সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আগের মতই ভাল আছি।পৃথিবীর বৃহৎম মোবাইল ফোন কম্পানিগুলোর মধ্যে নোকিয়া একটি।
আগামি বছরের জন্য নোকিয়ার একজন নতুন চেয়ারম্যন প্রয়োজন। নকিয়ার বর্তমান চেয়ারম্যন জরমা ওলিয়া এক বাৎসরিক সভায় এ কথা জানান।ওলিয়া যিনি নোকিয়া ট্রান্সফরমেশনকে মোবাইল ট্রান্সমিশনে রুপায়িত করেন ১৯৯০ সালে।গত বৃহস্প্রতিবার তিনি তার পদ থেকে পদত্যেগ এর কথা জানান।
চলতি বছরটা ছিল নোকিয়ার জন্য খুবই কঠিন সময় এবং আগামিতে আরও কঠিন অবস্থার মুখোমুখী হতে পারে বলে তিনি বাৎসরিক এক শেয়ার হোল্ডার সভায় একথা জানান।
ধন্যবাদ সবাইকে...আজকের টিউন এ পর্যন্তই...।আল্লাহাফেজ
আমি জোবায়ের আলম বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Contact Information : Skype : bipulbd08 Email : [email protected] Mobile : 01713305324
what is CHAMERMAN? what is the meaning of CHAMERMAN!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!