টেক আপডেটঃ ১

টিউন বিভাগ খবর
প্রকাশিত

যখন ব্লগিং শুরু করি, তখন প্রযুক্তি বিষয়ক তথ্যগুলোর প্রতি অনেক আকর্ষন ছিল। এরপর অনেক সময় কেটে গেছে। অনেক বাংলা কমিউনিটি ব্লগে ব্লগিং করেছি। একেকটা ব্লগ একেক দিক দিয়ে অনন্য। তবে আমার সীমাবদ্ধতা হচ্ছে - অনেক ধৈর্য নিয়ে আমি কোন কিছু করতে পারিনা। বিশেষ করে বিশাল বিশাল পোস্ট লেখা। তাছাড়া এখনকার যুগে প্রায় সবই রেডিমেড থাকে ইন্টারনেটে। বড়জোড় একটু রেফার করলেই হয়। ইংরেজী সাইটে কোন টিপস বা তথ্য পেয়ে সেটা অনুবাদ করে দেওয়ার মত ধৈর্য এখন আমার আর নাই বললেই চলে। তবে খুব গুরুত্বপূর্ন হলে মাঝে মাঝে করি।

এখন যুগটাই মাইক্রো-ব্লগিংয়ের। অল্প কথায় কাজ হলে বেশি কথার দরকার কি? এসব ভেবেই মনে হলো আমার জন্য টিপিক্যাল টেক ব্লগিংয়ের চেয়ে টেক মাইক্রোব্লগিংই বেটার। তাই ফেসবুকে " ইন্টারনেট, কম্পিউটার ও প্রযুক্তি বিষয়ক টিপস এন্ড ট্রিকস " নামে একটা পেজ খুলি। প্রযুক্তি বিষয়ক যে নিত্য নতুন যে সব তথ্য বা ট্রিকস জানি সেগুলো সেখানে দেওয়ার চেষ্টা করি। সেখানকার আপডেটগুলো এখানে সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে পোস্ট আকারে প্রকাশ করবো ভাবছি। সেজন্যই এই পোস্ট।

  • সান দিয়াগোতে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির নিউরোসাইন্স রিসার্চার Tzyy-Ping Jung ও তার সহকর্মীরা এমন এক ধরনের সিস্টেম ডেভেলপ করেছেন যেটি দিয়ে শুধুমাত্র চিন্তাশক্তি ব্যবহার করে সেলফোনে সঠিকভাবে ফোন নম্বর ডায়াল করা যায়। ইলেকট্রোডের হেডব্যান্ড ও একটি ব্লুটুথ ডিভাইসের সাহায্যে এটি ব্রেনের ইলেক্ট্রিক্যাল এক্টিভিটি ট্র্যাক করে । ১০ ডিজিটের একটি ফোন নম্বর ডায়ালের ক্ষেত্রে এর নির্ভূলতার হার প্রায় ৭০-৮০% । ম্যাশেবল ডট কমে বিস্তারিত পড়ুন
  • দীর্ঘদিন পর অনলাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করলেন বাংলাদেশের প্রোগ্রামাররা। স্পেনের ভ্যালাদোলিদ বিশ্ববিদ্যালয় পরিচালিত ভ্যালাদোলিদ অনলাইন জাজ সাইটে (uva.onlinejudge.org/) ৩ এপ্রিল অনুষ্ঠিত ‘মেক্সিকো অক্সিডেন্টাল অ্যান্ড প্যাসিফিক ২০১০’ প্রতিযোগিতায় শীর্ষস্থানে দেখা যায় বাংলাদেশের নাম। প্রতিযোগিতায় নয়টি প্রোগ্রামিং সমস্যার মধ্যে সব কটি সমাধান করে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশের আরিফুজ্জামান ও সোহেল হাফিজ। বিস্তারিত পড়ুন প্রথম আলোর খবরে
  • সোশ্যাল নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক এবার কম্পিউটার হার্ডওয়্যার ব্যবসায় হাত বাড়িয়েছে। অন্যান্য টেক জায়ান্টের সঙ্গে মিলিতভাবে ‘ওপেন কম্পিউটার প্রজেক্ট’ চালু করছে ফেসবুক। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর। ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছেন, এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট ডিজাইনের বিদ্যুৎসাশ্রয়ী কম্পিউটার তৈরি করা, যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে সুবিধা হবে। বিস্তারিত বিডিনিউজ টুয়েন্টিফোরের খবরে
  • মনে করুন, আপনি মানব ইতিহাসে প্রথম ব্যাক্তি যার সাথে ভিনগ্রহের কেউ (সহজ বাংলায় alien) সরাসরি যোগাযোগ করেছে। জানি, জানি যে এইরকম হবার সম্ভাবনা বলতে গেলে একদমই নাই, আর থাকলেও হয়তোবা সেটা আপনি হবেন না। তারপরও, শুধু এই লেখাটার স্বার্থে, কয়েক মিনিটের জন্য হলেও এমন আজগুবি জিনিস ভাবতেও তো দোষ নাই! ক্যাডেট কলেজ ব্লগে এরকম অসাধারণ এক লেখার অনুবাদ করেছেন ব্লগার রাফি । হাতে একটু সময় থাকলে পড়ে আসতে পারেন লেখাটা।
  • সম্প্রতি ম্যাশেবল (mashable.com) এর এক জরিপে দেখা যায় টুইটারের প্রতি টুইটে গড়ে ০.৩৮ ক্লিক এবং ফেসবুকে গড়ে ৩.৩১ (টুইটারের প্রায় ৮.৭ গুন) ক্লিক আসে। অর্থাৎ টুইটারে মানুষ টুইটের বিস্তারিত পড়ার চেয়ে রিটুইটে বেশি আগ্রহী।
    টুইটারে গড়ে প্রতিদিন ১৪০ মিলিয়ন টুইট আসে, ৪,৬০,০০০ নতুন একাউন্ট খোলা হয়।
    নিয়োগপ্রাপ্ত কর্মচারীঃ
    ২০০৮ এ ৮
    ...২০০৯ এ ২৯
    ২০১০ এ ১৩০
    ২০১১(জানুঃ) তে ৩৫০
    বর্তমানে ৪০০ জন।
  • ইংরেজী শব্দ ব্যবহারের ক্ষেত্রে সাধারণত অক্সফোর্ড ডিকশনারীকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়। গত সপ্তাহে এতে “LOL" (laughing out loud) শব্দটি যোগ করা হয়েছে যেটা এখন অফিশিয়ালী ব্যবহার করতে পারবেন। LOL ব্যবহৃত হবে interjection হিসেবে। এর অর্থ লেখা হয়েছে “originally and chiefly in the language of electronic communications: ‘ha ha!’; used to draw attention to a joke or humorous statement, or to express amusement.”
  • যারা দেশের বাইরে আছেন, তাদের ছেলেমেয়েরা অনেকেই হয়তো এদেশের শিক্ষাব্যবস্থার সাথে পরিচিত না। আপনারা চাইলে ক্লাশ ওয়ান থেকে ক্লাশ টেনের পাঠ্যবইগুলো পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে বাচ্চাদের এদেশের পড়াশোনা সম্পর্কে ধারণা দিতে পারেন। এছাড়া যারা টিউশানি করেন তাদেরও কাজে লাগবে বইগুলো। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকগুলোর ডাউনলোড লিঙ্ক
  • ভারতের ইঞ্জিনিয়ারিং শিক্ষার গুনগত মান বাড়ানোর জন্য ভারত সরকারের “Human Resource Development” এর অর্থায়নে পরিচালিত একটি সাইট nptel.iitm.ac.in । এখান থেকে IIT এবং IIS গুলোর লেকচার ভিডিও/পিডিএফ ফরমাটে ডাউনলোড করা যাবে। অনেক বিখ্যাত স্যাররা এর কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। আপনি আপনার পছন্দের বিষয়ের ভিডিও লেকচার ডাউনলোড করে হয়ে উঠতে পারেন স্বশিক্ষিত।
  • ফেসবুকের কমেন্ট এডিট করা যাচ্ছে এখন থেকে। প্রযুক্তি বিষয়ক বিখ্যাত সাইট লাইফহ্যাকার থেকে পড়ুন বিস্তারিত
  • সম্প্রতি গবেষকরা ১৯৮৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ডিজিটাল আকারে জমা রাখা মোট ডেটার পরিমাণ হিসেব করেছেন। গবেষকদের হিসেব অনুযায়ী সংগৃহীত মোট ডেটার পরিমাণ ২৯৫ এক্সাবাইটস। কম্পিউটারে তথ্য জমা রাখার হিসেব করা হয় কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট ক্রমে। এরপর টেরাবাইট, পেটাবাইট এবং এক্সাবাইট। ১ এক্সাবাইট সমান ১ বিলিয়ন গিগাবাইট।

    গবেষকরা জানিয়েছেন, যে পরিমাণ ডেটা জমা আছে তা যদি বই আকারে রাখা হয় তবে তা যুক্তরাষ্ট্র বা চীনের মতো দেশকে তিনটি স্তরে ঢেকে ফেলবে। এ ছাড়াও, সিডিতে এই পরিমাণ ডেটা জমা রাখা হলে এবং সেই ডিস্ক পরপর সাজানো হলে সেটি চাঁদের দূরত্বের সমান হবে। তথ্যসূত্রঃ বিডিনিউজ টুয়েন্টিফোর

  • আপাতত এ পর্যন্তই। পরের পর্ব নিয়ে কিছুদিন পরই উপস্থিত হব ইনশাল্লাহ। আর ইন্সট্যান্টলী এই ধরনের আপডেট জানতে চাইলে ইন্টারনেট, কম্পিউটার ও প্রযুক্তি বিষয়ক টিপস এন্ড ট্রিকস পেজটাতে লাইক দিয়ে রাখতে পারেন।

    পূর্ব প্রকাশঃ আমার ওয়ার্ডপ্রেস ব্লগ

    Level 0

    আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    রনি পারভেজ ভাই আপনাকে সাধুবাদ জানাই এই কাজের জন্য । ধন্যবাদ ।

    ভাই আমাদের মেনে চলতে হবে যদি আমরা টেকটিউন কে ভালোবাসি ।

    Level 0

    রনি ভাই অনেক দিন পর 🙂

    অনেক দিন পর হলেও টেকটিউন্সে আপনার লেখা পরে অনেক ভালো লাগলো।আসলে এত দিন আপনাকে টেকটিউন্স অনেক মিস করেছে।আর এমন টেকি নিউজ দেয়র জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আর সংবাদ গুলোর মধ্যে সবচেয়ে অবাক লেগেছে "বিশ্বের ডেটা স্টোরেজ ২৯৫ এক্সাবাইট" এটি।আমি তো এতদিন পেটাবাইট পর্যন্ত জানতাম।আজই প্রথম শুনলাম এক্সাবাইট এর নাম।

    বড়দের মাঝে মধ্যে টিউন করার দরকার তাদের ছোট ভাইদের জন্য।
    সব সময় আমাদের পাশে থাকুন।
    ধন্যবাদ।

    ভালো লাগলো রনি ভাই, অনেক দিন পর আবার লিখতে শুরু করলেন। টিটির এডমিন পক্ষ কি আপনাকে ইবুক বানানোর জন্য সম্মতি দিয়েছে?

    ভাই টিউনটি ভাল আপনার হয়েছে আপনার upload করা Micro Electronic Circuit rar এর Password টা দিলে ভাল হয়।Can you give me your Cell Number?