জাতীয় ই-বুক ওয়েবসাইট পর্যালোচনা

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আমাদের সরকার সম্প্রতি ১ম-১০ম শ্রেনীর পাঠ্যবই গুলো নিয়ে একটি ই-বুক ওয়েবসাইট চালু করেছে। খবরটা প্রথম শুনেই বেশ ভাল লেগেছিলো। আজকের তথ্য-প্রযুক্তির যুগে যেকোন কিছুর ই ওয়েব প্রেজেন্স বেশ গুরুত্বপূর্ণ বিষয়। এটি নি:সন্দেঃহে একটি ভাল উদ্যোগ। অনেক সময় হাতের কাছে প্রয়োজনীয় বইটা পাওয়া যায় না, এখন বেশ ভাল হলো।ইন্টারনেট থাকলেই হলো, বই পাওয়া কোন ব্যাপার না। কোন কিছুর রেফারেন্স চেক করার ক্ষেত্রে কাজে লাগবে মনে হচ্ছে।
যাই হোক আজকে সাইটটা নিজেই ভিজিট করলাম। প্রথম দর্শনে আমার কাছে বেশ আকর্ষনীয় লেগেছে। চমৎকার উজ্জ্বল রংয়ের সমাবেশ। শিশু কিশোরদের পছন্দ হবে বলে মনে হয়। বেশ একটা কার্টুন ছবি মার্কা ভাব আছে। অনেক দিন পর ২য় শ্রেনীর বাংলা বই পড়তে আমার অনেক মজা লাগছিলো। হোমপেজটার একটা বেশ ভাল দিক হলো এটা বিস্ময়কর রকমের ক্লাটার-ফ্রী। নিচে দশটা ট্যাব দশটা শ্রেনীর লিংক বহন করছে, আর মাঝখানে একটা স্লাইড প্লাস সাহায্য বাটন। প্রচুর ট্যাব, লিংক হাবিজাবি দিয়ে গ্যান্জাম করে নাই। বিশেষকরে শিশু কিশোরদের আকর্ষন করতে এই ফিচারটা খুব দরকারী।

নিচের কোন একটা শ্রেনীর ট্যাব এ ক্লিক করলে ঐ শ্রেনীর বইগুলো একটা ভার্চুয়াল কাঠের শেলফের ছবিতে সাজানো অবস্হায় আসে। এই জায়গাটায় আমার একটু আপত্তি আছে। এই ভার্চুয়াল কাঠের শেলফের ডিজাইনটা অ্যাপল করপোরেশনের অনলাইন বুক শপ আই-বুক এর মত হুবহু একই। একটা জাতীয় ওয়েবসাইটে এই ধরনের অনুকরন মানায় না।

আরেকটা ব্যাপার হলো এখানে বইগুলো কিন্তু পিডিএফ ফরম্যাটে না। অনলাইনে পড়ার জন্য ফ্ল্যাশ আপ্লিকেশন ব্যাবহার করা হয়েছে। এটার দুটো প্রভাব আছে। প্রথমত ফ্ল্যাশ ব্যাবহার করার কারনে এটি লোড হতে পিডিএফ এর চেয়ে বেশী মেমোরী নেবে, যাকিনা বাংলাদেশের ব্যাবহারকারী জন্য ভাল কোন খবর না, বিশেষ করে যারা মাসে নির্দিষ্ট একটা এমাউন্টের ব্যান্ডউইথ ব্যাবহার করেন। দ্বিতিয়ত, অ্যাপলের আইফোন এবং আই প্যাড ফ্ল্যাশ সাপোর্ট করেনা, যে দুটি প্রোডাক্ট উন্নত বিশ্ব্বে এখন খুবই জনপ্রিয়। এই দিক থেকে সাইট টি বেশ কিছু সম্ভাব্য গ্রাহক এর কাছে ইন-একসেসিবল হয়ে যাচ্ছে। অনলাইনে পিডিএফ দেখার ব্যাবস্হা থাকলে বাংলাদেশী গ্রাহকরা অনেক সহজে এবং তাড়াতাড়ি পেতেন।
তবে ফ্ল্যাশ যদি লোড হয় তাহলে কিন্তু ওয়েবসাইটের অ্যাপীল অনেক বেড়ে যায়, কারন ফ্ল্যাশ এনিমেশনটা বেশ চমৎকার। বিশেস করে পাতা উল্টানোর গ্রাফিক্সটা আমার অনেক পছন্দ হয়েছে।

ওয়েবাসাইট টা বানানো হয়েছে "একসেস টু ইনফরমেশন" নামে একটা প্রজেক্টের আওতায়। এটা ইউএনডিপির একটা প্রজেক্ট, যেটা কিনা ই-গভর্নেন্স প্রতিস্ঠায় কাজ করে যাচ্ছে।

মোটের উপর বেশ ভাল একটা উদ্যোগ। এর ডেভেলপার, উদ্যাক্তা এবং পেছনে যারা আছেন তাদের কে অভিনন্দন জানাচ্ছি । অনেক কে দেখলাম সরকার সবজায়গায় ইন্টারনেট না দিয়ে এইসব বানায়া কি হবে টাইপমন্তব্য করতে। আমি সংগত কারনেই এই জাতীয় মন্তব্যের বিরোধীতা করছি। ইন্টারনেট সব জায়গায় হয়তো যায় নি, তাই বলে এখন ওয়েবসাইট বানানো বা বানানোর সাথে এটার কোন সম্পর্ক নেই। চট্টগ্রামের সাথে কক্সবাজারের হয়তো রেল সংযোগ নাই, কোন একদিন হয়তো হবে, কিন্তু তাই বলে আমি এখন চটগ্রামের সাথে ঢাকার রেল লাইনে হাই্স্পীড ট্রেন নামাতে পারবনা এমন তো কোন কথা নেই।
সবশেষে এই ওয়েবসাইটের সাফল্য কামনা করছি।

Level 0

আমি বাংলাটেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এতো সুন্দর করে লিখলেন কিন্তু ওয়েবসাইট এর নাম ই দিলেন না।আজব

সাইটটির ঠিকানাঃ http://www.ebook.gov.bd/

এছাড়া মাদ্রাসার কোন বই নেই। আর আরো ভালোভাবে পিডিএফ করলে গুলোর আকার কমে যেতো। েএবং অধ্যায় ভিত্তিক লিংক দিতে পারতো। মানে কোন অধ্যায় সিলেক্ট করলে সরাসরি সেই অধ্যায়ে যাওয়া যায় এই পদ্ধতির কথা বলছি। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডকে অবহেলা করা ঠিক হয় নি।

    অধ্যায় ভিত্তিক লিংক এর প্রস্তাবটা ভালো। তবে এখনকার ভার্সনে ও কিন্তু আপনি চাইলে নির্দিষ্ট একটা পেজে সরাসরি যেতে পারেন।
    ধন্যবাদ পড়ার জন্য

    Level 0

    ভাই, কারিগরি শিক্ষা বোর্ডকে অবশ্যই এড করা উচিৎ। তবে মাদ্রাসা বোর্ডকে এড করে কোন ফল হবেনা নিশ্চিৎ। কেননা আমাদের দেশে সাধারন ছাত্ররাই খুব বেশি নেট ইউজ করে না বা করতে পারেনা । আর মাদ্রাসার ছাত্রদেরতো একেবারে কম্পিউটার ধরা নিষেধ। ধরলে পাপ হবে !
    এটা আমি খুব ভাল করে জানি কারন আমার ভাইপো মাদ্রাসায় পড়ে আর আমরি ভাই অর্থৎ ভাইপোর পিতা মাদ্রাসায় চাকরি করে। এবং মজার বিষয় হচ্ছে আমি তাদের সাথেই থাকি । হা হা হা

    Level 0

    ভাই, কারিগরি শিক্ষা বোর্ডকে অবশ্যই এড করা উচিৎ। তবে মাদ্রাসা বোর্ডকে এড করে কোন ফল হবেনা নিশ্চিৎ। কেননা আমাদের দেশে সাধারন ছাত্ররাই খুব বেশি নেট ইউজ করে না বা করতে পারেনা । আর মাদ্রাসার ছাত্রদেরতো একেবারে কম্পিউটার ধরা নিষেধ। ধরলে পাপ হবে !
    এটা আমি খুব ভাল করে জানি কারন আমার ভাইপো মাদ্রাসায় পড়ে আর আমরি ভাই অর্থৎ ভাইপোর পিতা মাদ্রাসায় চাকরি করে। এবং মজার বিষয় হচ্ছে আমি তাদের সাথেই থাকি । হা হা হা হা

Level 0

এইটা ভাই একটা ফাটাফাটি কাজ করেছে সরকার। এই কাজটার জন্য আমি এই সরকারের একেবারে ভক্ত হয়ে গেছি। আগেই কিছুটা ভক্ত হয়েছি তাদের বিদ্যুৎ এর ক্ষেতে অনেক কাজ করার জন্য।

    Level 0

    বিঃ দ্রঃ আমি কোন দল করিনা।

ভাল পদক্ষেপ, শেয়ার করবার জন্য ধন্যবাদ।

অনেক সুন্দর হয়েছে সাইটটা। 😀 😀

Level 0

আমি তো কিছু পড়তে চেয়েছিলাম কিন্তু ডাউনলোডের জন্য ক্লিক করে কিছু সময় বসে থেকে নিরাশ হয়ে ফিরে আসি। আমি তো মাসিক গ্রামীণ। আমার পক্ষে ই বুক পড়ার সহজ ঊপায় আছে কী। দয়া করে জানাবেন। ধন্যবাদ ।

সরকারি সাইট বলে মনেই হয়না। ডেভেলাপার নিশ্চই গুরুত্ব দিয়ে কাজ করেছে।

সাইটটা আসলেই অনেক ভালো আর সুন্দর হয়েছে। 😀