প্রকৃতি বড়ই অদ্ভুত, যা আমাদের ভাষায়
মিস্টেরিয়াস অফ দ্যা ন্যাচার। রহস্য ঘেরা
এই পৃথিবীর এমন কিছু লোকেশন আছে,
যা আপনার কল্পনাকেও হার মানাবে। নীল
এই গ্রহটিকে বলা যায় রহস্যের ভান্ডার।
৭১ভাগ পানি আর ২৯ ভাগ স্থলের মধ্যেও যে
অসাধারণ সব রহস্য লুকিয়ে থাকতে
পারে, কেবল তার সামান্য তথ্যই রয়েছে
আমাদের কাছে। তাই শেয়ার করবো চমৎকার
কিছু তথ্য, যা আপনার জ্ঞানকে সামান্য হলেও প্রসারিত করবে।
প্রিয় বন্ধুরা, তাহলে শুরু করা যাক।
আর টেকটিউনসে নতুন হলে আপনাকে
স্বাগতম।
সমুদ্রের তীরে এমন নীলাভ আলো কোথাও
দেখেছেন? একেই বলে প্রকৃতির লীলাখেলা।
যা আপনার চোখ ও মনকে প্রশান্ত করে দিবে এই স্বপ্ন রাজ্যের নিয়ন আলো। এ জন্যই বলা হয় 'সী অফ স্টার্স' বা 'তারার সমুদ্র'। বিজ্ঞানেরভাষায় একে বলে বায়োলুমিনিসেন্স। এটা হয়এক জাতীয় সামুদ্রিক ফাইটোপ্লাঙ্কটনের জন্য। এদের মধ্যে লুসিফেরাস নামক একধরনের রাসায়নিক উপাদান থাকে। যার মাধ্যমে এই আলো ছড়ায়। এই রহস্যময় দৃশ্য
দেখতে পাবেন মালদ্বীপের ভাডু আইল্যান্ডে।
click here
প্রকৃতি একদিকে যেমন কোমল, অন্যদিকে
ভয়ংকর। ভয়ংকর এই অগ্নি গর্তটির ব্যাস
৭০ মিটার, এর গভীরতা ৩০ মিটার। বিজ্ঞানিদের মতে এখান থেকে প্রতিনিয়ত
মিথেন গ্যাস নির্গত হচ্ছে। হয়তো এই কারনেই এর নাম করন করা হয়েছে নরকের দরজা।
তবে কৌতুহল প্রিয় দর্শনার্থীদের জন্য জায়গাটা মন্দ না। এটি দেখতে পাবেন
তুর্কমেনিস্থানের কারাকুম মরুভূমির দারভাজা গ্রামে। click here
বিয়ার লেক আরোরা প্রকৃতির আর এক
বিস্ময়কর স্থান। এখানকার আকাশে অনবরত রঙিন আলোর মেলা মিলে।
এই আলো শুধুমাত্র উত্তরেই দেখা যায়।
বিজ্ঞানের ভাষায় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড
ও সূর্যের রেডিয়েশনের জন্যই এই রঙিন আলো তৈরী হয়। রহস্যময় এই আরোরা
দেখতে পাবেন আলাস্কায়। click here
এই গাছ গুলি দেখলে মনে হবে এলিয়েন
আইল্যান্ড। প্রকৃতি আমাদের এমন সব
দৃশ্য দেখায় যা রুপকথার সাথে অনেকাংশে
মিলে যায়। এই অদ্ভুত গাছটির আরেক নাম হচ্ছে 'Desert Rose' বা 'মরুভূমির গোলাপ'।
গাছটি ৩২ ফুট লম্বা হতে পারে। এই রোমাঞ্চকর গাছ দেখতে পাবেন ইয়ামেন,
শুকাত্রা দ্বীপে। click here
গাছ গুলো দেখলে অদ্ভুত ও ভৌতিক মনে
হয়। আসলে কি কারনে এমন আকৃতি হয়
তা বলা মুশকিল। এই গাছ গুলোর চমৎকার
একটি বৈশিষ্ট্য হচ্ছে, এরা এক সাথে এক দিকে ঝুকে থাকে, তাই এ জঙ্গলকে বলা হয়
ড্যান্সিং ফরেস্ট। চমৎকার এই গাছ দেখতে
পাবেন পোল্যান্ড, ক্রকড ফরেস্টে। click here
আমি আহমাদ উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা।
jm.shawon thank u very much