৩ মন্ত্রীর মধ্যে আলোচনা চলছে।
(অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, সড়ক ও পরিবহন মন্ত্রী)
তাদের আলোচনার বিষয় : রায়পুর লক্ষ্মীপুর মহাসড়কে গর্তের কারণে ঘনঘন দুর্ঘটনা।
অর্থমন্ত্রী: দুর্ঘটনা রোধে এখনই পদক্ষেপ নেয়া দরকার। নতুবা জনগণ আমাদের ওপর তাদের আশ্বাস হারাবে। কি করা যায় সড়ক ও পরিবহন মন্ত্রী বলেন তো?
সড়ক ও পরিবহন মন্ত্রী: রাস্তার যেখানে গর্ত তার উপর দিয়ে একটি ব্রিজ তৈরি করা যেতে পারে এর ফলে দুর্ঘটনার হবে না তাছাড়া একটি বাইপাস রোড করা যেতে পারে কারণ যদি ব্রিজ কোন সময় ভেঙে যায়।
(পাশ থেকে স্বাস্থ্যমন্ত্রী উত্তেজিত হয়ে পড়লেন। )
স্বাস্থ্যমন্ত্রী: আরে মশাই, আপনি মাথামোটা নাকি। একটা ছোট গর্ত জন্য এত খরচ। তার চেয়ে ভালো অর্থমন্ত্রী সাহেব আপনি একটি হাসপাতাল তৈরীর জন্য অর্থ বরাদ্দ করুন তাহলে দুর্ঘটনার শিকার মানুষরা চিকিৎসা নিতে পারবে।
অর্থমন্ত্রী: দুজনে কথায় যুক্তি আছে। তা আপনারা দুজনে একটি কাজ করুন আমাকে আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত নকশাসহ টাকার পরিমাণ প্রতিবেদন হিসেবে মেইলে পাঠিয়ে দিন আমি অর্থ ছাড় দিয়ে দেবো।
(মিটিং আজকে এখানেই সমাপ্ত)
আসলে গল্পটি আমাদের দেশের বাস্তবতা। এখানে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয় ঠিকই তবে বেশিরভাগ ক্ষেত্রে সু পরিকল্পনার ও সঠিক তদারকির অভাবে জনগণের অর্থ অপচয় করা হয়। এছাড়াও বরাদ্দকৃত অর্থ ব্যাংক হতে ঠিকাদার পর্যন্ত আসার পথে এবং ঠিকাদার হতে কাজ সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত আমাদের জনগণের অর্থ লোপাট হয়।
যদিও সরকার নানান ব্যবস্থা গ্রহণ করছে। তবে তা কখনোই আলোর পথ দেখবে না কারণ ক্ষমতায় আসনের ব্যক্তিরা যদি সৎ না হয় এবং আপনি আমি যদি ঘুষ দেওয়া বন্ধ না করি। এবং অন্যায় দেখেও তাকে নিয়তি ভাবা আমাদের বন্ধ করতে হবে।
আমি মনিরুজ্জামান মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।