গুগলকে ভালোভাবেই চ্যালেজ্ঞ করল CUIL (কুল)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

গতকাল থেকে শুরু হওয়া ওয়েবের নতুন সার্চ ইজ্ঞিন cuil ইতিমধ্যই সবার নজরে চলে এসেছে বলে আশা করি। ওয়েব টেকিদের অনেকের মতে এই সার্চ ইজ্ঞিন কিছুদিনের ভেতরেই তার আসন পাঁকাপোক্ত করে ফেলবে। প্রথম দিনেই তারা বিপুল পরিমান ট্রাফিক হিট পেয়েছে। অনেকের মতে ওয়েবের সবচেয়ে বড় সার্চ ইজ্ঞিনের আসনটি নিতে এরা বেশী দেরী করবে না।

সাধারনত আমাদের অনেকেরই জানা যে ওয়েবের সার্চ ইজ্ঞিন গুলো ইনডেক্সিং টেকনোলজির উপর ভিত্তি করে তাদের সার্চিং সম্পাদন করে থাকে। cuil তাদের এই ইনডেক্সিং টেকনোলজিকে ওয়েবের সবচেয়ে শক্তিশালী ইনডেক্সিং টেকনোলজি বলে দাবী করছে। তারা প্রথমেই তাদের লঞ্চ করার দিনে ১২০ মিলিয়ন পেজ এর ইনডেক্সিং করেছে।

এবার আরো কিছু মজার ইনফরমেশান দেই আপনাদের। ১৯৯৮ সালে গুগল ২৬ মিলিয়ন পেজ এর ইনডেক্সিং নিয়ে যাত্রা শুরু করে। ২০০০ সালের মধ্যেই তারা বিলিয়নের কোটায় পা রাখে। এবং এখন গুগল ট্রিলিয়ন পেজ নিয়ে ডিল করে থাকে। আর এই নবজাতক প্রথমেই বিলিয়নে কথা বলতে শিখেছে। সুতরাং তাদের কে নিয়ে একটু ভেবে দেখতেই হয়।

অনেকেই হয়ত মনে মনে বলছেন যে কয়েকদিন একটু লাফ ঝাপ করবে এবং পরে এটি গুগলের টেকনোলজির নিচে চাপা পরে যাবে। আমার মতে তাদের ধারনা ভূল। কারন কুল এর ফাউন্ডার আনা প্যাটারসন, রাসেল পাওয়ার এবং লুইস মনিয়ের এরা সবাই গুগলের প্রতিষ্ঠাকালের টেকনোলজিষ্ট। সুতরাং এদের  ভালোভাবেই জানা যে প্রযুক্তি কে কিভাবে শ্রেষ্ঠত্বের শিখরে নিয়ে যেতে হয়।

কুল এর ইন্টারফেস তো আমার খুবই ভালো লেগেছে। গুগলের মতই সিম্পল এবং এ্যাড এর বালাই নাই। এর ব্ল্যাক ইন্টারফেস আমার কাছে এক ধরনের পাওয়ারের আগমনী বার্তা বলে হয়েছে। POWER OF BLACK!

আর যাই হোক না কেন দুই ঘাঘু প্রযুক্তির এই রকম হাড্ডাহাড্ডি লড়াই দেখতে কিন্তু আমাদের ভালোই লাগবে। কারন এর ভেতর দিয়ে আমাদেরই কল্যান বয়ে আসবে।

আপনি ও একবার দেখে আসুন এই নবজাতকের চাঁদমুখ। মেরে আসুন একটু সার্চ।

কুল

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সত্য কথা বলতে গেলে গুগলকে টপকানো মোটেই সহজ হবে না। আমার মত ছিল কুল টুল যাই হোক, গুগলকে টপকাতে পারবে না।

তবে শোনা যাচ্ছে, কুল এর ডেভেলপাররাই সাবেক গুগলার্স। যদি কথা সত্যি হয়, তাহলে ঠিক বলা যাচ্ছে না।

আপনি মনে হয় গুগলকে অনেক বেশী ভালোবেশে ফেলেছেন। নতুন কে সহজে বরন করে নেয়ার মানসিকতা আর আপনার নেই।

@ আগন্তুক,

!!!!!!

মাইরি…….এত কিছু!!!!!

Level 0

গুগল কে টক্কর দেয়া যাবে না এটা কিন্তু ঠিক নয়। তবে অনেক সময়ের ব্যপার।

একমত @ সজীব।

@ সোহান – গুগল ওয়েব পেইজ গুলো ইনডেক্স করছে সেই ১৯৯৭ সাল থেকে। সে দিক থেকে একটা নতুন সার্চ ইঞ্জিন এসেই বাজিমাত করার সম্ভাবনা খুবই কম। তারপরও কুলের ইনডেক্সিই টেকনোলজি শুনেছি ভিন্ন। দেখা যাক কী হয়।

মেহেদী ভাই আপনি যা করেছেন তা ঠিক নবজাতকের মুখ থেকে কথা শুনতে চাওয়ার মতই অবান্তর। কুল ত মাত্র ভূমিষ্ঠ হল……কিছুদিন তো আমাদের সবুর করতে ই হবে।
ধন্যবাদ

Level 0

ওদের ইন্ডেক্সিং আরও উন্নত করতে হবে, আমি বিডি জবস সার্চ দিয়ে কিছুই পেলাম না, কিন্তু গুগল ঠিকই অনেক লিঙ্ক দেখাল।

Level 0

Mohoit Vahia, abar search koren. Apni jokon BD Jobs search korchelen Cull er mouddhe thokon apnar computer e Net line chilona thai pan ne (ami dhekchi …..)

Level 0

Cuil জীবিত না মৃত?