খবর গুগল ইয়াহু ম্যাক আওল……………

টিউন বিভাগ খবর
প্রকাশিত

খবর ১:

চ্যাটিংয়ে নতুন সুবিধা চালু করল জিমেইল। এখন থেকে জিমেইলে লগ-ইন করেই অ্যাওএল বন্ধুদের সঙ্গে চ্যাট করা যাবে।
জিমেইল ব্যবহারকারী আগে তার অ্যাওএল ঠিকানা জিমেইলে যুক্ত করে অ্যাওএল বন্ধুদের সঙ্গে চ্যাট করতে পারত। এ ঝামেলা আর থাকছে না। অর্থাৎ অ্যাওএল ঠিকানা যুক্ত না করেও অ্যাওএল বন্ধুদের সঙ্গে চ্যাট করা যাবে।
এ সুবিধা পেতে হলে প্রথমে জিমেইলে লগ-ইন করতে হবে। এরপর জিমেইলের Chat বক্সে বন্ধুর সঙ্গে চ্যাট করতে চায় তার অ্যাওএল ইউজার নেম লিখতে হবে। এরপর Invite to Chat অপশনে ক্লিক করতে হবে।
অ্যাওএল বন্ধুটি ইনভাইটেশন গ্রহণ করার পর জিমেইল থেকেই ওই বন্ধুর সঙ্গে সরাসরি ইনস্ট্যান্ট মেসেজিং করা যাবে।

খবর ২:

নিরাপত্তা সুবিধা দেওয়ার ছলে অ্যাপলের ম্যাক কম্পিউটারে ভুয়া অ্যান্টিভাইরাস ছড়িয়ে দিয়েছে সাইবার অপরাধীরা। যেসব ব্যবহারকারী 'ম্যাকডিফেন্ডার' ও 'ম্যাক সিকিউরিটি' অ্যান্টিভাইরাস ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করেছে, তারাই ভাইরাস আক্রমণের শিকার হয়েছে।
নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি জানিয়েছে, ভাইরাসটি প্রথমে ম্যাক ব্যবহারকারীদের কম্পিউটার ভাইরাসমুক্ত করার প্রলোভন দেখিয়ে ম্যালিকিউলাস ওয়েবসাইটে প্রবেশে বাধ্য করে। এ সাইটের ডাউনলোড লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তা কম্পিউটারে ডাউনলোড হয়ে যায়। পরে ভাইরাসগুলো ই-মেইল, ফেইসবুক ও টুইটার মেসেজের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

খবর ৩:

দুই কোটি ৮০ লাখ ডলারের বিনিময়ে অনলাইন বিজ্ঞাপনসেবা প্রতিষ্ঠান '৫:১'-কে কিনে নিয়েছে ইয়াহু। ব্যবহারকারীদের উন্নততর বিজ্ঞাপনসেবা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে ইয়াহু জানিয়েছে।
'৫:১' গত বছর প্রায় ৯ লাখ ডলার মুনাফা করে। ২০টি ওয়েবসাইটকে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ব্যবহার করত '৫:১'।

Level 0

আমি তারেক মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সবাই আমার সালাম নিবেন।আমি টেক টিউনস থেকে কিছু জানতে চাই।যা জানি তা সকলকে জানাতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খবর দেবার জন্য ধন্যবাদ।

আপনাকেও খবর পড়ার জন্য ধন্যবাদ।