আজ রাতে New Seven Wonders এর শীর্ষ আটাশটি স্থানের নাম ঘোষনা করা হয়। এতে দীর্ঘদিন শীর্ষে অবস্থান করা কক্সবাজার অপ্রত্যাশিতভাবেই অপেক্ষমান তালিকায় স্থান পায় যা এক অর্থে বাদ পড়ার শামিল। তবে সর্বশেষ লাইভ রেজাল্টেও কক্সবাজার ছিল দ্বীতিয় স্থানে। কিন্তু কিছুটা পেছনে থাকা সত্বেও শীর্ষ আটাশের তালিকায় স্থান পায় সুন্দরবন।
এই শীর্ষ আটাশ থেকে আবার নির্বাচন করা হবে শীর্ষ সাত প্রাকৃতিক সপ্তাশ্চর্য। এ লক্ষ্যে আজ থেকেই আবার ভোট গ্রহন শুরু হচ্ছে যা চলবে আরো দুই বছর একটানা। ভোট দেয়ার জন্য এ্যাড্রেস সেই একই http://www.new7wonders.com । দেখা যাক এতে বাংলাদেশের প্রাকৃতিক স্থানগুলো অথবা স্থানটি থাকতে পারে কিনা।
টিউনটির সুত্রঃ http://www.earnbd24.co.cc
টিউনটির সুত্রঃ http://www.bdweb7.com
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দুঃখজনক