অফিসের সহকর্মী আপনার মনের মত না হলে কি করবেন???

টিউন বিভাগ খবর
প্রকাশিত

কী করবেন

*এক জায়গায় যখন কাজ করতেই হবে তখন অকারণে পারস্পরিক সম্পর্ক নষ্ট করে কোনো সুবিধা হবে না। যখন জানেনই আপনার সহকর্মী আর দশজনের মতো নয়, সে ক্ষেত্রে যতটা সম্ভব মানিয়ে চলাই ভালো।

*একসঙ্গে কাজ করলে সব সহকর্মীর মধ্যেই একটা সখ্য গড়ে ওঠে। তবে আপনার সহকর্মী যদি কারও সঙ্গেই মিশতে না চান, তা হলে নিজে থেকে গিয়ে তার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজনই নেই। কাজের প্রয়োজনে যতটুকু কথা বলা দরকার ততটুকুই বলুন।

*যদি মনে হয়, আপনি তার ঔদ্ধত্যের সঙ্গে কোনোভাবেই মানিয়ে নিতে পারছেন না এবং সাধারণ অফিসিয়াল কথা বলতে গেলেও আপনাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, তাহলে কিছুদিন অন্য কারও মাধ্যমে আপনার প্রয়োজনের কথা ওই সহকর্মীকে জানান। আরও একটি ভালো উপায় আছে। অফিসিয়াল ই-মেইলেরও সাহায্য নিতে পারেন এ বিষয়ে। এমনকি এসএমএস বা ফেসবুকে চ্যাটকরে জানাতে পারেন। এতে কাজও হবে আবার সহকর্মীর সঙ্গে সামনাসামনি ইন্টারঅ্যাক্টও করতে হবে না।

*আপনার সহকর্মী যদি পদমর্যাদা এবং বয়সে আপনার চেয়ে ছোট হন, তাহলে তাকে বোঝানোর চেষ্টা করুন, অফিসের সবার সঙ্গে এ রকম ব্যবহার করলে ক্ষতিটা আসলে তারই হবে। ধীরে ধীরে সবার কাছে সে অকারণে বিরক্তির পাত্র হয়ে উঠবে। তবে একটি কথা মাথায় রাখার চেষ্টা করবেন, এসব কথা কখনো কোনো তৃতীয় ব্যক্তির সামনে তাকে বলবেন না। এতে আপনার সহকর্মী অপমানবোধ করতে পারেন। বিশেষ করে অফিসের পিয়নের সামনে কখনো তার সঙ্গে রাগারাগি করবেন না। এতে ওর জেদ ও ঔদ্ধত্য আরও বেড়ে যেতে পারে এবং হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি।

*কিন্তু আপনার সহকর্মী যদি পদমর্যাদা এবং বয়স দুটোতেই আপনার চেয়ে বড় হন, তাহলে তার সঙ্গে সরাসরি এ বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। এতে কমপ্লিকেশন আরও বেড়ে যাবে। যদি তার উদ্ধত ব্যবহার একেবারেই সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তাহলে এ বিষয়ে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করুন। কিন্তু দৃষ্টি আকর্ষণের আগে অবশ্যই তাকে এ বিষয়ে বোঝানোর চেষ্টা করুন। প্রয়োজনে তার সঙ্গে খোলামেলা আলোচনা করুন।

অনেক সময় কোনো কোনো মানুষ নানা কারণে নিজের অজান্তেই এমন উদ্ধত ব্যবহার করেন। তাই আগে জানার চেষ্টা করুন আপনার সহকর্মীর এমন কোনো সমস্যা আছে কি না। অনেক সময় পারিবারিক কারণেও তার মেজাজ খিটখিটে হতে পারে। প্রয়োজনে তার সুখ দুঃখ ভাগাভাগি করে নিন। যদি এমন কোনো সমস্যা থাকে তাহলে অকারণে তাকে উপেক্ষা না করে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করুন।

তথ্য সংগ্রহ: বাংলাদেশ প্রতিদিন।

Level 2

আমি তিতাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিতাস একটি নদীর নাম ............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই মন্তব্য করার আগে একটু ভেবে নিন। টেকটিউনে সংবাদ নামে একটি ক্যাটাগরি আছে। আমার কাছে মনে হল এই নিউজটি হয়তবা কারও কাজে লাগতে পারে, তাই শেয়ার করলাম। ভাল থাকবেন।

দ্বিমত হওয়ার কারনটি কি একটু ব্যাখ্যা করবেন।

ক্ষেপে গেলেন কেন বুঝলাম না। হ্যা, খবর কেন আরও অনেক বিভাগ আছে এবং সবই টেক সম্পর্কিত। খবর বিভাগটাও টেক রিলেটেড খবরের জন্য তৈরী। আশা করি বুঝতে পেরেছেন।

কি যে বলেন ভাই………এই সব ছোট খাট বিষয় নিয়ে ক্ষেপে গেলে হয়। আসলে কথা হলো আমার এই টিউনটি অলরেডি একজনের প্রিয়তে আছে। আর আমি এর আগেও কিছু টিউন ভিজিট করেছি দেখলাম এধরনের টিউন আছে, তাই পোষ্ট করলাম। আপনার জন্য শুভ দিন

Level 2

Tuner janno thanks,
Dekon baiera ai tunes apnara balsen bemanan, tini akta dota valo poramorso dilen, to apna der kharap laglo, a doraner tunes korte techtunes a nised nai tai tini korlen, je tunes gola tectune a nised ase se gola protidin first page a deka jai, ta ki apnader valo lage؛؛؛؛؛؛؛؛
konta manan aar konta bemanan tao bojena@@@@@@@@

ai tunes apnader jonno na, jara office a kaj kore tader jonno, apnara tar mormo ki bojben,

Thanks for good tunes @@@@@

Mobile comments from UAE

    vai dhonobad tune ti buja tarpore comment korar jano. asolie vai 2 dore comment sob kichutie thaka. Apner comment ti pora khub valo laglo. Valo thakben.

Level 0

বুঝতে পারতিসি না এতা techtune না newstune. টেক টিউন এ news থাকবে technology সম্পৃক্ত। এটা কি tune বুঝতে পারলাম না……..

    ভাই সব কিছু বুঝতে হয় না । ধন্যবাদ মন্তব্য করার জন্যG

Level 0

vai onek valo hoyece

Level 2

ধন্যবাদ ঠান্ডা মাথায় সব ক্যারি করার জন্যে।