বিশ্বের যে কোন জায়গায় ফ্রিতে MMS পাঠান কোন প্রকার সাইন আপ ছাড়া

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আজ একটা থিমের উপর ঘুরতে ঘুরতে এমন একটা সাইট পেলাম যেখান থেকে বিশ্বের যে কোন দেশে সম্পুর্ন ফ্রিতে MMS পাঠনো যাবে কোন প্রকার সাইন আপ প্রসেস ছাড়াই। এমন কি এই সাইটের মাধ্যমে আপনি ইমেজ ছাড়াও যে কোন ডকুমেন্ট, ভিডিও এবং অডিও পাঠাতে পড়বেন। আর একটা কথা ফাইল সাইজ সর্বোচ্চ ৫০০০ কেবি হতে পারবে। এখনে একটা কথা হচ্ছে আপনি যার কাছে MMS টা পাঠাবেন সে একটা টেক্সট মেসেজ সহ MMS টার লিংক পাবে। যেই লিংকটাতে ভিসিট করে সে MMS টা দেখতে পারবে অথবা ডাউনলোড করে নিতে পারবে।

free mms service

আচ্ছা আসুন দেখা যাক কিভাবে পাঠাবেন ফ্রি MMS কোন প্রকার সাইন আপ করা ছাড়াই...

• প্রথমে http://seasms.com/ সাইট টাতে যান টার পর বাম দিকে দেখুন FREE MMS অপশনটা আছে। ওখান থেকে Choose File এ ক্লিক করে আপনার ফাইলটা সিলেক্ট করে Send MMS এ ক্লিক করুন (নীচের ছবির মতো)।

free mms

• আপলোড হয়ে গেলে এখন ডান পাশে দেখুন ((নীচের ছবির মতো) আপনাকে জোন সিলেক্ট করতে বলবে। আপনি যে দেশে MMS পাঠাতে চান সেটাতে ক্লিক করুন।

free mms sms

• নিচের দিকে এখন একটা ফ্লাশের নতুন Screen আসবে । যেটাতে আপনাকে আপনার Operator, Message, Your Name, এবং মোবাইল নাম্বার দিন। এবং সেন্ড বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ।

কিছুক্ষণের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত মানুষটি আপনার পাঠানো টেক্সট মেসেজ সহ MMS টার লিংক পাবে। যেই লিংকটাতে ভিসিট করে সে MMS টা দেখতে পারবে অথবা ডাউনলোড করে নিতে পারবে।
(আমি ইমেইজ এভাবেই দিতে পছন্দ করি তাই এক সাইডে দিলাম)

ধন্যবাদ সবাইকে সময় নিয়ে টিউনটা পড়ার জন্য। আশা করি আপনাদের কাজে লাগবে।

Level 0

আমি আবু তাহের সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 1212 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তাহের অনলাইন উদ্যোক্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্রেটেজিস্ট হিসাবে কাজ করছি দীর্ঘ ১দশক যাবত। ২০১৭'তে প্রতিষ্ঠা করি ' আওয়ামাহ টেকনোলজিস লিমিটেড ' বর্তমানে এর প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে কর্মরত। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ইংরেজি ব্লগ 'ক্লিক করুন' । ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks. jodi direct mms jaito valo hoito 🙁

    ধন্যবাদ আপনাকে। শখের বসেই টিউন টা দিলাম।

Level 0

যাদের নেট কানেকশন নেই তারা এটা কিভাবে দেখবে ? সরাসরি MMS পৌছে যাবে এমন কোন সাইট জানা থাকলে শেয়ার করুন প্লিজ ।

    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আর ভাই একটা কথা নেট কানেকশন ছাড়া কোন ভাবেই MMS পাওয়া যাবে না। কিছু কিছু সেটে অটোমেটিক নেট কানেক্ট হয়ে যায় mms টা দেখার সময় তার পরও তো নেট কনফিগার করা থাকতে হয়। হয়তো । আর MMS টা কিন্তু সরাসরিই পৌছে যাবে যা দেখতে বা ডাউনলোড করতে হবে নেট কানেক্ট করে। ধন্যবাদ আপনাকে।

Level 0

kaj korle jotil…….z

    অবশ্যই কাজ হওয়ার কথা। দেখুন ট্রাই করে…

jader net ache tader ei poddotir dorkar hobe mone hoi. shondor tune korar jonno "DHONNOBAD"

    jader net ache tader ei poddotir dorkar hobe NA mone hoi. shondor tune korar jonno "DHONNOBAD"

    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Level 0

kaj hossena

    কাজ হওয়ার কথা। এতো নাম করা সাইট, ফেক তো হতে পারেনা।
    আর একবার চেক করে দেখেন আশা করি সব ঠিকঠাক থাকলে হয়ে যাবে।
    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Level 0

Kaje lagbe

    আপনাদের কাজে লাগলেই আমার লেখাটা সার্থক।
    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

ভাল টিউন।

    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
    ভালো থাকবেন।

চমৎকার… 🙂

    অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
    ভালো থাকুন।

Level 0

কাজ হইলে আপনার জন্য ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০ চুমু আমার তরফ থেকে

    কি কইলেন ভাই এইসব !!!
    কাজ হওয়ার কথা। এতো নাম করা সাইট, ফেক তো হতে পারেনা।
    একবার চেক করেই দেখেন না আশা করি সব ঠিকঠাক থাকলে হয়ে যাবে।
    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Level 0

ভাল জিনিশ ভাই কিন্তু এইটা যদি সরাসরি ফোনে চলে জেত ভাল হত। ফোণে যদি কারো নেট থাকে তাহলে সে ফেসবুক use করে। r FB ইউজার দের কাছে জিনিশ টা অর্থহীন (amar kache mone hoy)
thanx 4 tune

    ভাই আমি ও জানি সেটা।
    এটা অফটপিকস সামনে পাইছি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।
    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

অনেক কাজের………।