{{{টেকটিউনসের নীতিমালা}}} যারা জানেন তাদের জন্য নয়।।।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

টেকটিউন এর সকল প্রেমীকদের সালাম জানিয়ে আমার টিউন শুরু করলাম।।।। টেকটিউনে আমরা অনেকে টিউন করে থাকি আবার টিউনের জন্য আমরা মন্তব্য করি কিন্তু আমরা টেকটিউনেসের নীতিমালা অনুযায়ী মন্তব্য করিনা যেমন: একটা টিউন
published করা হল তার জন্য আমরা বিভিন্ন মন্তব্য করি।।।।অনেকে ঐ মন্ত্যব্যের মাঝে তাদের নিজস্ব সাইট,,রেফালাল আইডি দিয়ে বলে অনলাইনে আয় করুন।।।।।। এটা আসলে ঠিক না ।। তাই নতুনদের জন্য বা যারা জানেন না তাদের জন্য টেকটিউনস নীতিমালা সম্পূন কপি করে দিলাম।।।।।।।।।।।।।

টেকটিউনস নীতিমালা

সর্বশেষ পরিবর্তনঃ ১ আগস্ট ২০১০
প্রথম পরিবর্তনঃ ১৫ ডিসেম্বর ২০০৮

বাংলা ভাষার প্রথম ও একমাত্র দেশীয় ব্লগ টেকটিউনসে আপনাকে স্বাগতম। টেকটিউনসে টিউন ও মন্তব্য করার পূর্বে অবশ্যই নিচের নীতিমালা মেনে চলুন। টেকটিউনসে নিবন্ধন ও মন্তব্য করলে ধরে নেওয়া হবে তিনি ‘নীতিমালা ও ব্যবহারবিধি’ পড়ে তাতে সম্মতি জ্ঞাপন করেছেন।

প্রকাশিত লেখা ও মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব টেকটিউনস বহন করে না।
১. টিউন করা সংক্রান্ত

* ১.১ টেকটিউনসে প্রকাশিত সকল টিউন নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে। সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত টিউনও টেকটিউনসে প্রধান্য পাবে।
* ১.২ সকল টিউনের মূল ভাষা অবশ্যই বাংলায় এবং টিউনে কমপক্ষে ৮০ ভাগ বাংলা ভাষা থাকতে হবে, ইংরেজি বা অন্য কোন ভাষায় টিউন করা যাবে না। ফোনেটিক ব্যবহার করে ( ইংরেজি কিবোর্ড লেআউট দিয়ে বাংলা লেখা) বাংলা লিখতে পারেন।
* ১.৩ ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কোন টিউন করা যাবে না।
* ১.৪ টেকনিক্যাল টার্মগুলোর অহেতুক বাংলা প্রতিশব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। ট্যাকনিক্যাল ট্রার্ম গুলো লেখার ক্ষেত্রে সেগুলো ইংরেজি হরফে অথবা বহুল প্রচলিত হলে বাংলাতে উচ্চারণ লিখুন। কোন ট্রার্মের বহুল ব্যবহৃত পরিভাষা থাকলে সেটি ব্যবহার করুন।
* ১.৫ বিভিন্ন সফটওয়্যারের ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি টিউনে সরাসরি প্রকাশ বা আপলোড করা যাবে না। লিংক দেওয়া যাবে। প্রয়োজনে অন্য কোথাও টেক্সট ফাইল হিসেবে আপলোড করে লিংক দেওয়া যাবে। ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি বিষয় গুলো টেকটিউনস নিরুৎসাহিত করে। বরং ওপেনসোর্স ও ফ্রিওয়্যারকে স্বাগত জানায়।
* ১.৬ হ্যাকিং, ক্র্যাকিং, ফিসিং, সাইবার ক্রাইম ইত্যাদি বিষয় নিয়ে অবশ্যই টিউন করা যাবে যেমন হ্যাকিং-ক্র্যাকিং টেকনিকিউ, নিউজ, হ্যাকারদের খবর ইত্যাদি। কিন্তু তা কোন সাইট, সার্ভিস বা গোষ্টিকে কেন্দ্র করে নয়।
* ১.৭ নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা হুবহু কপি পেস্ট করে নিজের নামে টিউন করা যাবে না।
* ১.৮ নিজের লেখা নয় এরকম, অন্যের মানসম্মত লেখা হুবহু কপি পেস্ট করে টিউন করা যাবে তবে তা অবশ্যই টেকটিউনস নীতিমালা বান্ধব এবং প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) উল্লেখ করতে হবে।
* ১.৯ পূর্বে প্রকাশিত নিজের লেখা বা নিজের ব্যক্তিগত ব্লগের লেখা, লেখক নিজে হুবহু টিউন করতে পারবে। এক্ষেত্রে পূর্বে প্রকাশিত সূত্রের (লিংক) উল্লেখ লেখকের ইচ্ছাধীন। তবে একাধিক ব্লগে বা একাধিক অন্য কোন কম্যুনিটি ব্লগিং প্লাটফরম এ পূর্বে প্রকাশিত হয়ে থাকলে প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) দিতে হবে।
* ১.১০ নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা টেকটিউনসে টিউন করতে টেকটিউনসের বিশেষ কোন শর্ত বা বাধ্যবাধকতা নেই। তবে সেটা অবশ্যই নিজের লেখা হতে হবে। ব্লগিং কমিউনিটির ক্ষেত্রে যে সমস্যাটা হয় তা হল ব্লগার বা ভিসিটররা এক লেখা বিভিন্ন সাইটে দেখলে তা তাদের মনে কিছুটা বিরূপ ক্রিয়ার সৃষ্টি করে। তাই নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা টেকটিউনসে টিউন করেন তবে অবশ্যই ‘পূর্বে আমার ব্লগে / এই জায়গায় প্রকাশিত’ লিখে তাতে লিংক করে দিতে হবে।
* ১.১১ অর্ধেক টিউন করে বাকি টিউন পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ টিউন করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে টিউন করা যাবে।
* ১.১২ অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে টিউন করার ক্ষেত্রে টিউন অবশ্যই দিকনির্দেশনা ও প্রোণদনা মূলক হতে হবে। রেফারাল সংগ্রহ, নিজেস্ব দল গঠন অথবা কাজ করানোর উদ্দেশ্যে কোন প্রকার অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে টিউন করা যাবেনা।
* ১.১৩ কোন রকমের এ্যাডসেন্স বা এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) দিয়ে টিউন করা যাবে না।
* ১.১৪ রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে টিউনে কোন প্রকার এফিলিয়েট ফাইল হোস্টের লিংক, এফিলিয়েট ফাইল হোস্টের লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না। এধরনের অন্যান্য এফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহার করা যাবে না। সফটওয়্যার, গেমস বা অন্য যে কোন কিছু রিভিউ এর ক্ষেত্রে এর মূল প্রোডাক্ট পেইজের লিংক দিন। আর তা সম্ভব না হলে নন এফিলিয়েট ফাইল হোস্টিং ব্যবহার করুন।
* ১.১৫ টিউনে এমন কোন লিংক, সাইট ও ব্লগের ঠিকানা ও লিংক ব্যবহার করা যাবে না যাতে এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক বা এফিলিয়েট ফাইল হোস্টের লিংক অবস্থান করে।
* ১.১৬ জনস্বার্থে নয় শুধু মাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে এমন কোন বিজ্ঞাপনী মূলক টিউন প্রকাশ করা যাবে না। প্রতিষ্ঠানের বা পণ্যের উদ্দেশ্য এবং কার্যক্রমের সঠিক ও পূর্ণ বিবরণ দিয়ে টিউন করা যাবে এবং তা অবশ্যই জন স্বার্থে হতে হবে।
* ১.১৭ প্রচারণার উদ্দেশ্যে একই সাইট বিভিন্ন ভাবে ফিচার করা যাবে না। এ ধরনের আচরণ থেকে সর্বদা বিরত থাকুন।
* ১.১৮ অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না।
* ১.১৯ ধর্ম, ধর্মগ্রন্থের বাণী ও সামাজিক প্রক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে টিউন করা যাবে না বা এধরনের লেখা, টিউনে থাকা যাবে না।
* ১.২০ অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য টিউনে ব্যবহার করা যাবে না।

এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য টেকটিউনস যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনারের টিউন অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার এবং টিউনারকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করার ক্ষমতা রাখে।
২. মন্তব্য করা সংক্রান্ত

* ২.১ টিউনারদের কিংবা ননটিউনারদের, কাউকে গালিগালাজ করা যাবে না।
* ২.২ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না।
* ২.৩ অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না।
* ২.৪ মন্তব্যে সরাসরি অথবা ইমেইল ঠিকানা উল্লেখ করে ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির জন্য অনুরোধ করা যাবে না।
* ২.৫ মন্তব্য সরাসরি ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির লিংক, টেক্স, ফাইল ইত্যাদি প্রকাশ করা যাবে না।
* ২.৬ প্রচারণার উদ্দেশে মন্তব্য কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না।
* ২.৭ মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব টেকটিউনস বহন করে না।

এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য টেকটিউনস যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনারের বা ভিজিটরের মন্তব্য অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার ক্ষমতা রাখে।
৩. টিউনার আইডি ও নাম সংক্রান্ত

* ৩.১ টিউনার আইডি ও নাম হিসেবে এমন কোনো নাম বা ছদ্মনাম ব্যবহার করা যাবে না যা অন্য টিউনার এর নামকে হেয় করে।
* ৩.২ বিশিষ্ট রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোনো ব্যক্তি, বর্গ, গোষ্ঠিকে ব্যঙ্গ করে কোন টিউনার আইডি এবং নাম তৈরি ও ব্যবহার করা যাবে না।
* ৩.৩ সামাজিকভাবে কোনো প্রচলিত নামকে হেয় করে কিংবা সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে অশালীন মনে হয় এমন কোন টিউনার আইডি ও নাম ব্যবহার করা যাবে না।

এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য টেকটিউনস যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনারের টিউনার আইডি অপসারণ/বাতিল বা বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে।
৪. নীতিমালার পরিবর্তন

* ৪.১ টেকটিউনস নীতিমালা পরিবর্তনশীল। বিশেষ প্রয়োজনে নীতিমালার একটি বা একাধিক বিষয় পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন করা হতে পারে। তবে তা মূল নীতিমালার খুব একটা পরিবর্তন না করেই। নীতিমালার সর্বশেষ পরিবর্তনের তারিখ এই পাতার একদম উপরে প্রকাশ করা হবে। নীতিমালা বড় ধরনের কোন পরিবর্তন হলে অবশ্যই তা ঘোষনা দিয়ে জানিয়ে দেওয়া হবে।

বি:দ্র: যারা জানেন তাদের জন্য নয়।।।ভুল হলে ক্ষমা করবেন।।।।।।।।

Level 0

আমি ফয়সাল মুন্সী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 275 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এই নীতিমালা কয়জন টিউনার মেনে চলে……………

    Level 0

    আকাশ নীল ভাই এর সাথে একমত

    আমিও একমত

    ১০০% সহমত! বিশেষ করে যারা রাতারাতি অন লাইনে টাকার কুমির বনে যেতে চান।

নৈতিকতার সংজ্ঞা কী?
১.৫ এ বলেছে ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি অন্য কোথাও টেক্সট ফাইল হিসেবে আপলোড করে লিংক দেয়া যাবে, আবার ১.১ এ বলেছে নৈতিক টিউন হতে হবে — তাহলে ওগুলো কি নৈতিক হিসেবে ধরা হচ্ছে!!!!!!!!

দ্রুত বোঝার সুবিধার্থে ১.১ এবং ১.৫ দুইটা একটু কপি করে একসাথে দেখি:
১.১ টেকটিউনসে প্রকাশিত সকল টিউন নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে। সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত টিউনও টেকটিউনসে প্রধান্য পাবে।
১.৫ বিভিন্ন সফটওয়্যারের ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি টিউনে সরাসরি প্রকাশ বা আপলোড করা যাবে না। লিংক দেওয়া যাবে। প্রয়োজনে অন্য কোথাও টেক্সট ফাইল হিসেবে আপলোড করে লিংক দেওয়া যাবে। ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি বিষয় গুলো টেকটিউনস নিরুৎসাহিত করে। বরং ওপেনসোর্স ও ফ্রিওয়্যারকে স্বাগত জানায়।

আমারা জানালা ব্যাবহার কারি ক্রাক ছাড়া উপায় নাই ।

এই জন্য লিনাক্সই সমাধান। যারা লিনাক্স ব্যবহার করেননা করে দেখেন। বিশেষ করে যারা ব্রডব্যান্ড লাইন ব্যবহার করেন তারা একবার লিনাক্সে সুইস হন।
লিনাক্সে হ্যাকিং, ক্র্যাকিং, কীজেন, ভাইরাস, ক্র্যাশ, উইন্ডোজ মেরামত, হার্ডডিস্ক মেরামত এসবের কিচ্ছু নাই। ফলে আপনার সময় বেঁচে যাবে যা আপনি আপনার মূল্যবান কাজে ব্যয় করতে পারবেন।
কেউ আমার মন্তব্য কে উপদেশ হিসেবে গ্রহন করবেন না। লিনাক্স ব্যবহার করার পর থেকে কেন জানি নিজের ভিতর একটা গর্ব কাজ করে। লিনাক্স কে আপন মনে হয়।
টেকটিউনস নীতিমালা স্মরণ করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।