গতকাল (৩০শে জুন, ২০০৯) রিলিজ হলো ফায়ারফক্স 3.5। মজিলা দাবি করেছে ফায়ারফক্সের এই ভার্সনটি ফায়ারফক্স 3.0 এর চেয়ে দুই গুন এবং ফায়ারফক্স 2.0 এর চেয়ে দশ গুন বেশি দ্রুত। বাংলাসহ মোট ৭০টিরও বেশি ভাষায় ফায়ারফক্স 3.5 রিলিজ করা হয়েছে। নতুন এই ভার্সনটিতে <audio> ও <video> এলিমেন্ট সহ HTML5 সাপোর্ট করবে।
আসুন নিচে এক নজরে দেখে নেয়া যাক ফায়ারফক্স 3.5 -এ নতুন আর কি কি সুবিধা যুক্ত করা হয়েছে.....
আমি তারেকবিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তারেক ভাই, ফায়ার ফক্সের 3.5 (বাংলা) সংস্করণে আমার পি.সিতে বাংলা অক্ষর পরিষ্কার বোঝা যাচ্ছে না। সেট-আপ দিয়ে বেশ ঝামেলায় পড়লাম, এখন কি করবো। Pls Help Me……………
হাসান ভাই আপনি https://www.techtunes.io/tuning-guide/ এখানে গিয়ে শফিউল ভাইয়ের ওখান থেকে সফটটা ডাউনলোড করে install dan
তারেক ভাই, আপনি আমার কথা ঠিক বুঝতে পারেন নি। আমার টেকটিউনের ফন্ট/লেখা সব ঠিকই আছে। কিন্তু ফায়ার-ফক্সের ৩.৫ (বাংলা) নতুন ভার্সনটার মেনু বারের বাংলা লেখাগুলো অস্পষ্ট ভাবে দেখাচ্ছে। ঠিক টেকটিউনের বাংলা ইউনিকোড সাপোর্টের আগে লেখাগুলো যেমন দেখাতো। এক্সপিতে ফায়ার-ফক্স ৩.৫ (বাংলা) যদি কম্ফর্টেবলি নাই বোঝা গেল, তাহলে মজিলা এমন বাংলা ল্যাংগুয়েজ সংষ্করণ কেন ডেভলপ করল ?
Tarek vai, Thanks a lot for the first & fast update.