আশা করি সবাই ভালো আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটার খুবই জনপ্রিয় একটি মাধ্যম। রাজনৈতিক নেতা, সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই টুইটার ব্যবহার করে থাকে। আজ আপনাদের টুইটার নতুন কিছু ফিচার্সের খবর জানাবো। টুইটার নিয়ে আসতে চলেছে তার ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার।
স্পেসেস এর পরিধি বাড়ানোঃ আরো বেশি সংখ্যক গ্রাহকদের কাছে নিজেদের ‘স্পেসেস’ এর সেবা নিয়ে আসছে টুইটার। প্ল্যাটফর্মটির অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের যাদের অন্তত ছয়শ বা তার বেশি অনুসারী রয়েছে তারা স্পেসেস তৈরি করতে পারবেন।
নির্বাচিত ব্যবহারকারীদের উপর কয়েক মাস সমীক্ষা চালানোর পর টুইটার সেবাটির পরিসর বাড়ানোর কথা ভেবেছে। মূলত স্পেসেস দিয়ে ক্লাবহাউসের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে মাইক্রোব্লগিং সাইটটি। এতদিন ক্লাবহাউস শুধু আইওএস প্ল্যাটফর্মে ছিল। কিন্তু পরে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য নিজেদের একটি বেটা সংস্করণের অ্যাপ পরীক্ষা করে দেখছে তারা।
অন্য একটি প্রতিবেদন বলছে, টুইটার স্পেসেস এর জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসার পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে টিকেটেড স্পেস, শেডিউলিং, রিমাইন্ডারস, কো-হোস্টিং সহ অন্য বিষয়ের কথা ভাবা হচ্ছে।
অন্তত ছয়শ' ব্যবহারকারী বা তার চেয়ে বেশি অনুসারী রয়েছে এমন অ্যাকাউন্টে স্পেসেস দেওয়ার পেছনেও কারণ আছে। কারণ, নিজেদের বিদ্যমান অনুসারীর কারণে এ অ্যাকাউন্টগুলোর সরাসরি আলোচনা আয়োজনের অভিজ্ঞতা থাকার কথা। টুইটার বলছে, এ প্রতিক্রিয়া তারা পরীক্ষামূলক সময়েই পেয়েছে।
ভবিষ্যতে সব ব্যবহারকারীর জন্য ফিচারটি নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে টুইটারের। নতুন নতুন আরও ফিচারও আনবে প্রতিষ্ঠানটি। এরকমই একটি ফিচার হবে আয়োজকদেরকে অডিও সেশনের মাধ্যমে অর্থ আয়ের সুযোগ করে দেওয়া।
টিকেটেড স্পেসেস ফিচারে আয়োজকদেরকে নিজ আয়োজনের টিকেট বিক্রি করতে দেবে মাইক্রোব্লগিং সাইটটি। তাদের হাতে টিকেটের দাম নির্ধারণের ক্ষমতা এবং কতগুলো টিকেট বিক্রি করবেন, তা-ও ঠিক করার সুযোগ তুলে দেবে টুইটার। তবে, টিকেটেড স্পেসেস আগামী মাসগুলোয় সীমিত কয়েকজন আয়োজকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
স্পেসেস থেকে আয়ের প্রায় পুরোটাই আয়োজকরা পাবেন। শুধু অল্প কিছু পরিমাণ টুইটার নেবে বলে জানিয়েছে। তবে, ঠিক কত ভাগ আয় ভাগ হবে তা পরিষ্কার করেনি টুইটার। শিডিউলিং এবং রিমাইন্ডারের মাধ্যমে আয়োজকরা স্পেসেস এর শেডিউল তৈরি করতে পারবেন। তাছাড়াও সেগুলোর ব্যাপারে রিমাইন্ডার তৈরি করে নিতে পারবেন।
সুবিধাটি ভোগ করার জন্য ব্যবহারকারীদের শুধু একটি অপশন চালু করে নিতে হবে। অপশনটি মিলবে সেটিংস মেনুর ‘ডেটা ইউসেজ’-এ। যদি টাইমলাইন ধীরগতির বা ডেটা দ্রুত খরচ হওয়ার ভয় থাকে, সেক্ষেত্রে ব্যবহারকারীরা বর্তমান সেটিংসেও থাকতে পারবেন।
আগের কিছু সংযোজনঃ গত মার্চের এ সময়টিতে টুইটার পূর্ণ আকারে ছবির প্রিভিউ দেখানো শুরু করেছিল। সাধারণত ছবিতে ক্লিক বা ট্যাপ না করলে পূর্ণ আকারে ছবি দেখা সম্ভব হয় না, টুইটার ফিডে ছোট আকারে ভেসে উঠে ছবি। গোটা বিষয়টি
এখনও পরীক্ষা করে দেখছে মাইক্রোব্লগিং প্রতিষ্ঠান। এর পরিসর সম্প্রতি বাড়ানো হয়েছে বলেও উঠে এসেছে বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র। নিজেদের ফ্লিটস সেবাও আপডেট করেছে টুইটার। এখন থেকে ফ্লিটসে স্টিকার পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। এ জন্য অন্য কোনো অ্যাপ ব্যবহারের প্রয়োজন পড়বে না।
টুইটারে ইউটিউব ভিডিওঃ সংবাদ বা ব্লগ লেখার একটা অন্যতম মাধ্যম টুইটার। সংবাদ বা নানা তথ্য টুইট করার পাশাপাশি অনেকে ভিডিও শেয়ার করে তাদের টাইমলাইনে। আর এই সমস্ত ভিডিও দেখতে ব্যবহারকারীকে অন্য অ্যাপের সাহায্য নিতে হয়।
টুইটারের এই নতুন ফিচারে ব্যবহারকারী সরাসরি টুইটার টাইমলাইন থেকে ইউটিউবের ভিডিও দেখতে পারে। আগের মতো তাকে ভিডিও দেখার জন্য অন্য অ্যাপ বা টুইটার থেকে বেড়িয়ে যেতে হবে না। টুইটারের নতুন ফিচারে এবার থেকে টাইমলাইনে দেওয়া বিভিন্ন টুইট ভিডিওর লিঙ্ক অন্য অ্যাপের সাহায্য ছাড়ায় দেখা মিলবে টুইটারে।
আমি ইফাত শারমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।