আপনি ডিভি ২০১২ লটারীতে বিজয়ী না হলেও, এখনো ডিভি ২০১২ এর বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে…..

টিউন বিভাগ খবর
প্রকাশিত

কম্পিউটার প্রোগ্রামিংয়ে ত্রুটির কারণে ১ থেকে ৬ মের মধ্যে বিশ্বব্যাপী প্রকাশিত ডিভি-২০১২ কর্মসূচির নির্বাচনী প্রক্রিয়ার ফল বাতিল করেছে যুক্তরাষ্ট্র সরকার। নতুন লটারির পর নির্বাচিতদের নাম ১৫ জুলাই ঘোষণা হতে পারে। শুক্রবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপিতে বলা হয়, দৈবচয়ন প্রক্রিয়ায় কম্পিউটারজনিত ত্রুটির কারণে ডিভি ২০১২-এর ফল বাতিল করা হয়েছে। ডিভি ২০১২-এর পরবর্তী পর্বের জন্য যেসব আবেদনকারীকে নির্বাচিত হওয়ার খবর জানানো হয়েছিল তাদের আবেদনও প্রত্যাহার করা হয়েছে। তবে গত বছর ৫ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সময়ে যারা ডিভির জন্য সঠিকভাবে আবেদন পাঠিয়েছিলেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। নতুন দৈবচয়ন প্রক্রিয়ায় সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রগুলো অন্তর্ভুক্ত করা হবে এবং এন্ট্রি স্ট্যাটাস চেক ওয়েব পেজ-এ আবেদনের অবস্থা জানার জন্য আবেদনকারীকে যে কনফারমেশন নম্বর দেওয়া হয়েছিল তা বহাল থাকবে। এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এ ওয়েবসাইটটিতে –http://www.dvlottery.state.gov/

Level 2

আমি তিতাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিতাস একটি নদীর নাম ............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই এখন কি আবার ডিভি লটারীর জন্য আবেদন করা যাবে।

    ভাই ৫ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সময়ে যারা ডিভির জন্য সঠিকভাবে আবেদন পাঠিয়েছিলেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেইHG

প্রথমে আমি সিলেক্ট না হওয়ায় আবেদনের প্রিন্ট কপি ছিড়ে ফেলেছি এবং আমার ID Number রাখিনি। এখন কী আর লটারী চেক করার কোনো পদ্ধতি আছে?

    ভাই তাহলে আর কি করবেন। ২০১৩ এর জন্য অপেক্ষা করেন।

ভাই আপনার লিংটা ভুল আছে।
মনে হয় এই টা হবেঃ- http://www.dvlottery.state.gov
ধন্যবাদ।

    ভাই লিংক টা ঠিক করে দিলাম । ধন্যবাদ আপনাকে

ভাই জটিল হইছে…তবে লিঙ্কটা ভুল ছিল।

    ভাই লিংক টা ঠিক করে দিলাম G। ধন্যবাদ আপনাকে

Level 0

আমি খুব হতাস হইসিলাম। আমি প্রায় ৩৫ টা লটারি সেন্ড করছি বাট একটাও হয় নাই।

দেখা যাক এখন কি হয়।

অপেক্ষায় রইলাম।

ধন্যবাদ

    অপেক্ষা করেন ভাই। অপেক্ষার ফল মিষ্ট হয়। আপনার জন্যই হয়ত বা অপেক্ষা করছে সেই সুসংবাদ।

ধন্যবাদ জানানোর জন্য

ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানানোর জন্য। আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম।

ভাই ধন্যবাদ আপনাকে।আচ্ছাভাই ডিবি ফরম কিভাবে পূরন করে এটা নিয়া যদি একটা টিউন (Screen short সহ) করতেন খুব হতো আমরা যারা নতুন টিটিতে আছি।অথবা টিউন করা থাকলে সেটার লিংকটা Please দিবেন

apnar thikanay je letter(jodi select hoye thaken)asbe tar jonno opekkha koren.

বাঁচলাম, এবার পাবোই…

    আপনার জন্য শুভ কামনা রইল।

Level 0

bai op-1 theke DV-12 porjonto seresi 17 bar VISA face koresi.But kopal kintu bai khuleni.shopno arr dekte chai na.
valo thakun.

    ভাই আপনার মনের কস্ট আমি বুঝতে পারতেছি কিন্তু কি করব বলেন। ধৈর্য হারালে কি হয়। আপনার জন্য শুভ কামনা রইল।