বাংলাদেশে ২০০৬ সাল থেকে আজ পর্যন্ত ZCE পরীক্ষা দিয়ে বিভিন্ন সময়ে উত্তীর্ন হয়েছেন ৩৪ জন। তার মধ্যে সব থেকে ছোট অর্থাৎ কম বয়সে পরীক্ষা দিয়ে উত্তীর্ন হয়েছে বাংলাদেশের শেহ্যাদ নূর তাউস। সে শুধু বাংলাদেশ নয় বিশ্বের সব থেকে কম বয়সী Zend Certified Engineer হওয়ার গৌরব অর্জন করলো। তাউস এর বয়স ১৪ বছর এবং পুর্বে সব থেকে কম বয়সী যে ছিলো তার বয়স ছিলো ১৭ বছর।
বিস্তারিত বলার আগে ZCE সম্পর্কে জেনে নেওয়া নিনঃ এটার পুর্ন নাম Zend Certified Engineer । মুলত পিএইপি ভাষাটি প্রথম ডাচ নাগরিক Rasmus Lerdorf অবতারণা করেন। পরে ইজরাঈলী দুই ছাত্র Zeeve Suraski আর Andi Gutmans একে এর বর্তমান রূপ দেন তাদের নামানুসারে পিএইচপি কোম্পানি'র নাম হয়েছে জেন্ড(Zend) ।
আমার ব্যাক্তিগত সম্পর্ক থেকে তাউস সম্পর্কে কিছু জেনে নিনঃ বেশ কয়েক দিন ধরেই আমাকে বলছিলো যে ZCE পরীক্ষা দিবে। এবং পরীক্ষার আগের দিন অর্থাৎ গত কাল ও আমার সাথে কথা হলো এবং দোয়া চাইলো। আমি তখন তাকে বললাম যে, সে ১০০% পাস করবে। কারন তার উপর আমার আস্থা এবং বিশ্বাস অনেক আগে থেকেই ছিলো। এত অল্প বয়সে তার এত উচ্চ মেধা সম্পর্ন প্রোগ্রামার আমি খুব কমই দেখেছি। তাও আবার আমাদের বাংলাদেশে। যাই হোক গত কাল 28th May 2011 তে পরীক্ষা দিয়ে এবং রেজাল্ট পেয়েই আমাকে জানালো এবং তখন সত্যিই খুব ভালো লাগলো কারণ আমি তো সব সময় উৎসাহ দিয়েছি। তবে তার পাশা-পাশি সব থেকে বেশি যিনি অনুপ্রেয়না দিয়েছেন তিনি হচ্ছেন হাসিন হায়দার।উনাকে হয় তো সবাই চিনেন। উনি বাংলাদেশের মধ্যে সর্ব প্রথম ZCE হওয়ার গৌরব অর্জন করেছিলেন ২০০৬ সালে।(Dec 4th, 2006)। তাউস এর এই ZCE হওয়ার পেছনে তার অনুপ্রেয়না সব থেকে বেশি ছিলো।
কে এই তাউস??
আপনারা হয় তো অনেকেই এই তাউস কে কিছুটা হলেও চিনেন। কারণ এখান থেকে দেড় বছর আগে সে Searchw3 নামের একটি মেটা সার্চ ইঞ্জিন বানিয়েছিলো। এবং যেটা নিয়ে ব্লগ এবং পত্র-পত্রিয়কায় ব্যাপক আকারে লেখা-লেখিয় হয়েছিলো যে, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রি মিতানুর এর ছেলে বানালো সার্চ ইঞ্জিন যা কিনা গুগল এর থেকেও শক্তিশালী। এই ধরনের নিউজ পত্রিকা তে ছাপা হয়েছিলো। অবশ্য সেটা ছিলো সাংবাদিক এবং মিডিয়ার একটু বাড়াবাড়ি। তবে এটা না বুঝেই সাধারন মানুষ এই ব্যাপার টা নিয়ে ব্লগে অনেক নেভেটিভ পোস্ট করেছিলো এবং তারা এই টুকু বাচ্চার কৃতত্ব কে সেই সময় স্বীকৃতি দেওয়া তো দূরে থাক সামান্য উৎসাহ টুকুও দেয়নি। আর সেই তাউস আজ বিশ্বের সব থেকে কম বয়সী ZCE হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলো।
আসুন আমরা সবাই তাউস কে অভিনন্দন জানায় ও দোয়া করি এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
লেখাটি উৎসর্গ করলাম তাউস কে।
আমি সাইফুর রহমান সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই zce ki?? bistarito bolben ki ?