আমি একজন এইচ.এস.সি পরীক্ষার্থী। ফেসবুকের প্রতি আমার কিছুটা নেশা রয়েছে। তথ্য প্রযুক্তি সম্পর্কে আগ্রহ অনেক দিন ধরেই। কিছু দিন হল তথ্য প্রযুক্তি বিষয়ক ব্লগের প্রতি নেশা বেরেই চলছে। তাই এইচ.এস.সি পরীক্ষার মধ্যেও টিউন করতে বসে গেলাম। কারন পরবর্তী পরীক্ষা পর্যন্ত লম্বা একটি ছুটি রয়েছে। গত টিউনে পৃথিবীর কিছু দামি মোবাইল ফোন সম্পর্কে একটি টিউন করেছিলাম। টিউনটি অধিক সংখ্যক বার দেখা হবে বলে যে আশা করেছিলাম তা আর হল না। তবে অনেক বেশি মন্তব্য পেয়েছি। মনে হচ্ছে আজকাল কিছুক্ষণ পর পর টেকটিউনসের সার্ভার প্রবলেম হয় বলেই পাঠক সংখ্যা কমে গিয়েছে। অন্যদিকে জনপ্রিয় টিউনারদের টিউনও খুব একটা দেখা যায় না। যাই হোক আজ পৃথিবীর ১০টি সুস্বাদু পিৎজা নিয়ে একটি টিউন করব। একবার দেখলেই জিভে জল এনে দিবে। টিউনটি করার সময় আমি নিজেই লোভ সামলাতে পারিনি 😀 😀 😀
1. SPINACH PIZZA
আপনার সবাই পাপাই দা সেইলর ম্যান কার্টুনটি দেখেছেন। সেখানে পাপাইয়ের খাদ্য হিসেবে SPINACH ব্যবহৃত হত। যেখানে সম্পূর্ণ ভিটামিন K রয়েছে। এই SPINACH যখন আপনার পিৎজাতে থাকবে তখন এটি হবে একটি স্বাস্থ্যকর খাদ্য।
2. BROCCOLI PIZZA
ব্রক্কলি ভিটামিন K, C এবং A তে ভরা এক প্রকার সবজি। যখন এই স্বাস্থ্যকর জিনিসটি আপনার পিৎজায় থাকবে তখন সেটি হবে আপনার জীবনের সেরা পিৎজা।
3. MUSHROOMS PIZZA
মাশরুমে প্রচুর পরিমানে প্রোটিন রয়েছে। ১ কাপ মাশরুমে আপনি ১৫ কেলরি এবং ২২ গ্রাম প্রোটিন পাবেন।
4. GRILLED CHICKEN
গ্রিলড চিকেনে প্রয়োজনীয় পরিমানে প্রোটিন রয়েছে। যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারি।
5. GARLIC PIZZA
গারলিক পিৎজা আপনার খাবারে এনে দিবে স্পেসাল টেস্ট এবং এটি কলেস্তরেল লেভেল নিয়ন্ত্রন করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি হার্টের রোগ প্রতিরোধ করে। তাই আপনার খাদ্যের তালিকা থেকে পিৎজা বাদ যাবে কেন?
6. EXTRA TOMATO SAUCE
টমেটো আপনার খাদ্যের মধ্যে একটি সুস্বাদু জিনিস। টমেটো LYCOPENER উৎস এবং এটি ক্যান্সার প্রতিরধো করে। তাই আপনি যদি আপনার স্বাস্থ্য কমাতে চান তাহলে পিৎজাকে এরমকম চৎমতকার ভাবে তৈরি করুন তাহলে আপনি আপনার লক্ষে পৌছাতে পারবেন।
7. LOW FAT CHEESE PIZZA
অনেক মানুষ পনিরের কারনে পিৎজা খেতে চায় না। কিন্তু আপনি এখন LOW FAT CHEESE পিৎজা খেতে পারবেন যেটা আপনার খাদ্যের প্রোটিনের কোয়ালিটিকে শুধুমাত্র উন্নত করবে না আপনাকে মোটা হওয়া থেকে রোধ করবে।
8. PINEAPPLE PIZZA
পাইনাপেল একটি সুস্বাদু ফল। যেটাতে প্রচুর পরিমানে ভিটামিন C এবং E রয়েছে।
9. PERMESAN CHEES PITZZA
পারমিসান চিজ পিৎজা নরমাল পনিরের পিৎজা থেকে অনেক ভাল কারন এটিতে প্রচুর পরিমানে প্রোটিন এবং ক্যালসিয়াম রয়েছে।
10. HAM PIZZA
হামে প্রচুর পরিমানে প্রোটিন রয়েছে। এখানে আপনি মাংসের কিমা অথবা গরুর মাংস ব্যাবহার করতে পারেন কারন এটি আপনার শরীর মোটা হতে সাহায্য করবে।
আমার কিছু টিউন :
আমি Farhan Abid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
৪নং-টা Order দিলাম…
৩০ মিনিট পর পাবো তো?…