এডসেন্স চেক বিষয়ক কিছু কথা

টিউন বিভাগ খবর
প্রকাশিত

এ মাসে অনেকেই তাদের প্রথম এডসেন্স চেক পাচ্ছে স্বাভাবিক ভাবেই তারা অস্থির এবং উত্তেজিত। এদের মধ্যে অনেকেই আমাকে ফোন দিয়ে বিভিন্ন বিষয় জানতে চাচ্ছে। তাই ভাবলাম তাদের জন্য এডসেন্স চেক বিষয়ক কিছু কথা নিয়ে একটি টিউন করি। অন্যরা হয়তো এই টিউনটিকে তেমন ভালোভাবে নেবেন না কিন্তু তারপরও যেহেতু এটি একটি টেক ব্লগ। আর টেক ব্লগে এগুলো আসলে সময়ের আলোচিত এবং আকাংখিত বিষয় তাছাড়া যারা চেক পায় যেহেতু আমিও তাদের একজন তাই সব চিন্তা করে এই নিয়ে লেখা।

এডসেন্স থেকে যখন চেক ইস্যু করা হয়( পেমেন্ট হিস্টোরী পেজে পাবেন) তখন পাবলিশার কে DHL AWB(যারা কুরিয়ারে আনেন, তবে আমি সব বাংলাদেশী পাবলিশারকেই বলবো কুরিয়ারে আনার জন্য) নাম্বারটি দেয়া হয় না এটা দেয়া হয় বেশ কিছুদিন পর। তাই তখন পাবলিশাররা জানতে পারেন না যে তার চেক তখন কোথায় আছে বা কবে তিনি পাবেন। এ সমসস্যার একটি সহজ সমাধান আছে তা হল পেমেন্ট ইস্যু হওয়ার সময় এডসেন্স থেকে চেক নাম্বারটি দেয়া হয়। আর এই চেক নাম্বারটিকেই ডিএইচএল ব্যাবহার করে শিপিং রেফারেন্স হিসেবে। তাই আপনি DHL এ ফোন করে আপনার চেক নাম্বারটিকে শিপিং রেফারেন্স এ খোজ করতে বললে তারা আপনাকে অনেক আগেই আপনার চেক এর বিস্তারিত তথ্য , কখন কোথায় আছে, কবে আসবে তার জানাতে পারবে। অবশ্য এটি আপনার নাম বললেও তারা সার্চ করে বের করতে পারে কিন্তু তা আসলেই কঠিন এবং বেশীরভাগ সময়েই সম্ভব হয় না। তবে যেভাবেই বের করুন না কেন আপনার DHL AWB নাম্বারটি নিতে ভুলবেন না। তাতে আপনি আবার যদি খোঁজ নেন তাহলে DHL AWB নাম্বারটি দিয়েই সহজে খোঁজ নিতে পারবেন। এমনকি ডিএইচএল এর ওয়েব থেকেও জানতে পারবেন ট্রাকিং সিস্টেম এর মাধ্যমে।

আর সব এডসেন্স পাবলিশার যারা এখনো চেক বা পেমেন্ট পাননি তাদের জন্য আমার দুটি টিপস :

  • তা হল- চেক অবশ্যই কুরিয়ারে মাধ্যমে আনবেন যদিও চার্জ কাটা হয় তারপরও।
  • আর এ জন্য আপনার একাউন্টটি অবশ্যই ব্যাংকের লোকাল ব্রাঞ্চে করবেন।

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার অভিজ্ঞতার কিছু অংশ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

জটিল টিপস। আচ্ছা Payoneer Debit card কি পেপাল সাপোর্ট করে?

শাকিল ভাই আপনার কাছে আমি এখনো বাচ্চা।বাচ্চাকে টিউন করার উন্য বড় বাচ্চাকে ধন্যবাদ।

শাকিল ভাই,আমি গুগল এডসেন্স সম্পর্কে জানতে চাই।আপনি কি আমাকে একটু বলবেন আমি কিভাবে এ সম্পর্কে ভালো করে জানতে পারব।

Level 0

শাকিল ভাই আমি একটি ভালো মানের web site তৈরি করতে চাই। আমা-কে কি আপনার ই-মেইল ঠিকনা দিয়ে সাহায্য করবেন?

Level 0

রাহাত ভাই এর সাথে আমি একমত। তবে গুগল এডসেন্স বিষয়ে অনুগ্রহ করে কোন ইংরেজি বই দিবেন। পারলে আপনি আপনার yahoomail এর একটি ঠিকানা দিবেন।

@ তারেক ভাই আপনাকেও ধন্যবাদ। আপনি আমার সাথে যোগাযোগ কইরেন ইয়াহূতে কারন আপনার এডসেন্স একাউন্ট ব্যান হবার সম্ভাবনা আছে।
@ ডার্ক লর্ড আপনাকেও ধন্যবাদ। আমি পে পালে লেনদেন করি না। এটা টিনটিন ভাই বলতে পারবে।
@ জিকো আপনার কথাটা পরিস্কার না।
@ রাহাত এবং সায়েম আমার সাথে যোগাযোগ করলে আমি ওয়েবসাইট তৈরী এবং এডসেন্স এর ব্যাপারে সাহায্য করতে পারব। ওয়েবসাইট তৈরী, এডসেন্স ও এই বিষয়ক বই নিয়ে আমি আগে টিউন করেছি। তবে এডসেন্স বিষয়ক যে কোন বই এর চাইতে মনে হয় আমি আপনাদের ভাল সহায়তা করতে পারব। আমার মেইল [email protected] এবং [email protected]

Level 0

vaijanera adsense theke taka pete ki bank account laghe?

Level 0

ধন্যবাদ শাকিল ভাই।

Level 0

SHAKIL vai, amar khub issa google adsence theke TAKA ai kora.ami akta nijisho web site khulte cai.r ajonnoi apnar shojogita ottonto projon.ami 6 month try kore fail hoyesi web site er bepare.tai amake aktu sohojogita korben please.
amar adress [email protected]. ami apnar mail adress peyesi.

@Babu হ্যাঁ লাগে।
@ Arifin ঠিক আছে করব।

shakil vai adsence band hobar karon jante chai?

শাকিল ভাইয়ার প্রতিটি টিউন আমি মন দিয়ে পড়ি এবং অনেক কিছু শিকতে চেষ্টা করি,সুন্দর টিউনের্ জন্য শাকিল বাইকে ধন্যবাদ।

Level 0

আমি Google Adsence পেতে চাই, যদি কেও আমাকে Help করেন আমি তাকে Pay করব। আমার সাথে যোগাযোগ করুন এই Number এ +8801831337108.