নিউ ইয়র্ক: চিনাবাদামের মত দেখতে গ্রহাণু খুঁজে পেল নাসা। গত সপ্তাহের পৃথিবীর খুব কাছে এই গ্রহাণু দেখতে পান মহাকাশবিজ্ঞানীরা। আবার ২০৫৪ তে কোনও গ্রহাণু পৃথিবীর এত কাছে আসবে বলে জানিয়েছে নাসা।
গ্রহাণুর নাম দেওয়া হয়েছে ১৯৯৯ জেডি ৬। গ্রহাণুটির দুটি অংশ একসঙ্গে লেগে রয়েছে। গত ২৪ জুলাই পৃথিবীর সবথেকে কাছে আসে গ্রহাণুটি। দূরত্ব ছিল মাত্র ৭.২ বিলিয়ন কিলোমিটার। পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় ১৯ গুন দূরে।
নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক অ্যান্টেনা দিয়ে আরও ভালভাবে গ্রহাণুটিকে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। আমাদের গ্রহকে গ্রহাণুর আঘাত থেকে বাঁচাতে গ্রহাণুগুলির গতিবিধির উপর নজর রাখছে মহাকাশবিজ্ঞানরা।
আমি টেক লাভার। , lessonery.com, Mathbaria। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি একজন টেকটিউনার। টেক সব কিছুই আমার ভালো লাগে। টেক বিষয় বস্তু আমি মানুষের মাঝে আদান-প্রদান করতে খুব বেশি কম্ফোর্টেবল ফিল করি। পার্সোনালি আমি নিজেও ব্লগিং করি এবং আমার ব্লগ সাইটে অনেক আর্টিকেল হয়েছে। eduqw.com (এডুকিউ)