আসসালামুয়ালাইকুম, সম্প্রতি ফেসবুকে নতুন এক স্ক্যাম এর উদয় হয়েছে। এই স্ক্যামের নির্মাতা বেশ চতুরতার সাথে এটি বানিয়েছে। প্রতিবার স্ক্যাম মেসেজ পোস্ট করার পূর্বে যার ওয়ালে স্ক্যাম মেসেজ পোস্ট করা হচ্ছে তার ফেসবুকের নাম সেখানে যুক্ত করে দিচ্ছে যাতে করে সাধারণ ইউজার সহজেই না বুঝে এর ফাদে পড়ে, নিজে তো বিপাকে পড়ছেই পাশাপাশি অন্যকেও বিপাকে ফেলছে।
স্ক্যামে সাস্পিসিয়াস ভিডিও লিঙ্কের পাশাপাশি যে মেসেজটি পোস্ট করছে তার কতিপয় উদাহরণ হল - "WTF [name] I can’t believe you’re in this video", "ROFL I cant believe you’re tagged in this video", "WTF!! [name] you should untag yourself from the video", "OMG, I can’t believe you are tagged in this video", "WTF!!!, why are you tagged in this video" and so on.
আপনি যদি ভুলক্রমে একবার সেই লিঙ্কে প্রবেশ করেন তাহলে আপনিও এর ভিক্টিম হয়ে যাবেন, এবং আপনার একাউন্ট থেকে আপনার অন্যান্য বন্ধুদের ওয়ালে লিঙ্কসহ উপরে দেয়া উদাহরণের মত মেসেজ পোস্ট হতে থাকবে, এবং আপনার বন্ধুরাও যদি ক্লিক করে তবে ক্রমাগত সেও এর ভিক্টিম হয়ে পড়বে এবং আপনার মত তার একাউন্ট থেকেও তার বন্ধুদের ওয়ালে মেসেজ ও লিঙ্ক পোস্ট হতে থাকবে, তাই সাবধান থাকবেন। এতে নিজেকে যেমন বিব্রতকর অবস্থা থেকে বাঁচাতে পারবেন ঠিক তেমনি অন্যকেও বাঁচাতে পারবেন।
আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।
ভাই আমার আইডিতে স্পাম হইছে। warning দেয় আর বার বার পিসি থেকে অটোমেটিক লগআউট হয়ে যায়, আর মোবাইল দিয়ে লগ ইন হয়না। কি করতে পারি