প্রিপেইড গ্রাহকদের জন্য গ্রামীনফোন ইন্টারনেট মিনি অফার

টিউন বিভাগ খবর
প্রকাশিত

যারা জানেনা তাদের জন্য আমার এ টিউন আর যারা জানেন তারা দয়া করে পড়বেন না।যারা গ্রামীনফোন ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য গ্রামীনফোন নিয়ে এলো ১৫মেগাবাইট ব্রাউজ, ডাউনলোড করা মিনি অফার।এই অফার টির মেয়াদ কাল চালু হওয়র পর হতে ১৫ দিন পযন্ত।মেয়াদ শেষ হওয়ার পর যদি আপনার ব্যালেন্স থেকে যায় তাহলে অফার টি আপনা আপনি আবার চালু হয়ে যাবে।আর যদি চালু না করতে চান তাহলে মেসেজ অপশনে গিয়ে off লিখে ৫০০০ মেসেজ পাঠালে বন্দ হয়ে যাবে।মেয়াদ থাকা কালিন আবস্থায় ১৫ মেগাবাইট শেষ হয়ে গেলে আপনি আর ইন্টারনেট ইউজ করতে পারবেন না।

আফার টি যে ভাবে চালু করবেনঃ
১,আপনার মোবাইলের মেসেজ অপশনে যান ১৫ টাইপ করুন এবং ৫০০০ নম্বরে পাঠিয়ে দন।
২,মেনুর মাধ্যমে চালু করতে পারেন এজন্য *111*6# এ ডায়াল করুন।
৩,আপনি কতটুক ইউজ করেছেন তা জানতে *566*1# ডায়াল করুন।

অফারটির মুল্যঃ
মাএ ২৯ টাকা+ভ্যাট

ব্যবহারের পরিমাণ বা সময় পার হয়ে গেলে কোন নোটিফিকেশন দেয়া হবে না।আসলে গ্রামীনফোন ইন্টারনেট ইউজ করা ব্যয়বহুল তারপরে সারভিজ ভালো না আর ইউজ না করেও উপাই নাই কারন তাদের নেটওয়াক কভারেজ ভালো।তো এখনি অফার টি ইউজ করতে পারেন। সবাইকে ধন্যবাদ......

সুএঃ গ্রমীনফোন ওয়েব সাইড

Level 0

আমি rasel japan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 983 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার প্রযুক্তি বিষয়ে আনেক আগ্রহ। আমাকে পেতে ইমেল করুন [email protected] ফেসবুক ওয়েবসাইট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

নতুন কিছু চাই

    ধন্যবাদ……..আসলে যারা জানেনা তাদের জন্য

এমন একটা মানুষ দেখান যে বাংলাদেশে থাকে, টেকটিউনস ভিজিট করে এবং এটা জানেনা।

Level 0

পুরাতন জিনিস অনেক আগে থেকেই ব্যবহার করছি ।

Level 0

আপনার টিউন এর চেয়ে মেয়ে টা খুব সুন্দর।তাইনা?

    ধন্যবাদ মুকুট ভাই মেয়ে টাকে পচন্দ হয়েছে নাকি

    মুকুট বাই, কতাটা একেবারে হাছা কইছেন 😉

    Level 0

    এতো কিছু তো বলতে পারবোনা।কারন আমার ………… শুনলে আবার প্রব্লেম করবে।হেহেহেহে

    Level 0

    ভাইজান , আপনার দেয়া ছবিটি আপনার টিউনের অপ্রাসঙ্গিক। আর সস্তা টিউন করার চেয়ে নতুন কিছু আবিস্কার করুন যেন সকলেই লাভবান হতে পারি । আর আপনার প্রায় সবগুলো টিউন একি ধাচের যেমন : রবি নিয়ে এল সাপ্তাহে ৭টিন ইন্টারনেট , গ্রামীনের মিনি প্যাক, ইত্যাদী ……………………………

    সুতরাং টিউনে পরিবর্তন আনুন , যেন নতুন ,পরাতন সকলেই কিছুটা উপকৃত হতে পারে । আপনাকে ধন্যবাদ।।

    @eng.prince ভাই আপনার মুল্যবাদ মতামতের জন্য আনেক ধন্যবাদ…….

    Level 0

    😛 😛 😛 😛 😛 😛 😛 আমার কাছে মবিল নম্বর আসে দিমুনি ভাই ভাবি জানতেও পারবেনা 😀 😀

    Level 0

    মবিল এর নাম্বার আছে?আগে জানতাম না তো।!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Level 0

hahahahahahhaaaa….jara new for net only tader jonnooooo.

হায়রে মোবাইল অপারেটর ,
এইখানে দেখেন https://www.techtunes.io/mobileo/tune-id/73849/

    sarowar_eee ভাই এ টিউন গুলো করি সবাই যাতে এয়ারটেল কে পরিহার করে গ্রমীনফোন ,রবি ইউজ করে।ভারতিয় কোন কোম্পানি আমাদের দেশে দেখতে চাইনা।আপনি জানেন প্রায় কোটি টাকা কর ফাকি দিয়ে এরা বাংলাদেশে ব্যবসা করে।আমারা বিদুৎ পাইনা আর ২০৫ টি টাওয়ারে নিরবিচ্ছিন্ন বিদুং দেওয়া হচ্ছে ।আমাদের দেশের কোন টিভি চেনেল তারা দেখায় না আর তাদের দেশের সব চেনেল আমাদের দেশে চলে।সবার কাছে আনুরোধ এয়ারটেল বজন করুল।

ভাই গ্রামিন ফোনের কি বিজ্ঞাপন দিলেন কি?

    আপনার যা মনে হয় ধন্যবাদ তৌফিক ভাই………..

time lose

ভাইয়া এইসবগুলি থেকে ভাল আমার রবির ২০ মেগা/একদিন মাত্র ৫+ভ্যাট=৬ টাকা ।একটিভ কলতে *8444*25# ।আমি এইটা প্রতিদিন ১১.৫০ টাকার নেই তারপর জমিয়ে লাইভ বাংলা টিভি দেখি http://www.bdsongclub.tk এখান থেকে ।

    Level 0

    রবি ব্যবহার করিনা তবে শুনেছি রবির নেট স্পিড গরুর গাড়ি থেকেও স্লো ।

    @Jabed bhoiyan ভাই @ champ ভাই ধবন্যবাদ মন্তব্যর জন্য………

    Amio robi use kori but 11 taka dia na.sonibar 25 vat dia 100 mb kini r pura week joshly use kori.

ভাই টিউন করার আর কিছু পাইছিলেনা!!!!!!! গ্রামীনফোন তো ডাকাত…ওরা তো জোঁেকর মত গ্রাহকের টাকাগুলো চুষে চুষে খাচ্ছে…অন্য অপারেটর ওদের থেকে কতইনা ভাল..যেমন সিটিসেল, রবি, এয়ারটেল..

    Level 0

    ওদের প্রধান অস্ত্র হলো নেটওয়ার্ক কাভারেজ।যেটা অন্য কোম্পানির নেই।তাই আমাদের কুরে কুরে খাচ্ছে।

    Mukut ভায়ের সাথে একমত

    মুকুট ভাইয়ের সাথে আমি ও একমত

ভাই, ভালো সার্ভিস একমাত্র গ্রামীণ দিচ্ছে । পুরো বাংলাদেশের বেশিরভাগ জায়গায় গ্রামীনের নেটওয়ার্ক আছে। তাই সার্ভিস একটু ব্যায়বহুল , তা স্বীকার করছি। আর এয়ারটেলের ব্যাপারে বলছি , কোন জিনিস ভারতীয় হলেই বর্জন করতে হবে, এমন হলে আমাদের না খেয়েই থাকতে হবে, কারণ অধিকাংশ পন্য আমরা ঐ দেশ থেকেই আনি। আমি যা বলতে চাচ্ছি, যার ইচ্ছা সে ব্যবসা করুক, আমরা যেন আমাদের নাজ্য পাওনা বুঝে পাই,

    গ্রামীন ফোন তো টেলিনর – নরওয়েজিয়ান কোম্পানি। নরওয়ে একসময় সাহায্য (আসলে পড়ুন উচ্চ হারে ঋণ দিয়ে) আমাদের রেলওয়ের টরেটক্কার লাইনগুলোতে সব অপটিক্যাল ফাইবার বসিয়ে দিয়েছিলো। এরপর টেলিনর ঐদেশীয় হওয়ায় ঐ লাইনটার বেশিরভাগ ব্যান্ডউইড্থ লিজ নিয়েছে। ফলে গ্রামীনের নেটওয়র্ক ছড়িয়ে পড়েছে দ্রুতগতিতে। কারণ শুধু লোকাল টাওয়ার দিয়ে লোকাল এলাকা কাভার করে, কিন্তু দেশের অন্যপ্রান্তে ডেটা পাঠানোতে ব্যবহার হয় রেলওয়ের নেটওয়র্ক। অন্য অপারেটররা এই কাজে তাদের টাওয়ারগুলোকেই ব্যবহার করতে বাধ্য হয়। কাজেই গ্রামীনের সার্ভিস ব্যয়বহুলের জন্য ওদের খরচ বেশি হয় – এটা ঠিক না। আর ঠিক হলে বছরে বছরে সর্বোচ্চ ট্যাক্স দিয়ে ওরা ৮০০ মিলিয়ন ডলার করে লাভ নিয়ে যেতে পারতো না। কোনরকম যুদ্ধ বা রক্তপাত ছাড়াই আমাদের দেশের লোকদেরকে উচ্চ বেতন দিয়েও এই টাকা বা সম্পদ তারা আপোষে নিয়ে যাচ্ছে।

    প্রশ্ন করতে পারেন তাহলে দেশী টেলিটক কী করেছে– টেলিটক যদি একই উচ্চ বেতন দিয়ে সেই প্রকৌশলীদের রাখতো, একই ইনভেস্ট করতো তাহলে তো বছরে সেই ৮০০ মিলিয়ন ডলার দেশের সম্পদে যোগ হত … … — এগুলো পলিটিক্স; টেলিটকের কেউ এর চেয়ে যুগান্তকারী পদক্ষেপ নিতে চাইলে ওসব দেশের কুটনৈতীক মিশন তাদেরকে হয় প্রমোশন দিয়ে অন্য কোথাও সরিয়ে দেয় নাহলে বিপদে ফেলে। এগুলোকে ইকোনমিক স্যাবোটজ বলা হয়। রাজনৈতীক নেতা হিসেবে যতদিন সত্যিকারের দেশপ্রেমিক এবং সুক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন কেউ না আসবে ততদিন এভাবে আমরা শোষিত হয়ে যাব।

    Level 0

    কেনো বর্জন করবো?তারা যদি বাংলাদেশ এ ইনভেস্ট না করতো তাহলে আমাদের আর মোবাইল ব্যবহার করতে হতোনা।এটা শুধু এয়ারটেল এর জন্য না।সকল মোবাইল কোম্পনাই তো বাইরের।

    ধন্যবাদ শামীম ভাইকে নিদারুন সত্য তুলে ধরার জন্য। সত্যি নোংরা রাজনীতির জন্য আমাদের এই সোনার দেশটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। …… 🙁

    নাজ্য পাওনা বুঝে পাচ্ছি না তো কোন অপারেটরই দেয়না।@matrixboy ভাই ধন্যবাদ

    শামীম ভাই রাজনৈতীক নেতা কথা বলেইনা তারা দুরনীতিনিয়ে আছে দেশের কথা ভাবে না

রবির ৫টাকায় ২০MB কিভাবে চালু ,বন্ধ এবং ব্যালেন্স চেক করে জানতে চাই। কেও জানলে বলবেন প্লিজ।

    Bakhtiar hasan ভাই আপনি @eng.prince ভাই বলে দিয়েছে আমি আর বল্লাম না ধন্যবাদ

Level 0

dial *8444*25# offer only for Friday & Saturday ..
dial *8444*20# for 20 mb
dial *8444*81# for 10mb

    Level 0

    ভাই, আমার একতা নরমাল মদেম আছে তাতে APN no. , User name and Password input করতে হয়। রবি র জন্য এসব কি লিকতে হয় যানালে খুশি হব।

Level 0

আমার আর কিছু বলার নাই। সব comment এর সাথে একমত

এটাতো p7 প্যাকেজ….

    Level 0

    জী ভাই , এটা অর্ধেকটা p1 আর অর্ধেকটা p7 এর নিয়ম।

Level 0

hahahahhaha বিশাল মিসটেক ! ভাইজান হুদাহুদি প্যাচ লাগাইয়া দিছে……….আফনে ২নং নিয়মটি চেক করে দেহেন তো ???

(To subscribe to Minipack 15MB, type 15 and send SMS to 5000 or Dial *500*7# and follow the instructions. To check usage type info and send SMS to 5000 or dial *500*60#.)

আফনে যেটা দিয়েছেন হেইটা p1 আর নিয়ম।

বাই ,দয়া হরে ভুলটুকু হুদরাইয়া দিয়েন, বহুত ফাইদা হইবো , আফনাকে ধন্যবাদ।।

    Level 0

    বাই for ur kind information ……………(Type P1 and send to 5000 to activate this Package or Dial *111*6# and follow the instructions. NO NOTIFICATION will be given in case of crossing 10MB usage. To check usage type info and send to 5000 or Dial *577*5#.

    * Fair Usage Policy is applicable.

    বাই ,দয়া হরে ভুলটুকু হুদরাইয়া দিয়েন, বহুত ফাইদা হইবো , আফনাকে ধন্যবাদ।।

Level 0

শামীম @ রাজনৈতীক নেতা হিসেবে যতদিন সত্যিকারের দেশপ্রেমিক এবং সুক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন কেউ না আসবে ততদিন এভাবে আমরা শোষিত হয়ে যাব। আপনার এ কথার সাথে একমত তবে রাজনৈতীক নেতাদের চেয়ে সাধারণ মানুষের দোষ কম কিষে? এরা একটা সিগারেট পাইলে পাচাটা কুকুরের চেয়েও অধম হয়ে যায়। এরাই তো ভোট দিএ এসব নেতা বানায়। যতদিন এরা সচেতন না হবে ত ত দিন এ সবি হবে। সেই সুদিনের অপেককহ্যায়।

অনেক আগে থেকে জানি ভাই। আবার জানানোর জন্য ধন্যবাদ

http://www.amarputhia.com