আমাদের রেটিং 3.5 / 5
পাঠকের রেটিং4 / 5
অভিনেতাঅজয়, সইফ, কাজল
পরিচালকওম রউত
ছবির ধরনHistory, Drama
সময়সীমা2 hrs. 15 Min
অজয়-কাজলের ছবিতে ক্ষীর খেয়ে গেলেন সইফ
ভাস্বতী ঘোষ
ঔরঙ্গজেব গদিতে বসে দাবার চাল দিলেন। সেই চাল অনুযায়ী এগোলেন উদয়ভান সিং রাঠোর। রক্ত ঝরালেন আর এক 'গুটি' মানুষের। এর পর পাল্টা চালে তার সামনে এক হাতি। অস্ত্রের কোপে সেই হাতির শুঁড় উড়িয়ে দিলেন উদয়ভান। যে এ ছবি খলনায়ক। সইফ আলি খান। এ দৃশ্য দেখে, এই নষ্ট চরিত্রের প্রেমে পড়ে যাওয়ার জোগাড়! 'তানাজি' ছবির সবচেয়ে বড় দুর্বলতার জায়গা এটা। এবং সবচেয়ে বড় শক্তির জায়গাও এটা।
বাকিটুকু ছকে ফেলা। ঔরঙ্গজেব দখল করতে চায় এমন এক অঞ্চল যেখানে সকলের মুখে 'হর হর মহাদেব'। সে পাঠায় উদয়ভানকে। রাজপুত হিসেবে জন্মেও ঘটনাচক্রে যে মুঘল। নাগিন নামক কামানে যে বিপক্ষকে মুহূর্তে উড়িয়ে দিতে পারে।
তুলনায় সীমিত অস্ত্র, সীমিত সৈনিক নিয়ে উদয়ভানের বিরুদ্ধে সোচ্চার হয় তানাজি (অজয় দেবগণ)। এ যুদ্ধে কে জিতবে, সে উত্তর রয়েছে ছবির ক্লাইম্যাক্সে। তবে এমন ছবিতে কী ঘটবে তা জানার উত্তেজনা নিতান্তই ফিকে, কীভাবে ঘটবে তার কাছে।
ভালো লাগলে ডাউনলোড করে নিন Marjaavaan Full Movie Hindi
থ্রিডি ছবি হিসেবে 'তানাজি' কতটা পোক্ত? উত্তর হল, কোথাও হাস্যকর নয়। চিত্রনাট্য কি যুক্তিসঙ্গত? এ ব্যাপারে ছবিটি 'বাহুবলি' বা 'পদ্মাবত'-এর পথে হেঁটেছে। অতএব যুক্তি খুঁজেছেন, কী মরেছেন! দেওয়াল বেয়ে সেনাদের ওঠা দেখে মাঝে-মাঝেই মনে হবে, গল্পের গরু গাছে উঠছে। তবে এই গল্পের গরু বক্সঅফিসে সোনা ফলাবে, সেটাও আঁচ করা যায়। আসলে বলিউডের বিগ বাজেট, পিরিয়ড পিস দেখার প্রথম শর্তই হল, প্রশ্ন করবেন না.লার্জার দ্যান লাইফ চরিত্রগুলোর কাণ্ডকারখানা দেখুন আর উপভোগ করুন।
অজয় দেবগণ 'তানাজি' চরিত্রে বিশ্বাসযোগ্য। তার স্ত্রীর চরিত্রে কাজলকেও দেখতে ভালো লাগে। তবে হোম প্রোডাকশন না হলে, কাজল এ চরিত্র ফেরাতেন বলেই মনে হয়। প্রসঙ্গত জুটি বেঁধে অজয়-কাজলের শেষ চর্চিত ছবি 'ইউ মি অউর হাম'। ২০০৮-এর সেই ছবি 'হিট' নয়। বরং এত বছর পর 'তানাজি'-ই অজয়-কাজল জুটির জন্য খুশির খবর আনতে পারে। কিন্তু এ চিত্রনাট্যের ক্ষীর খেয়ে যিনি বেরিয়ে গিয়েছেন, তিনি সইফ আলি খান।
ইতিহাসের কেমন পুনরাবৃত্তি হয় দেখুন। 'পদ্মাবত'-এ শাহিদ কাপুর যে রণবীর সিংয়ের কাছে হেরে গিয়েছিলেন, তার পিছনে চিত্রনাট্য অনেকটাই দায়ী ছিল। এখানে যে কীভাবে সইফ জিতছেন, ধরতে পারবেন না। অথচ সিনেমাহল থেকে বেরিয়ে মনে হবে, সইফ একটু বেশি ভালো! ঠিক সে কারণে নায়ক বনাম খলনায়কের লড়াইয়ে দর্শক হিসেবে জড়িয়ে পড়া ছাড়া উপায় থাকে না। ছবির আবহসঙ্গীত জোরের জায়গা। তবে এ ছবি কি বলিউডের 'বাহুবলি' হতে পারল? না। সে 'দিল্লি' এখনও অনেকটা দূর!
আমি অলিদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
My name is Olidur Rahman, I love technology, Stay tuned with us to know more about Mobile and Computer, tips and tricks should you know because This is technology time and this is my website: https://www.techadvancefree.com/ https://www.techyeyes.com/