে। হিন্দি চ্যানেলগুলা দেখলে তো নিজেরই লজ্জা লাগে। একদিন ওরা চ্যানেলের লোগো এমন করব যে লজ্জায় নিচু হয়ে থাকবে। আর বাংলাদেশের চ্যানেল তো ওয়েস্টার্ণ কালচার ধরার চেষ্টা করছে। চ্যানেলে চ্যানেলের প্রতিযোগিতা অনুষ্ঠান বের কইরা নিজেরা যেই প্রতিযোগিতা লাগাইছে আর প্রতিযোগিদের ওয়েস্টার্ন পোষাক পরানোর যেই ঢেঊ শুরু হইছে তাদের নিজের ঢেউ এ নিজেরাই একদিন ভেসে যাইব। আর এ ক্ষেত্রে আজম খানরে নিয়া বাণিজ্য করা তো ওদের পান্তা ভাত।
এখন আর কিছু দেখি না। কার্টুন চ্যানেলে টম এন্ড জেরি দেখি। আপনারা সবাই কার্টুন চ্যানেল দেখা শুরু করেন।