আনুষ্ঠানিকভাবে Android Q -এর অফিশিয়াল নাম ঘোষণা করেছে গুগল। সরাসরি সংখ্যা ব্যবহার করে Android Q -এর নাম রাখা হয়েছে Android 10। ইতোমধ্যে নতুন এ Operating System পাবলিক বেটা সংস্করণে প্রকাশিত হয়েছে। এ কারণে সামনে আসছে এই Operating System এর বেশ কিছু ফিচার। নতুন ফিচারগুলোর মধ্যে থাকছে
Dark Mode
এই ফিচারটিকে প্রথমে পাবলিক বেটা ভার্সনে ছাড়া হয়েছিল। পরে গুগলের আইও ডেভেলপার সম্মেলনে ফিচারটি নিশ্চিত করা হয়। সেটিংসে ব্যাটারি ট্যাব থেকে Dark Theme চালু করা যাবে। গুগল গত কয়েক মাসে তাদের বেশ কিছু অ্যাপে এ মোড যুক্ত করেছে। যেমন Facebook Messenger।
Location
Android 10 সংস্করণে প্রাইভেসি বিষয়টিকে অনেক গুরুত্ব দেয়া হচ্ছে। App এ Location Access যাতে ব্যবহারকারীরা নিয়ন্ত্রণ করতে পারে সে বিষয়টি যুক্ত করা হচ্ছে। এছাড়া Location সেবাটি চালু বা বন্ধ করার সুবিধার পাশাপাশি কোনও App এ অনুমতি ছাড়া Location সেবা চালু হবে না।
File Share
Android 10 এর সঙ্গে নতুন একটি ফিচার নিয়ে আসছে গুগল। এই ফিচারের সাহায্যে গ্রাহকরা খুব সহজেই ফাইল শেয়ার করতে পারবে। এই ফিচারটির নাম File Share রাখা হয়েছে।
Battery Indicator
বর্তমানে বাজারে যত স্মার্টফোন আসছে সেগুলোতে ব্যাটারির চার্জ কতটুকু আছে তা দেখায়। কিন্তু Android 10 এ আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার ফোন আর কত সময় চলবে।
Colorful Themes
User Interface (UI) এ পরিবর্তন আনার পাশাপাশি বিভিন্ন রঙের Theme ব্যবহার করার সুযোগ দিবে Android 10।
Third Party Apps Camera
Third Party App ব্যবহার করে উন্নত ছবি তোলার সুযোগ থাকবে এতে। Android 10 এ ডেভেলপাররা ছবির Depth Control করতে পারবেন।
Alert Option
এখন কোনও App সহজেই বন্ধ করতে পারবেন ব্যবহারকারীরা। App Notification এ চাপ দিয়ে ধরে রাখলে তা Block করার সুবিধা পাওয়া যাবে। এছাড়া Notification Silent করার সুবিধাও থাকবে।
Desktop Mode
Android 10 এ থাকবে বিশেষ Desktop Mode যা স্মার্টফোনকে সহজে ডেস্কটপের সঙ্গে যুক্ত করা যাবে। এতে কাজকর্মে আরও বেশি গতিশীলতা বাড়বে।
Foldable Phone User Interface
Android 10 এ ভাঁজ করা স্ক্রিনের জন্য বিশেষ User Interface থাকবে। গত বছরেই গুগল এ তথ্য প্রকাশ করেছিল। নতুন এই Operating System সংস্করণ User Interface এ বিভিন্ন উপাদান ও নকশাকে ডিসপ্লের হার্ডওয়্যার অনুযায়ী বদলে ফেলতে পারবে।
(Collected)
আমি সাইফুল চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
Maybe it will be a good version