বৌদ্ধধর্ম সুপ্রাচীন ধর্ম। গৌতম বুদ্ধ প্রবর্তিত এ ধর্মমত ভারতবর্ষের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্ক্রতিক জীবন-ধারায় এক বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছেন। সকল সংকীর্ণতা ও কুসংস্কার বর্জিত বুদ্ধের ধর্ম সাধারণ জনমানসে একসময় গভীর রে খাপাত করতে সমর্থ হয়েছিল। হাজারাধিক বছর ধরে ভারতবর্ষে চলেছিল বুদ্ধচর্চা। ভারতবর্ষের সর্বত্র মাটির নীচে, পর্বত-গাত্রে, গুহায় বৌদ্ধধর্মের অতীত সাক্ষী বিদ্যামান, যেহুল প্রতিনিয়ত আবিস্কত হচ্ছে আর ঘোষণা দিচ্ছে বৌদ্ধ কৃষ্টি-সভ্যতা, ইতিহাস- ঐতিহ্যের সমৃদ্ধময় স্বণযুগের কথা। বলা বাহুল্য, বৌদ্ধধর্মের মহামানবতার জয়গান, সার্বজনীন হিতপদেশ, যৌক্তিক বিশ্লেষণে উপস্থাপিত দার্শনিক সিদ্ধান্ত এখনো চিন্তাশীল বস্তুবাদী পণ্ডিত-মনীষীদের হৃদয় আকৃষ্ট করে । তাই বিশ্বব্যাপী বুদ্ধচর্চার বিরাম নেই।
বর্তমানে ভারতবর্ষে বৌদ্ধধর্মের অনুসারীর সংখ্যা খুবই নগণ্য। ভারতের কাশ্মীরের লাডাক এলাকা, মহারাষ্ট্র (নহ-দীক্ষীত বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের অনুসারী), পূর্বাঞ্চলের দার্জিলিং, সিকিম, পশ্চিমবং, বৃহত্তর আসাম রাজ্য এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বৃহত্তর চট্টগ্রাম জেলা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম জেলা, নোয়াখালী, কুমিল্লা, লাকসাম, পটুয়াখালী, বরগুণা, রংপুর, দিনাজপুর, বগুড়া প্রভৃতি জেলায় কিছুসংখ্যক বৌদ্ধ বসবাস করে বাংলাদেশের মধ্যে। বর্তমানে বাংলাদেশে বসবাসরত বৌদ্ধদের মধ্যে কয়েকটি জাতি-গোষ্ঠী রয়েছে, তম্মধ্যে চাকমা, মরমা, রাখাইন, তঞ্চংগ্যা, চাক, প্রভৃতি বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম জেলা, পটুয়াখালী, বরগুণা ও কক্সবাজার জেলায় বাস করে। পার্বত্য জেলায় বসবাসরত বৌদ্ধরা নিজেদের আদিবাসী পাহাড়ী জনগোষ্ঠী বৌদ্ধ।
বৃহত্তর চট্টগ্রাম জেলা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম জেলা, নোয়াখালী, কুমিল্লা, লাকসাম, পটুয়াখালী, বরগুণা, রংপুর, দিনাজপুর, বগুড়া প্রভৃতি জেলায় বসবাসরত বৌদ্ধ্রা সমতলী বৌদ্ধ এবং তারাই বাংলী বৌদ্ধ নামে পরিচিত।
এসারা দেশের বিভিন্ন স্থানে বৌদ্ধধর্মাবলম্বীদের অবস্থান। কিন্তুএ বাংলাদেশ থেকে পূর্ণাং কোন বৌদ্ধধর্ম বিষয়ের সাইট নেই। বৌদ্ধদের বৌদ্ধধর্মের ভিবিন্ন বিষয়, খবর ও সভ্যতার ভিবিন্ন দিক নিয়ে চালু হয়েছে dhammainfo.com প্রথম বাংলাদেশের বৌদ্ধর্মীয় সাইট। এই সাইটে লেখিয়দের জন্য যোগ করা হয়েছে ফোরাম ও ব্লগ।
সাইটটির এখনো ডেপলাপ এর কাজ চলছে। বাংলা ভাষীদের জন্য আনন্দের খবর। অতি সহসা এর বাংলা সংস্করণ যোগ করা হবে। সাইটটিতে সহযোগী বা সংবাদ কর্মী হয়ে কাজ করতে চাইলে যোগাযোগ করুন [email protected], [email protected], [email protected] [email protected]
ধন্যবাদ সবাইকে………………।
আমি nbr969। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
offer and ensure you the best quality of all kinds of web designing, developing, content processing etc. at the very lucrative price. We use the open source based software for the website development which are, Content Management System (CMS) contains the terms contents and management which imprecisely refers only to...