ওয়ার্ডপ্রেস এর নতুন সংস্করণ ৩.২ অতি শীঘ্রই আসছে ( স্ক্রিনশট ও নতুন কি কি সুবিধা আছে তা এক ঝলকে দেখে নিন)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ওয়ার্ডপ্রেস সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। ওয়ার্ডপ্রেস হচ্ছে সকলের জন্য উন্মুক্ত ব্লগিং করার CMS এই ওয়র্ডপ্রেস CMS টির দিন দিন জনপ্রিয়তা বেড়েই চলেছে। কিছুদিন আগে ওয়ার্ডপ্রেস এর ৩.১ সংস্করণ রিলিজ হয়েছে অনেকেই তাদের ওয়ার্ডপ্রেস ব্লগ বা সাইট টি আপডেট করে নিয়েছেন। এখন আবার আসছে অসাধারণ কিছু নতুন সুবিধা ও জটিল ইন্টারফেস নিয়ে ওয়ার্ডপ্রেস ৩.২ সংস্করণ। ওয়ার্ডপ্রেস ৩.২ সংস্করণ টি দেখতে যেমন সুন্দর তেমনি সুপার ফাস্ট।

এখানে যে স্ক্রিনশট গুলো দেয়া হল এইগুলো ওয়ার্ডপ্রেস ৩.২ বেটা সংস্করণ এর। যখন এর ফাইনাল সংস্করণ পাওয়া যাবে তখন হয়তো এর কিছু কিছু হয়তো আপডেট হতে পারে।

চলুন দেখে নেই ওয়ার্ডপ্রেস ৩.২ এর ড্যাশবোর্ড দেখতে কেমন হবে। বড় দেখতে ছবিটির উপরে ক্লিক করুণ।

wordpress dashboard

এবার দেখে নেই ওয়ার্ডপ্রেস ৩.২ এর থিমস মেন্যু দেখতে কেমন হবে। বড় দেখতে ছবিটির উপরে ক্লিক করুণ।

wordpress themes menu 3.2

এবার দেখে নেই ওয়ার্ডপ্রেস ৩.২ এর মেন্যু এডিটিং মেন্যু দেখতে কেমন হবে। বড় দেখতে ছবিটির উপরে ক্লিক করুণ।

wordpress themes menu 3.2

এবার দেখে নেই ওয়ার্ডপ্রেস ৩.২ এর উইজেট মেন্যু দেখতে কেমন হবে। বড় দেখতে ছবিটির উপরে ক্লিক করুণ।

wordpress widget menu 3.2

এবার দেখে নেই ওয়ার্ডপ্রেস ৩.২ এর প্লাগইনস মেন্যু দেখতে কেমন হবে। বড় দেখতে ছবিটির উপরে ক্লিক করুণ।

wordpress dashboard

এবার দেখে নেই ওয়ার্ডপ্রেস ৩.২ এর নতুন পোস্ট লেখার সময় দেখতে কেমন হবে। বড় দেখতে ছবিটির উপরে ক্লিক করুণ।

wordpress widget menu 3.2

দেখলেন তো? আপনাদের কেমন লাগলো? আপনাদের কি ভালো লেগেছে? আমার তো দারুন ভালো লেগেছে। অসম্ভব সুন্দর ওয়ার্ডপ্রেস ৩.২।

শুধু তাই নই আরও নতুন ভাবে ডেভলপ করা হয়েছে ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট থিম Twenty Ten কে Twenty Eleven নামে জটিল জিজাইন দিয়ে।

এবার সেই থিমের স্ক্রিনশট গুলো দেখে নিন। বড় দেখতে ছবিগুলোর উপরে ক্লিক করুণ।

wordpress themes menu 3.2

wordpress dashboard

এবার ত্থিমের অপশনঃ

wordpress widget menu 3.2

কি? কেমন লাগলো? মন্তব্যের মাধ্যমে জানান। ভালো থাকবেন।

আমিনুল

http://www.bdrong.com

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Good!