Techtunes Push টেকটিউনস পুশ হলো টেকটিউনসের বিশেষ সার্ভিস যার মাধ্যমে আপনি ছোট একটি ৮ আট ডিজিটের কোডের মাধ্যমে বিভিন্ন URL বা লিংকে একসেস করতে পারবেন।
আপনি বিভিন্ন টিউনে ৮ আট ডিজিটের Techtunes Push টেকটিউনস পুশ কোড পাবেন এভাবে
টেকটিউনস পুশ কোড: 63456789
Techtunes Push টেকটিউনস পুশ কোড ব্যবহার করে URL বা লিংকে একসেস করতে
ব্যস, আপনি URL বা লিংক এ একসেস করতে পারবেন
যেমন,
কোন টিউনে যদি লেখা থাকে
টেকটিউনস পুশ কোড: 63456789
তাহলে Techtunes Push টেকটিউনস পুশ কোড ব্যবহার করে URL বা লিংকে একসেস করতে
আপনি ব্রাউজারের এড্রেসবারে টাইপ করুন push.techtunes.io/63456789 এবং কিবোর্ড থেকে Enter চাপুন বা মোবাইল থেকে Go বাটন চাপুন।
ব্যস, আপনি URL বা লিংক এ একসেস করতে পারবেন।
কিছু কিছু Techtunes Push টেকটিউনস পুশ কোড এর URL বা লিংক পাসওয়ার্ড প্রোটেকটেড থাকতে পারে। পাসওয়ার্ড এর জন্য টিউনারকে টিউমেন্ট করুন। টিউনার আপনাকে Techtunes Push টেকটিউনস পুশ কোড এর URL বা লিংক এর পাসওয়ার্ড প্রদান করবে।
Techtunes Push টেকটিউনস পুশ ফিচার শুধু মাত্র 'টেকটিউনস ট্রাসটেড টিউনার' রা এবং Techtunes Slash টেকটিউনস স্ল্যাস এর Pro ইউজাররা নিজেস্ব ডোমেইনের মাধ্যমে ব্যবহার করতে পারে।
আপনি 'টেকটিউনস ট্রাসটেড টিউনার' হলে আপনার টিউনে Techtunes Push টেকটিউনস পুশ কোড যোগ করতে পারবেন অথবা আপনি Techtunes Slash টেকটিউনস স্লাস এর Pro ইউজার হলে আপনার নিজেস্ব ডোমেইন এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন।
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
খুব ভালো লাগলো।
ধন্যবাদ 🙂