মাত্র ১৪ বছর বয়সে Zend Ceritied Engineer হয়ে বিশ্বের সব থেকে কম বয়সী ZCE হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশের তাউস।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বাংলাদেশে ২০০৬ সাল থেকে আজ পর্যন্ত ZCE পরীক্ষা দিয়ে বিভিন্ন সময়ে উত্তীর্ন হয়েছেন ৩৪ জন। তার মধ্যে সব থেকে ছোট অর্থাৎ কম বয়সে পরীক্ষা দিয়ে উত্তীর্ন হয়েছে বাংলাদেশের শেহ্‌যাদ নূর তাউস। সে শুধু বাংলাদেশ নয় বিশ্বের সব থেকে কম বয়সী Zend Certified Engineer হওয়ার গৌরব অর্জন করলো। তাউস এর বয়স ১৪ বছর এবং পুর্বে সব থেকে কম বয়সী যে ছিলো তার বয়স ছিলো ১৭ বছর।

বিস্তারিত বলার আগে ZCE সম্পর্কে জেনে নেওয়া নিনঃ এটার পুর্ন নাম Zend Certified Engineer । মুলত পিএইপি ভাষাটি প্রথম ডাচ নাগরিক Rasmus Lerdorf অবতারণা করেন। পরে ইজরাঈলী দুই ছাত্র Zeeve Suraski আর Andi Gutmans একে এর বর্তমান রূপ দেন তাদের নামানুসারে পিএইচপি কোম্পানি'র নাম হয়েছে জেন্ড(Zend) ।

আমার ব্যাক্তিগত সম্পর্ক থেকে তাউস সম্পর্কে কিছু জেনে নিনঃ বেশ কয়েক দিন ধরেই আমাকে বলছিলো যে ZCE পরীক্ষা দিবে। এবং পরীক্ষার আগের দিন অর্থাৎ গত কাল ও আমার সাথে কথা হলো এবং দোয়া চাইলো। আমি তখন তাকে বললাম যে, সে ১০০% পাস করবে। কারন তার উপর আমার আস্থা এবং বিশ্বাস অনেক আগে থেকেই ছিলো। এত অল্প বয়সে তার এত উচ্চ মেধা সম্পর্ন প্রোগ্রামার আমি খুব কমই দেখেছি। তাও আবার আমাদের বাংলাদেশে। যাই হোক গত কাল 28th May 2011 তে পরীক্ষা দিয়ে এবং রেজাল্ট পেয়েই আমাকে জানালো এবং তখন সত্যিই খুব ভালো লাগলো কারণ আমি তো সব সময় উৎসাহ দিয়েছি। তবে তার পাশা-পাশি সব থেকে বেশি যিনি অনুপ্রেয়না দিয়েছেন তিনি হচ্ছেন হাসিন হায়দার।উনাকে হয় তো সবাই চিনেন। উনি বাংলাদেশের মধ্যে সর্ব প্রথম ZCE হওয়ার গৌরব অর্জন করেছিলেন ২০০৬ সালে।(Dec 4th, 2006)। তাউস এর এই ZCE হওয়ার পেছনে তার অনুপ্রেয়না সব থেকে বেশি ছিলো।

কে এই তাউস??
আপনারা হয় তো অনেকেই এই তাউস কে কিছুটা হলেও চিনেন। কারণ এখান থেকে দেড় বছর আগে সে Searchw3 নামের একটি মেটা সার্চ ইঞ্জিন বানিয়েছিলো। এবং যেটা নিয়ে ব্লগ এবং পত্র-পত্রিয়কায় ব্যাপক আকারে লেখা-লেখিয় হয়েছিলো যে, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রি মিতানুর এর ছেলে বানালো সার্চ ইঞ্জিন যা কিনা গুগল এর থেকেও শক্তিশালী। এই ধরনের নিউজ পত্রিকা তে ছাপা হয়েছিলো। অবশ্য সেটা ছিলো সাংবাদিক এবং মিডিয়ার একটু বাড়াবাড়ি। তবে এটা না বুঝেই সাধারন মানুষ এই ব্যাপার টা নিয়ে ব্লগে অনেক নেভেটিভ পোস্ট করেছিলো এবং তারা এই টুকু বাচ্চার কৃতত্ব কে সেই সময় স্বীকৃতি দেওয়া তো দূরে থাক সামান্য উৎসাহ টুকুও দেয়নি। আর সেই তাউস আজ বিশ্বের সব থেকে কম বয়সী ZCE হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলো।

আসুন আমরা সবাই তাউস কে অভিনন্দন জানায় ও দোয়া করি এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

লেখাটি উৎসর্গ করলাম তাউস কে।

Level 0

আমি সাইফুর রহমান সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই zce ki?? bistarito bolben ki ?

অভিনন্দন তাউস কে।ইনশাআল্লাহ্‌ এদের হাত ধরেই আমরা তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাব এবং ভবিষ্যতে বাংলাদেশকে সত্যিকার ডিজিটাল বাংলাদেশে পরিনত করব। 8)

আমার এক কাজিন ও জেন্ড সার্টিফাইড ইঞ্জিনিয়ার।৩৪ জনের ভিতরে উনিও একজন জেনে ভাল লাগল।পরীক্ষার পরে ইনশাআল্লাহ্‌ পি এইচ পি শুরু করব।

Level 0

শুনে খুব ভালো লাগলো

তাউস-কে শুভেচ্ছা…

অভিনন্দন তাউস কে। তাউস-কে শুভেচ্ছা টিটি পরিবারের পক্ষ থেকে।
শুনে খুব ভালো লাগতেছে। ধন্যবাদ এমন একটা নিউজ শেয়ার করার জন্য।

তাউসকে অভিনন্দন…

Level 0

sorry ZCE ki??????

অভিনন্দন তাউস কে ।

@লেখক ,

ZCE সম্পর্কে আরো জানতে চাই । এই সম্পর্কিত লিঙ্ক থাকলে উল্লেখ করুন । বিশেষ করে বাংলায় ZCE সম্পর্কে কোন টিউটোরিয়াল বা ফিচার থাকলে লিঙ্ক দিবেন । ধন্যবাদ ।

আমার পক্ষ থেকেও অভিনন্দন এবং দোয়া রইল।
আমি তার উজ্জ্বল ভবিশ্যত কামনা করছি।
আর সাইফুর রহমান ভাইকে ধন্যবাদ বিষয়টা উপস্থাপন করার জন্য।

    আর ZCE কি আরো পরিষ্কার করে বললে ভাল হইত বিষয়টা আমিও ঠিক মতন জানিনা।

    আপনাকেও ধন্যবাদ।
    Zend কোম্পানী থেকে পরীক্ষা দিতে হয়। তারপর পাস করলে ZCE এর সার্টিফিকেট দিবে। অবশ্যই PHP ল্যাঙ্গুয়েজ এর উপর পরীক্ষা দেওয়া লাগে। ZCE করলে অনেক ভালো চাকুরিও পাওয়া সম্ভব। তাউস এর পোস্ট টি পড়ে দেখতে পারেন http://universalthinker.wordpress.com/2011/05/30/zend-certified-engineer-on-php/

দারুন খবর। শুনে খুব ভাল লাগল।

Level 0

ওহ দারুন খাবর তাউসকে অনেক অনেক শুভেচ্ছা। অথচ দেড় বছর আগে এই তাউসকে নিয়ে ব্লগে পাবলিক কি কান্ড টাই না করল।
এ ধরনের মেধা সম্পন্ন শিশু খুব কম পাওয়া যায় যাকে বলে গড গিফটেট চাইল্ড। বিদেশে এধরনের শিশুদের জন্য আলাদা স্কুলের ব্যাবস্থা আছে। 🙂

    ধন্যবাদ।। দেড় বছর আগের কথা মনে আছে তা হলে? 🙂 যাই হোক বাংলাদেশের পাব্লিক এর পুর্বের আচারনের কারনে এই পোস্ট করার ব্যাপারে তার কোন আগ্রহই ছিলো না। কিন্তু ভাবলাম এত ভালো একটা খবর সবার সাথে শেয়ার করা উচিত। তাই পোস্ট করলাম।

খুবই ভালো লাগছে খবরটি শুনে।
অভিনন্দন তাউস।
আর ধন্যবাদ সাইফুর রহমান ভাইকে।

অনেক ধন্যবাদ আপনাকে। খুবই ভালো লাগছে খবরটি শুনে।
অভিনন্দন তাউস। চালিয়ে যাও তাউস ভাই, আমরা আছি তোমার সাথে।

Level 0

God gifted talent…
May Allah bless this boy…..

শুভেচ্ছা রহিল তাউসের জন্য।ভাই তাউসের একটা ছবি দিলে ভালো হতো।আর আমিও সবার সাথে একমত পোষন করতেছি,ZCE বিষয়টি একটু Clear করে বললে বিষয়টি বুঝতে পারতাম।ও হ্যাঁ আর একটি কথা,ZCE তে কী আমি বা সবাই পরিক্ষা দিতে পারবো।

    ধন্যবাদ। ছবি দেওয়ার চেষ্টা করবো।
    ZCE তে পরীক্ষা সবাই দিতে পারবে তবে সেটা সহজ কোন ব্যাপার নয়। অবশ্যই PHP সম্পর্কে খুব ভালো ধারনা থাকতে হবে।

Level New

নতুন প্রজন্মের কাছে এগুলো আশা করা যেতেই পারে।
খুব ভালো লাগছে খরবটি শুনে।
অভিনন্দন তাউস ! ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাও তুমি।
ধন্যবাদ সাইফুর ভাই তথ্যটি জানানোর জন্য।

Level New

দোয়া রইল তার জন্য

অভিনন্দন শেহজাদ নুর তাউস কে। তার জন্য দোয়া রইল।

তাউস এর জন্য শুভ কামনা রইল।

Level New

বুকের মাঝে অশ্রু গড়ানো সংবাদ সকলের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

তাউসের জন্য রইল অনেক অনেক শুভ কামনা ।
আশা এবং কামনা করি আমাদের এই অনগ্রসর দেশকে তুমি অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ।

অভিনন্দন তাউস কে

Level 0

অভিনন্দন রইলো…..

অভিনন্দন অভিনন্দন অভিনন্দন।

বাহ ! করেছে কি ! আমি তাহলে জুমলা শিখেই ছাড়ব। ইন্সপিরেশন পেলাম

    হুমম… জুমলা আর ওয়ার্ডপ্রেস খুবই সহজ। খুজলে অনেক বাংলা টিউটোরিয়ালও পাওয়া যাবে।

    আচ্ছা ভাইয়া, জুমলা শিখে কি ফ্রিল্যান্সিং (freelancer.com , odesk) এ কাজ করে handsome income করা সম্ভব? আমি বেশ আগ্রহী।
    ১. নতুনরা কাজ কেমন পায়?
    ২. ওয়েবসাইট বানাতে সাধারনত কত পাওয়া যায়? ফ্ল্যাশ, জাভা ছাড়া।
    ৩. পে-আউট প্রসেস কেমন ? জটিল না তো?
    ৪. *** আমি এদেশে কাকে পাব যিনি এ কাজে আমাকে help করবেন?

    Odesk বা Freelancer সাইট এ কাজ করার অভিজ্ঞতা, সময় আর ধৈর্য কোনটাই আমার নেই। 🙂 অবশ্য অ্যাকাউন্ট খোলা আছে, তবে কখনো কাজ করা বা খোজার সময় হয়নি। তবে যারা ZCE তাদের কাজ পেতে অনেক সুবিধা হয়। এবং অনেক দামী কাজও পায়। PHP জানলে খুব ভালো ভালো কাজ পাওয়া এবং করা সম্ভব। তবে জুমলার কাজও আসে। কাজ পাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। টেকটিউনসের অনেকেই ওখানে কাজ করে। আপনি তাদের হেল্প নিতে পারেন। সাহায্য বিভাগে একটি পোস্ট করতে পারেন। আর শেষ মেশ কাজ না হলে আমাকে বলতে পারেন। দেখি কিছু করতে পারি কিনা। 🙂

    আমাকে জানাবেন? প্লিজ?

এরাই দেসের গোওরব

সত্যিই অভাবনীয় সাফল্য। হৃদয়ের অন্তস্থল থেকে তার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।
আপনকেও ধন্যযোগ খবরটি শেয়ার করার জন্য। তাকে দেশবাসীর সামনে তুলে ধরার জন্য। 🙂

অভিনন্দন তাউস কে, তাকে আমরা টেটি তে চাই। তার কাছে গুরুত্ত্বপুর্ন টিউন ও চাই।

ছোটবেলা থাইক্কা যদি কম্পিউটারটা পাইত, তাইলে ১৪ বছর কেন? , বাংলাদেশের ছেলেরা আরো আগে পাশ দিয়া দিত।

taus er num ta plz send me..ami or news ta amar it page ee sunday publish korte chai…rana
bhorer kagoj > 01911628099

    হুমম… চাইলে এই টিউন থেকে ইনফর্মেশন নিয়ে পাব্লিশ করতে পারেন। তবে আপনার সাথে যোগাযোগ করা হবে।

দারুন শুরু।
Be great…………