এবার অক্সিজেন তৈরি হচ্ছে চাঁদের মাটি থেকে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

পৃথিবীর একমাত্র আদরের উপগ্রহ নিয়ে আমাদের রূপকথার যেমন শেষ নেই, তেমনি বিজ্ঞানীরা প্রতি মুহূর্তেই চালিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের গবেষণা যাতে করে কোনোভাবে হলেও প্রাণের অস্তিত্ব সহায়ক কোনো বস্তু পাওয়া যায়। সেরকমই এক সম্ভাবনাময় গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা যার মূল লক্ষ্য হচ্ছে চাঁদের মাটি থেকে অক্সিজেন উৎপন্ন করা।

 

কী বিশ্বাস হচ্ছে নাহ?

ঠিক এমনি এক তথ্য প্রকাশ করেছেন  ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)।

সংস্থাটি চাঁদের মাটি ব্যবহার করেই এ দুটি প্রয়োজনীয় উপকরণ তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেছে। ইএসএ এমন একটি পরীক্ষামূলক যন্ত্র তৈরি করেছে, যা চাঁদের ধূলিকণাকে অক্সিজেনে রূপান্তর করবে। এটিকে পরবর্তী সময়ে বায়ু ও জ্বালানির জন্য ব্যবহার করা যাবে।

 

তাদের  প্রস্তাব অনুযায়ী, এই প্রক্রিয়া চাঁদে বাসস্থান স্থাপন বা চাঁদে অবতরণকারী যানবাহন মেরামতের ক্ষেত্রে নভোচারীদের জন্য একটি কার্যকর উপায় হতে পারে। তবে যন্ত্রটি চাঁদে নিয়ে যাওয়ার আগে গবেষকদের আরও অনেক কাজ করতে হবে। যেমন এটিকে গ্যাসের পরিবর্তে কীভাবে অক্সিজেন হিসেবে সংরক্ষণ করা যায়, তার একটি উপায় বের করতে হবে। তেমনি বিজ্ঞানীদের এটি নির্ধারণ করতে হবে যে কোন ধাতুগুলো সবচেয়ে কার্যকরী উপজাত (বাইপ্রোডাক্ট) হবে।

আবার,

ESA এর প্রধান  বলেন, ” ESA এবং NASA বর্তমানে লক্ষ্য স্থির করে রেখেছে এখন চাঁদে যাওয়া শুধু ভ্রমণ নয়, হবে স্থায়ীভাবে বসবাসের জন্য নিজেদের প্রস্তুত করে নেয়ার। এই আবিষ্কার গুলো তাঁরই প্রমাণ। আমরা অনতিবিলম্বে নতুন নতুন ফ্যাসিলিটি প্ল্যান্ট বসানোর কাজ করছি। ”

সময় নিয়ে লেখাটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন! ইউটিউবে গিয়ে সার্চ করুন EEE INFO BD.

Level 1

আমি আবির। Founder, EEE INFO BD বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস