জনপ্রিয় আইফোন এসই পুনরায় চালু হওয়ার প্রত্যাশায় বছরের পর বছর ধরে অপেক্ষায় ছিল অ্যাপল প্রেমীরা। অবশেষে ‘আইফোন এসই (২০২০)’ মডেলের নতুন আইফোন বাজারে আনল অ্যাপেল।
ফোনটি দেখতে অনেকটা আইফোন ৮ এর মতো। ফোনটির সামনে-পেছনে গ্লাস ও পাশে অ্যালুমিনিয়াম ফ্রেম। ফোনটির পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ও সামনে আছে ৭ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর এতে ফেস ডিটেকশন, এইচডিআর, প্যানোরমা মোডও রয়েছে।
এছাড়া এতে অ্যাপল এ-১৩ বায়োনিক চিপসেট, হেক্সাকোর (২*২.৬৫) সিপিইউ ও ফিঙ্গারপ্রিন্ট সুবিধা দেয়া হয়েছে। সেটটির ওজন রাখা হয়েছে ১৪৮ গ্রাম।
কালো, সাদা ও লাল; এই তিন রঙে পাওয়া যাচ্ছে আইফোন এসই (২০২০)। আর 64GB, 128GB, 256GB এই তিনটি স্টোরেজের ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ও ভ্যারিয়েন্ট গুলোর দাম পড়বে যথাক্রমে $399, $449, $549 ডলার।
অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেম সংস্করণ ‘আইওএস ১৩’ ইনস্টল করা হয়েছে সেটটিতে।
১৭ এপ্রিল থেকে অনলাইনে সেটটির প্রি-অর্ডার করা যাবে। আর ২৪ এপ্রিলের পর থেকে ডেলিভারি করা হবে।
TechFAQBD অবলম্বনে
আরও পড়ুন –
আমি মোঃ রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।