শ্রুতি পড়ে শোনাবে প্রথম আলোর খবর

টিউন বিভাগ খবর
প্রকাশিত

খবরও অনেক মানুষের মন ভরায়। এমন কিছু মানুষ আছেন, যাঁদের প্রথম আলোর খবর না পড়লে মন ভরে না। কিন্তু যাঁরা চোখ দিয়ে খবর পড়তে পারেন না, তাঁদের জন্য কি কোনো ব্যবস্থা নেই? আছে, আর তা হচ্ছে শ্রুতি। ‘শুনবে খবর, জানবে তারা’ স্লোগানে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য শ্রুতি নামের একটি সেবা চালু করেছে প্রথম আলো। শ্রুতি মূলত দৃষ্টিপ্রতিবন্ধীদের খবর পড়ে শোনানোর দরকারি একটি অ্যাপ্লিকেশন। অ্যাপটির সাহায্যে সহজেই প্রথম আলো অনলাইনের খবর অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে শুনতে পারেন দৃষ্টিপ্রতিবন্ধীরা।

রেডিও-টিভির খবর যেমন শোনা যায়, প্রথম আলোর খবর দৃষ্টিপ্রতিবন্ধীরা শুনতে পারবেন এখন। এর আগে প্রথম আলো কেন দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য খবর শোনার কোনো ব্যবস্থা আনছে না? এমন অনুযোগ ছিল অনেক দিন ধরে। প্রথম আলো কি আর পাঠকের কথা না ভেবে থাকতে পারে? প্রথম আলোর বিদেশ সংস্করণের সম্পাদক সেলিম খান জানান, পাঠকের কথা ভেবে শুরু থেকেই দৃষ্টিপ্রতিবন্ধীরা যাতে প্রথম আলোর খবর শুনতে পারেন, সে উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১০ সালে।

’ শ্রুতি অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সেটিংস করবেন দেখে নিন নিচের ভিডিওতে-

Level 3

আমি জুয়েল আহমদ লিটন। Mid Level, Pro Bangla, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জুয়েল আপনাদের উৎসাহ আর উদ্দীপনা পেলে টেকনোলজি সম্পর্কে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস