ইতিহাস জগৎ আপনাকে স্বাগত। আজ থেকে ইতিহাস জগৎ এর নতুন পথ চলা শুরু হচ্ছে। আশা করি আপনাদের সকলে আমাদের পাশে পাবো। আজ ইতিহাস জগৎ এর সব থেকে বড় এবং নাম করা রোম সাম্রাজ্যে কাহিনী নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করছি। আমরা আশা করছি আমাদের এই নতুন যাত্রা পথে আপনাদের সাথে পাবো।
রোম! পৃথিবীজুড়ে কালে কালে যত সাম্রাজ্যের আবির্ভাব হয়েছে, তর্কযোগ্যভাবে রোমই হয়তো ছিল সেগুলর মাঝে সবচেয়ে শক্তিশালী। এ কথা অনস্বীকার্য যে রোমের উৎকর্ষের যুগে কোনো শক্তিই এর সামনে দাঁড়াতে পারেনি। হ্যাঁ, অন্যান্য যেকোনো শক্তির মতো রোমও তাদের সময় অনেক উত্থান-পতনের মাঝে দিয়ে গিয়েছে। রোমান সেনারা অনেক যুদ্ধে পরাজিত হয়েছে। কানের যুদ্ধ, অথবা তার থেকে কম পরিচিত টিউটোবার্গের যুদ্ধে রোমান সেনাবাহিনী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। অন্য কোনো সাম্রাজ্য হলে এর যেকোনো একটির পরে টিকে থাকতে পারত না। কিন্তু রোম ছিল ভিন্ন ধাতুতে গড়া। এর জনগোষ্ঠীর দৃঢ়তা, অধ্যবসায়, আর অনন্য রাজনৈতিক কাঠামো একে করে তুলেছিল অপরাজেয়। কাজেই দেখা যেত, রোম খণ্ড খণ্ড যুদ্ধে পরাজিত হলেও সবকিছু শেষে বিজয়ের মালা তার গলাতেই উঠেছে।
Video link : https://youtu.be/eA6Ew_FDzHk
রোমান সাম্রাজ্যের ইতিহাস নিয়ে হয়েছে অসংখ্য গবেষণা, লিখিত হয়েছে মোটা মোটা বই। নাইজেল রজার্সের 'এনশিয়েন্ট রোম: অ্যা কমপ্লিট হিস্টোরি অফ দ্য রাইজ এন্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার' এ বিষয়ে এক যুগান্তকারী রচনা হিসেবে স্বীকৃত। তিনি ছাড়াও প্রাচীন ও আধুনিক বহু ঐতিহাসিক রোম সাম্রাজ্য নিয়ে চমকপ্রদ ইতিহাস বর্ণনা করেছেন।
ফুল ভিডিও ঃঃ https://youtu.be/eA6Ew_FDzHk
সম্পূর্ণ ইতিহাস জানতে হলে ভিডিও সম্পূণ দেখুন। ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।
আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।