কম দামি আইফোন আনল অ্যাপল

টিউন বিভাগ খবর
প্রকাশিত

জনপ্রিয় আইফোন এসই পুনরায় চালু হওয়ার প্রত্যাশায় বছরের পর বছর ধরে অপেক্ষায় ছিল অ্যাপল প্রেমীরা। অবশেষে ‘আইফোন এসই (২০২০)’ মডেলের নতুন আইফোন বাজারে আনল অ্যাপেল।

ফোনটি দেখতে অনেকটা আইফোন ৮ এর মতো। ফোনটির সামনে-পেছনে গ্লাস ও পাশে অ্যালুমিনিয়াম ফ্রেম। ফোনটির পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ও সামনে আছে ৭ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর এতে ফেস ডিটেকশন, এইচডিআর, প্যানোরমা মোডও রয়েছে।

এছাড়া এতে অ্যাপল এ-১৩ বায়োনিক চিপসেট, হেক্সাকোর (২*২.৬৫) সিপিইউ ও ফিঙ্গারপ্রিন্ট সুবিধা দেয়া হয়েছে। সেটটির ওজন রাখা হয়েছে ১৪৮ গ্রাম।

কালো, সাদা ও লাল; এই তিন রঙে পাওয়া যাচ্ছে আইফোন এসই (২০২০)। আর 64GB, 128GB, 256GB এই তিনটি স্টোরেজের ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ও ভ্যারিয়েন্ট গুলোর দাম পড়বে যথাক্রমে $399, $449, $549 ডলার।

অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেম সংস্করণ ‘আইওএস ১৩’ ইনস্টল করা হয়েছে সেটটিতে।

১৭ এপ্রিল থেকে অনলাইনে সেটটির প্রি-অর্ডার করা যাবে। আর ২৪ এপ্রিলের পর থেকে ডেলিভারি করা হবে।

TechFAQBD অবলম্বনে

আরও পড়ুন –

Level 3

আমি মোঃ রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস