কল অফ ডিউটি সিরিজের পরবর্তী গেম ব্ল্যাক অপস ৪ গেমটিতে Fortnite: Battle Royale এর মতো আলাদা একটি ব্যাটল-রয়্যাল মোড থাকছে। গেমটি এ বছরের অক্টোবর ৪ তারিখে মুক্তি কথা রয়েছে। সম্প্রতি গেমটির প্রথম গেমপ্লে ট্রেইলার উন্মোচন অনুষ্ঠানে এই সংবাদটি জানা যায়।
এছাড়াও গেমটিতে নতুন কিছু ফিচার আনতে যাচ্ছে ভিডিও গেমস নির্মাতা Activision। আর এই ব্যাটল-রয়্যাল মোডের নাম দেওয়া হয়েছে Blackout। আর এই মোডটি আগামী ১০ বছরের সকল কল অফ ডিউটি গেমসগুলোতে রাখার একটি প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা যায়।
টেকটিউনস টেকবুম - ১৯ মে ২০১৮
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 470 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।