কম্পিউটারের নিরাপত্তা বিশেষজ্ঞরা গত সোমবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অনলাইন স্ক্যামাররা আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুকে ব্যবহার করে কম্পিউটার ভাইরাস ও ওয়ার্ম ছড়ানো শুরু করে দিয়েছে। যুক্তরাষট্রের কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোসের কর্মকর্তা পল ডাকলিন তাঁর ব্লগে লিখেছেন, লাদেনের মৃত্যুসংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর বা তাঁর ছবির আড়ালে লুকিয়ে থাকতে পারে ভাইরাস বা ওয়ার্ম। ভাইরাস ছড়ানোর জন্য লাদেনের মৃতদেহের ছবিও ব্যবহার করা হতে পারে।
ই-মেইল বা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর মাধ্যমে এই ভাইরাস ছড়ানো হতে পারে। এ জন্য তিনি সবাইকে ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান। ডাকলিন বলেন, অনেক লিংক (ওয়েব ঠিকানা) দেখা যাবে কম্পিউটারের পর্দায়। মনে হবে, সত্যিকারের লিংক এগুলো। এর মধ্যে যেকোনো একটি লিংকে থাকতে পারে ভাইরাস। ক্লিক করলেই হলো, ছড়িয়ে পড়বে ভাইরাস। এতে অচল হয়ে যেতে পারে আপনার কম্পিউটার।
সিকিউরিটি উইক নামে একটি কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মকর্তা মাইক লেনন বলেন, এর আগে জাপানের ভূমিকম্পের খবরকে ব্যবহার করে কম্পিউটারে ভাইরাস ছড়ানো হয়েছিল। ওই সব ভাইরাসে অনেক কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়। কাজেই কম্পিউটার ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে। লাদেনের ছবি বা ভিডিও দেখলে তাতে ক্লিক করা ঠিক হবে না।
আমি djuicelife। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing To Say...
জানানোর জন্য আপনাকে thank you…. 🙂